এটা শুধু ক্যালেন্ডার নয়, বরং সম্মিলিত ঐক্যের সীল মোহর। ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ জুন, ২০১৬, ১১:৫১:৩৮ রাত



বিসমিল্লাহ্ হির রাহমানির রাহীম। আস্সালামু আলাইকুম। মহান আল্লাহর অসীম রহমতে 'পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ' এর ছায়াতলে প্রবাসী ও দেশি সচেতন নাগরিকদের সমন্বয়ে ঐক্য তৈরি হতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ।

এতো দিন আমরা কেবল আলাপনের মাধ্যমে ঐক্য গড়ে তোলার চেষ্টায় রত ছিলাম। দেশে সামনা সামনি, অনলাইন মিড়িয়া, মোবাইল মিডিয়া ইত্যাদির মাধ্যমে। আমাদের আহ্বানে পেয়েছি ব্যাপক সাড়া, পেয়েছি মূল্যবান পরামর্শ, পেয়েছি গভীর আন্তরিকতা এবং উদার ভালোবাসা। পরামর্শ, আন্তরিকতা ভালোবাসা বুকে ধারণ করে 'পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ' এর প্রচার-প্রচারণা, সদস্য সংগ্রহ, অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। "পুটিবিলা যৌতুক ও মাদকবিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ" এ প্রবাসীদের মধ্যে প্রথম থেকে একনিষ্ঠ ভাবে যারা আমার সাথে সংগঠনের জন্য করে যাচ্ছেন...... আবু হানিফ আবুধাবি প্রবাসী, এম নুরুল আমিন সৌদি প্রবাসী, জে আলম রেজা সৌদি প্রবাসী, ফয়েজ আহামদ সৌদি প্রবাসী, ফরহাদ আবুধাবি প্রবাসী। আরো অনেক প্রবাসী ভাই সর্বাত্মক সহযোগিতা ও একনিষ্ঠ ভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

ইতিমধ্যে আমরা কয়েকটি ধাপে এগিয়েছি।

১.দেশে কিছু উদ্যমী তরুণ এবং যুবকদের নিয়ে দলমত নির্বিশেষে একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন করার আগে ৩টি বৈঠক হয়েছে। দলমত নির্বিশেষে ব্যাপক লোক সমাগম হয়েছে বৈঠক গুলোতে। প্রথম বৈঠকে আমার এবং প্রবাসী বন্ধুদের ভাবনাগুলো আমি উপস্থাপন করি।

আমার ভাবনাগুলো আরো বিসদভাবে উপস্থাপন করেন জাহাঙ্গীর হোসাইন মানিক। উপস্থাপিত বিষয়ের উপর আলোচনা করেন উপস্থিত সচেতন নাগরিকগণ। পরের বৈঠকে আমার উপস্থিত বিষয়ের উপর আরো বিসদভাবে আলোচনা হয়, আলোচনার পর সবার উপস্থিতিতে একটি কমিটি গঠন করার জন্য নাম প্রস্তাব করা হয়। পরবর্তী বৈঠকে কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। সর্বশেষ বৈঠকে গঠন করা হয় সর্বদলীয় সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি।





কমিটির সদস্যদের নাম:

