আমরা একই নদীর স্রোত...✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ আগস্ট, ২০১৬, ১২:১২:৪৩ দুপুর
রাত শেষ হবেই
আসবে নতুন ভোর,
চিন্তা তৈরি করো মনে
বাড়াও মনের জোর।
যে পথে অবিরাম চলা
কতটুকু ঠিক দেখ সে পথটি,
সময়ের মূল্য দিয়ে
খোঁজ করি চলো সঠিক কোনটি!
কর্মের মাধ্যমে হিসাব হবে
কতটুকু অর্জিত হলো জীবনের মূল্য,
এলোমেলো কাজ করে
সময়কে করোনা তুচ্ছ তাচ্ছিল্য!
সময়ের যে দিয়েছে দাম
সে অর্জন করেছে খ্যাতি,
সময়ের দাম দিয়ে আমরা
আনিবো সুস্থ সমাজ এবং সমপ্রিতি।
সমপ্রিতির ছায়ায় দাড়িয়ে আমরা
খোঁজবো সুখের মায়াবন,
হিংসা বিদ্ধেষ তাড়িয়ে এবার
হবো একে অন্যের আপনজন।
আমরা একই নদীর স্রোত
একে অন্যের ভালো চাই,
চাওয়া আর পাওয়ার মাঝে
প্রকাশিত হোক সততা ও ন্যায়।
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন