ছন্দে ছন্দে আল-কোরআন ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ জুন, ২০১৬, ০৭:৪৬:০৯ সকাল
সূরা ইব্রাহীম (১)
শুরু করছি আল্লাহর নামে
যিনি অত্যন্ত দয়ালু এবং মহন,
আলিফ-লাম-রা; এটি একটি গ্রন্থ,
যা আমি আপনার প্রতি করেছি প্রেরণ।
যাতে বের করে আনেন আপনি
মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে,
যিনি পরাক্রান্ত, প্রশংসার যোগ্য
পালনকর্তার নির্দেশে তাঁরই পথের দিকে।
সূরা ইব্রাহীম(২)
এবং তিনি মালিক পৃথিবী ও
আকাশের যাবতীয় বস্তুর।
আর কঠিন ধ্বংসকর শাস্তি রয়েছে তাদের জন্য
যারা সত্য গ্রহণ করতে করে অস্বীকার। সূরা
ইব্রাহীম(৩)
যারা পরকালের চাইতে
পার্থিব জীবনকে বেশি পছন্দ করে;
আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা
অন্বেষণ করে, তারা পথ ভুলে পড়ে আছে দূরে।
সূরা ইব্রাহীম(৪)
আমি সকল রাসুলকে তাদের স্বজাতির
ভাষাভাষী করেই করেছি প্রেরণ,
যাতে তাদেরকে পরিষ্কার
ভাবে আল্লাহর বাণী বোঝাতে পারেন।
অতঃপর আল্লাহ যাকে
চান করেন তাকে পথভ্রষ্ট,
এবং যাকে চান হেদায়াত দান করেন,
তিনি প্রবল জ্ঞানী ও পরাক্রান্ত।
সূরা ইব্রাহীম(৫)
আমি মূসাকে নিদর্শনাবলী
সহ করেছিলাম প্রেরণ,
যেন, স্বজাতিকে অন্ধকার
থেকে আলোর দিকে করে আনয়ন।
এবং তাদেরকে আল্লাহর
দিনসমূহ স্মরণ করান।
নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞের
জন্যে নিদর্শনাবলী রয়েছে অম্লান।
সূরা ইব্রাহীম(৬)
যখন মূসা স্বজাতিকে বললেনঃ তোমাদের
প্রতি আল্লাহর এ অনুগ্রহ, কর স্মরণ,
যখন তিনি তোমাদেরকে ফেরাউনের
সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দেন।
তারা তোমাদেরকে অত্যন্ত
নিকৃষ্ট ধরনের শাস্তি দিত,
তোমাদের ছেলেদেরকে হত্যা করত এবং
তোমাদের মেয়েদেরকে জীবিত রাখত।
এবং এর মধ্যে
তোমাদের রবের পক্ষ থেকে
মহা পরীক্ষা করা
হয়েছিল তোমাদেরকে।
সূরা ইব্রাহীম(৭)
যখন তোমাদের পালনকর্তা ঘোষণা
করলেন যে, যদি কৃতজ্ঞতা স্বীকার কর,
তবে তোমাদেরকে আরও দেব এবং যদি
অকৃতজ্ঞ হও তবে নিশ্চয়ই আমার শাস্তি হবে কঠোর।
সূরা ইব্রাহীম(৮)
এবং মূসা বললেনঃ তোমরা এবং
পৃথিবীর সবাই যদি কুফরী কর,
তথাপি আল্লাহ অমুখাপেক্ষী,
তিনি অধিকারী যাবতীয় জ্ঞানসমুহের।
#
কোরআনে কোন ভুল নেই ভুল গুলো আমার।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অপূর্ব ছন্দ মাধুর্যে ভরা আল কোরআনের কাব্যিক উপস্থাপনা মুগ্ধ করলো অনেক।
লিখতে থাকুন ভাইয়া।
জাজাকাল্লাহু খাইর।
নুর ভাববববি কেমন আছে
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ।
মাশাআল্লাহ..
জাযাকাল্লাহ!
মন্তব্য করতে লগইন করুন