গুণীজন.....✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ জুলাই, ২০১৬, ০৮:২১:০০ রাত



জ্বর আসে, ঝড় আসে,

যাই আসুক দৃঢ়তা সঙ্গী যার,

তারে কি ভীত করা যাবে

গুলি ছুড়ে বিভৎস কথার?

Happy

জ্বরের তাপ, ঝড়ের আঘাত

সঙ্গী যার প্রতিনিয়ত,

তার ভিতরে কি করে মন্দ কথায়

তৈরি করবে তুমি ক্ষত?

Happy

ক্ষতবিক্ষত থেকে দাড়িয়েছে

সে, সে আলো ছড়াতে জ্বলন্ত কয়লা,

তারে কি করে করবে

বিচলিত করে অবহেলা?

Happy

তাহাকে অবহেলা কর তাই

তুমি নিন্দিত নিজের ভিতরে নিজে,

নিন্দা ছেড়ে মহৎ মনে

এবার প্ররিশ্রমী হও কাজে...!

Happy

কাজে গুণ বাড়ে, মানুষ দোয়া করে

পরিচয় আসে গুণীজন,

কর্ম ছড়িয়ে পড়ায়, মৃত্যুর পরও

প্রশংসায়-হয় কর্মের গুঞ্জন।

Happy

সৃষ্টিকর্তাও খুশি, মানুষও খুশি,

এমনি কর্ম করিতে হবে সাধন,

কর্ম দেখে অপকারিতায় কাঁদবে শুধুই

কাঁদবে, মানুষে চিরশত্রু শয়তান।

Happy

উৎসর্গ..... গুণীজনদের

বিষয়: বিবিধ

৮৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375191
২৪ জুলাই ২০১৬ রাত ১০:০১
নাবিক লিখেছেন :
কাজে গুণ বাড়ে, মানুষ দোয়া করে
পরিচয় আসে গুণীজন,
কর্ম ছড়িয়ে পড়ায়, মৃত্যুর পরও
প্রশংসায়-হয় কর্মের গুঞ্জন।
চমতকার কথা, ভালো লাগলো পিলাচ।
২৫ জুলাই ২০১৬ রাত ০১:৫৬
311136
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ অনুভূতি রেখা যাবার জন্য।।
375199
২৫ জুলাই ২০১৬ রাত ০১:৫১
কুয়েত থেকে লিখেছেন : নিন্দিত নিজের ভিতরে নিজে ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ জুলাই ২০১৬ রাত ০১:৫৭
311137
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File