প্রতিভাবান....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ জুলাই, ২০১৬, ০৩:৫০:০৫ রাত
যার ভিতরে প্রতিভা আছে
তার ব্যস্ততার নেই শেষ,
তার প্রতিভার সেবা পেতে
অপেক্ষায় পুরো বাংলাদেশ।
প্রতিভাবানেরা ব্যবহার হয়
সমাজ গঠনের হাতিয়ার রূপে,
সে নিজেকে বিলিয়ে দিয়ে গরীব
অসহায়ের হাসি মুখ দেখে নিঃচুপে।
প্রতিভাবানেরা অলস নয় তাদের
ভিতরে দাড়ানোর তাড়া দুর্বলের পাশে,
দুর্বলের একটু খুশিতে প্রতিভাবানের
মন উচ্চ প্রাপ্তি ভেবে হাসে।
এই প্রাপ্তির জন্য প্রতিভাবানের
হাড়ভাঙ্গা প্ররিশ্রম কেউ বুঝে কেউ বুঝেনা।
প্রতিভাবানের প্রতিভা থামাতে
কারো কারো বুকের ভিতরে চাপা কান্না।
দেশের জন্য দশের জন্য ভেবে
প্রতিভাবানের পথ চলা দুর্বার,
প্রতিভাবানের ইচ্ছে আছে মনের
গহীনে মানুষত্বের ঋণ সুধরাবার।
মানুষ সেরা জীব প্রমাণ
করিতে চাই কাজের মাধ্যমে সে।
প্রতিভাবানের পথ চলা
একান্ত আল্লাহকে ভালোবেসে।
বিঃদ্রঃ লেখাটি আমার চোখে দেখা সেরা একজন প্রতিভাবানকে উৎসর্গ করলাম।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন