নিজ বাগানের মালি...✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ জুন, ২০১৬, ০৯:৩৯:৪৪ রাত
রমজান এসেছে হবেনা দিনে খাওয়া
হবেনা কনে পক্ষের খনার আয়োজন,
নেই যৌতুকের সম্ভাবনা এই মাসে
চলবে হালাল খাবারে ইফতারের সোপান।
রোজাদারকে ইফতার করালে
পাওয়া যায় রোজার সওয়াব,
কৃপণতা ছেড়ে দাও ইফতারি
বিলাও, পরিবর্তন করো কৃপণ স্বভাব।
কৃপণতার মাঝে শয়তানের ছায়া থাকে
হতে হবে সেই ছায়া মুক্ত,
নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা হোক
আল্লাহর পথে হতে হবে যুক্ত।
আর নয় অবহেলা আর নয় নিচক
খেলা চলো বাস্তবাদী হই,
আল্লাহর ইবাদত করবো মোরা ঈমানের সাথে
আল্লাহর কাছে ঈমানের দামে চুক্তিবদ্ধ রই।
চুক্তিববদ্ধ হলে মুক্তির পথ পাবো
সেই দিকে হতে হবে খেয়ালী,
নিজ নিজ বাগান পরিচর্যার জন্য
নিজেকে হতে হবে স্বতস্ফুর্ত মালি।
বিষয়: বিবিধ
৯১৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন