দৃঢ়তাই পরিবর্তনের প্রধান শক্তি✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩১ জুলাই, ২০১৬, ১১:২২:১৯ রাত
গুনীজনেরা এক সাথে হলে
কিছুনা কিছু গুণাবলী হয় প্রকাশ,
গুণীজনের গুণী কথায় গড়ে
দিতে পারে সোনার গ্রাম-স্বদেশ।
অভিঙ্গদের অভিঙ্গতার সাথে উদ্যম্যতা
যুক্ত হলে পরিবর্তনের দৃঢ়তা আসে,
সম্মিলিত সচেতনতার মাধ্যমে
অবহেলিত জনতা খুশিতে হাসে।
অবহেলায় কেন পড়ে থাকবে
সমাজের একটি অংশ?
কেন অসচেতনতার কবলে পড়ে
নতুন প্রজন্ম হবে ধ্বংস?
নতুন প্রজন্মের নতুন চিন্তা প্রকাশের
মাধ্যমে হোক নতুন কিছু সৃষ্টি!
গুণীজনদের গুণ সমবৃদ্ধ-কথা গুলো
তরুণদের জন্য এক পশলা বৃষ্টি।
তরুণদের প্রতি আহবান বৃষ্টির পানি
শুকানোর আগেই হোক ফসলের পরিশ্রম,
চলো সবে মিলে মিশে এক সাথে
ঘরে ঘরে পৌঁছে দিই পরিবর্তনের পায়গাম।
একদিনে কোন কিছুতে আসেনা সফলতা
দৃঢ়তাই পরিবর্তনের প্রধান শক্তি,
আমরা আনিবো গণসচেতনতার মাধ্যমে
কুসংস্কারে ধাবিত এই সমাজে মুক্তি।
বিষয়: বিবিধ
৯৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন