কোরআন "কথা বলে" সবার সাথে..! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ জুন, ২০১৬, ০২:৪৬:২৮ রাত



কোরআন খোলে দেখা হয়নি

গত ১০,২০,৩০ অথবা ৪০ বছর,

কোরআনের অর্থ কি বুঝবো

কি বুঝবো আমি পেশ, জের, যবর?

Happy

কোরআন নিয়ে লিখতে ও বলতে

দরকার হয় জ্ঞান কোরআনের,

শুনিনি আমি কোরআনের আয়াত

শুনেছি সারা বছর মিথ্যা গান প্রেমের।

Happy

কোরআন "কথা বলে" সবার সাথে

যত আছে মুমিন, কাফের, মোনাফেক,

কোরআন পড়ে কোরআনের পথে

এলে মানুষ হয়ে যায় নেক!

Happy

কোরআন শুধু পড়া ও শুনা নয়

কোরআন একটি জীবন বিধান,

কোরআনের পড়তে ও অর্থ বুঝতে

নিজেকে করতে হয় নিবেদন।

Happy

কোথায় আছে ন্যায় করি হায়! হায়!

ন্যায়ের কিতাব পিছনে রেখে,

কিতাবের কথায় ব্যক্তি জীবনের কথা এলে

নিজর কথা যায় নিজ থেকে রুখে।

Happy

কোরআনের বিধান সহ্য হয়না, স্বার্থের

জন্য কোরআনের দেখি কত ব্যাবহার,

স্বার্থতো লোক দেখনো, লোক দেখনো

কাজে আত্মার কি হবে উপকার?

Happy

আত্মার উপকার পেতে হলে বুঝতে হবে

কোরআন, ফিরতে হবে কোরআনের কথায়,

জীবন মরণ আল্লাহর জন্য সপে

শোকরিয়া চিত্তে লুটাতে হবে সেজদায়।

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372446
১৯ জুন ২০১৬ সকাল ০৭:২০
গাজী সালাউদ্দিন লিখেছেন : আচ্ছা আচ্ছা
'মানুষ হয়ে যায় নেক' এই বাক্যটি যথাযথ হয়নি বলেই মনে হচ্ছে।
মানুষ হয় নেককার
372448
১৯ জুন ২০১৬ সকাল ০৮:০৮
হতভাগা লিখেছেন : আমাদের সবারই নিয়মিত ক্বুরআন পাঠ করা উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত । আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন - আমিন।
372456
১৯ জুন ২০১৬ সকাল ০৯:৫৮
নাবিক লিখেছেন : কোরান বেশি বেশি পড়া উচিত এবং বুঝা উচিত।
372462
১৯ জুন ২০১৬ সকাল ১১:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : কুরআনই হোক জীবন বিধান..কুরআনের পথে চলাই হোক আমাদের মিশন- সুন্দর লেখাটির জন্য ধন্যবাদ..
372469
১৯ জুন ২০১৬ সকাল ১১:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগ আয়োজনেr কথা মনে আছেতো রহিম সাহেব?
372482
১৯ জুন ২০১৬ দুপুর ০২:১৯
আবু জান্নাত লিখেছেন :
আত্মার উপকার পেতে হলে বুঝতে হবে
কোরআন, ফিরতে হবে কোরআনের কথায়,

জাযাকাল্লাহ খাইর ভালো লেগেছে।

372509
১৯ জুন ২০১৬ রাত ০৯:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ সুন্দর লিখাটির জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File