অসভ্য কলমবাজির খপ্পরে প্রিয় স্বদেশ! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ আগস্ট, ২০১৬, ০৩:৪৩:৪৫ রাত
হাতির পা ধরে বানালো ওরা
হাতিকে বঙ্গ বাহাদুর,
তারাই কলমের খোঁচা দিয়ে
রাতকে দিন রূপ দিয়ে বানায় মধুপুর।
সেই মধুপুরে আছি আমারা
বোতলে মধু দেখে যায়,
বুঝতে বাকি নেই আর
কলমের খোঁচায় বিতাড়িত ন্যায়।
বাংলার মানুষের বাহাদুরী নেই
পশু এসে করে নিয়েছে দখল!
বন্যা দুর্গত এলাকায় কাঁদে মানুষ,
বাহাদুরী শেষ মানুষের অন্তরে অনল!
মানুষের অনলে কলম অচল
বাহাদুরী যেন সব হাতিতে,
স্বপ্নের সোনার বাংলাটা
কাঁদে আজকে কলমের আঘাতে।
অসভ্য কলমবাজির খপ্পরে
পড়েছে আজ প্রিয় স্বদেশ!
ভালো মানুষের প্রতি নিন্দা ও চরিত্র
হননে তারা প্রতিনিয়ত উম্মেষ।
যে "কলম" থাকতে পারতো
সত্যের মিছিলের প্রথম সারিতে,
সেই কলম বন্দী হলো আজ
আল্লাহ দ্রোহী দুনিয়াবী স্বার্থে।
কলমবাজি করে মগজ দোলাই
তরুণ প্রজন্মে আজ বিদ্যমান,
সত্যের আহবানে নিন্দা! কলমের
কালি প্রয়োগ, মিথ্যার জয়গান।
জগো হে তরুণ, ভাবো সত্য
প্রয়োজন, সত্য মুক্তির পথ!
মিথ্যার মিছিলে ভেসে গেলে
ভেসে যাবে মূল্যবান সেই জান্নাত।
বিষয়: বিবিধ
৯৬৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন