আল্লাহ সব দেখেন.... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩০ জুন, ২০১৬, ০৩:১১:৩৭ রাত



বিত্তবানের ছেলে মেয়েরা খাই

প্রতিদিনই নিশ্চিন্তে পেট পুরিয়ে..!

হতদরিদ্রদের ছেলে মেয়েরা খাই

এঁটো ডাস্টবিন থেকে কুড়িয়ে!!

Winking

তবুও শাসক গুস্টি বলে

মধ্য আয়ের দেশ, এই বাংলাদেশ,

হতদরিদ্রের আদমশুমারী নেই!

ক্ষমতার গভীরে বিবেক নিরুদ্দেশ!!

Winking

বিত্তবানদের হিসাব পায় প্রকাশ

প্রতিদিন বিবৃতি বক্তৃতায়,

দরিদ্ররা সব জায়গায় অবহেলিত তাদের

চোখে স্বপ্ন নেই চোখের পানিতে ভালো মানায়!

Winking

আজকাল খাওয়ানোর আয়োজন হয়

তাদের জন্য যাদের আছে ভূরিভূরি,

যাদের নেই তারা ঘৃণার পাত্র, কুলষিত-

তারা তাদের জীবন যেন আঁধারী!!

Winking

মানসিকতাঃ যার আছে, তার আরো চাই

পথ কালো হোক বা সাদা..!

ফ্রি পেয়ে টেবিলের নিচে হাত বাড়িয়ে

সাদা কাপড়ে নিয়মিত মাখেন কাদা।

Winking

গড়েন কালো টাকার পাহাড়

উপরে পড়েন সাদা কাপড়, করেন গলাবাজি,

ওসব আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহ সব-

দেখেন, যত ভালো কাজ আর যত কারসাজি।

বিষয়: বিবিধ

১৩০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373555
৩০ জুন ২০১৬ রাত ০৪:১১
নাবিক লিখেছেন : ভালো লাগলো Rose
373581
৩০ জুন ২০১৬ দুপুর ১২:২১
হতভাগা লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File