আবেগের জোড়াতালি...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৮ জুলাই, ২০১৬, ০২:৩৯:২৯ রাত
কেউ স্বীকার করুক বা না করুক আমরা
অতি আবেগী জাতী প্রমাণ করেছি বারবার!
একে অন্যের মাঝে হিংসা ছড়িয়েছি
দৃষ্টান্তে ধারাবাহিকতায় কাদা ছোড়াছুড়ির।
কোথায় তুরস্ক কোথায় বাংলাদেশ
ওখানে কি হচ্ছে তা ভেবে এদেশে ঘুম নষ্ট,
খানকা আর কবর পুজা চলছে ইসলামের নামে,
ঈমান হারিয়ে প্রতিযোগিতায় হচ্ছে পথভ্রষ্ট।
আমাদের এই আবেগের ঘোর কাটবে কবে
নিজ জাতীসত্বার জন্য কবে হবে ঐক্য?
নেতৃত্ব কবে জাতীসত্বার প্রয়োজন বুঝে
দূর করিবে হিংসা, দূর করিবে মত পার্থক্য?
তুরস্কের সেনা অভ্যুত্থানের পক্ষে
কারো কারো জোরালো অভিমত,
তারাই আবার এইদেশে ভেঙ্গে দিতে
চাহে, সেনা শাসনের ঐ কালো হাত!!
একদিকে ভাঙ্গার নীতি, গড়ার নীতি অন্য দিকে
দেখি নৈতিকতার হার! বুদ্ধিমত্তায় বুদ্ধিজীবীর!
নীতিতে নৈতিকতার ভাঙ্গনে বন্ধ পিস টিভি
টুনকো অভিযোগে!! (বুঝি) প্রসার চান তরা পীরত্বের।
আবেগের জোড়াতালি প্রতিদিনই হয়
বিবেককে অবহেলায় রেখে আঁধারে,
এক আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে কৌশলে
দাসত্বের আহবান যেন মানুষের কবরে!!
দেশে ২৮+ বাংলা টিভি চ্যানেলে প্রতিদিন
প্রতিনিয়ত হয় শয়তানের পথে আহ্বান,
৯০ শতাংশ মুসলিম মোরা, আল্লাহর পথে ডাকার
১টি চ্যানেলও নেই! কোথায় রাখি এই অপমান?
পিস টিভি যখন পীর পুজা, মাজার পুজা,
শিরিক, তথ্য দিয়ে করে চলছিলো প্রমাণ,
বেদাতী আর সুবিধাবাদী শয়তানি কৌশলের
অপঘাতে রুখে দিলো শান্তির আহবান।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর বাস্তবধর্মী বোধোদয়।
গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন