ফিরে যাব আমরা....! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জুলাই, ২০১৬, ০১:৩৮:২২ রাত



খোলা থাকে মনের চোখ

সে ঘটে যাওয়া ঘটনা দেখে,

মনের সেই অদৃশ্য কলম

ব্রেইনের খাতায় লিখে।

Happy

রক্তের প্রবাহমান গতি

পথ তৈরিতে থাকে অভ্যস্ত,

দাতের মাড়ি অপরের নিন্দা, ঘৃণা

ছিবিয়ে খেতে ব্যাস্ত।

Happy

গায়ের চামড়া গুলো

খেছুনি দিয়ে উঠে তিব্র ব্যাথায়,

চামড়া গুলো সীতলতার জন্য

খুঁজে বেড়ায় ন্যায়!

Happy

মাথার চুল গুলো নিজের

থেকে এক এক করে ঝরে পড়ে,

হিসাবের খাতায় প্রতিজনের

বয়স, ঘুমে নির্ঘুমে বাড়ে।

Happy

কানের পর্দায় আওয়াজ

কম আসে সময়ের তির্তে!

ফিরে যাব আমরা চিরচারিত

নিয়মে সেই সে কবরের বিত্তে।

বিষয়: বিবিধ

৯০৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374590
১৪ জুলাই ২০১৬ রাত ০৪:২২
কুয়েত থেকে লিখেছেন : পথ তৈরিতে থাকে অভ্যস্ত,দাতের মাড়ি অপরের নিন্দা, ঘৃণা ছিবিয়ে খেতে ব্যাস্ত ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
১৪ জুলাই ২০১৬ বিকাল ০৪:৫১
310777
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মতামতের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
374619
১৪ জুলাই ২০১৬ দুপুর ০৩:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেটাই যে সবাই ভুলে যাই।
১৪ জুলাই ২০১৬ বিকাল ০৪:৫২
310778
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভুলে যাই বলেই মনে করিয়ে দেয়ার চেষ্টা।
379524
০৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনাকে..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File