১.জাহাঙ্গীর হোসেন মানিক (সভাপতি) ২.এ বি এম মিজবাহ উদ্দিন আরিফ ও ফারুকুর রহমান (সিনিয়র সহসভাপতি) ৩. মাস্টার মোজাহিদুল ইসলাম, মাওলানা জোবাইর, জালাল আহমদ ও নাজিম উদ্দিন (সহসভাপতি) ৪. মাওলানা রফিক আহমদ (সাধারণ সম্পাদক) ৫. এটিএম ওসমান, দেলোয়ার চৌধুরী, আমির হোসাইন ও আব্বাস উদ্দিন (সহসাধারণ সম্পাদক) ৬. নূর হোসাইন (সাংগঠনিক সম্পাদক) ৭.মোহাম্মদ জোবাইর ও মাওলানা জয়নাল আবেদিন (সহসাংগঠনিক সম্পাদক) ৮. মোক্তার আহামেদ (অর্থ সম্পাদক) ৯.মাওলানা আব্দুর রহিম (অর্থ সহসম্পাদক) ১০.এডভোকেট মোজাফ্ফর আহামেদ (আইন বিষয়ক সম্পাদক) ১১. আব্দুল কাদের মিনহাজ (প্রচার সম্পাদক) ১২.মইন উদ্দিন (সহপ্রচার সম্পাদক) ১৩. মোহাম্মদ ফোরকান (শিক্ষা বিষয়ক সম্পাদক) ১৪.মাওলানা ইব্রাহীম (সহশিক্ষা বিষয়ক সম্পাদক) ১৫.জহিরুল ইসলাম (সমাজ সেবা বিষয়ক সম্পাদক) ১৬. মোহাম্মদ ছরোয়ার (ক্রিড়া সম্পাদক) ১৭.মাওলানা ফরিদ উদ্দিন (ধর্মীয় ও ওলামা বিষয়ক সম্পাদক) ১৮.আমান উল্লাহ্ (দপ্তর সম্পাদক)



২. সংগঠনের কমিটি গঠনের আগে প্রবাসী এবং বৈঠকে উপস্থিত আলোচকদের পরামর্শে পুরো পুটিবিলার জন্য ব্যানার এবং পেস্টুন তৈরির উদ্যোগ নেয়া হয়। সেই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীরা খরচ বহন করবে বলে জানান। উদ্যোগটি বাস্তবায়নের মাধ্যমে পুরো পুটিবিলায় ব্যানার পেস্টুন লাগেনো হয়।



৩. একটি যৌতুকবিহীন বিয়েতে স্বল্প সহায়তা

"যৌতুক ও মাদকবিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ" এর মূল কার্যক্রম হচ্ছে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা। সচেতনতা সৃষ্টির মাধ্যমে পুটিবিলা যৌতুক ও মাদক মুক্ত হবে এটাই প্রত্যাশা। সচেতনতা সৃষ্টির পাশাপাশি কিছু আর্থিক সহযোগিতা করার ইচ্ছে আছে সংগঠনের সাথে যুক্ত সবার মাঝে। সহযোগিতা করার মত আর্থিক ফান্ড এখনো তৈরি হয়নি! তারপরও সংগঠনের সাথে যুক্ত হয়েছে কিছু উদার মনের মানুষ যারা যৌতুক মুক্ত বিয়ে অনুষ্ঠানে প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চায়, সেই কয়েকজন মানুষের সহযোগিতায় যৌতুক মুক্ত বিয়েতে সংগঠনের পক্ষ থেকে ছোট্ট আর্থিক উপহার।



এটা "যৌতুক ও মাদকবিরোধী সচেতন নাগরিক ঐক্য পরিষদ" এর পক্ষ থেকে যৌতুক বিহীন বিয়েতে প্রথম আর্থিক সহায়তা। বিয়েটি অনুষ্ঠিত হয়েছে ২৩/০৫/২০১৬ ইং বরঃ নাছির উদ্দিন পিতাঃ মোহাম্মদ আলী উত্তর কলাউজান। কনেঃ তসলিমা আক্তার পিতাঃ মৃতঃ গুরা মিয়া মুসাইক্কাবর পাড়া, গুরা পুকুর পাড়, পুটিবিলা। ছোট্ট এই আর্থিক সহায়তা উপহারটি তুলে দেন কনের মায়ের হাতে। উপহারটি দেয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্ব পাপ্ত কয়েকজন, ১.ফারুকুর রহমান, ২.রফিক আহামদ, ৩.মোহাম্মদ ওসমান, ৪.মইন উদ্দিন ৫.জহিরুল ইসলাম

৪. 'পুটিবিলা যৌতুক ও মাদক বিরোধী সম্মিলিত সচেতন নাগরিক ঐক্য পরিষদ' এর আলোচনার জন্য তৈরি করা হয়েছে WhatsApp গ্রুপ, ইতিমধ্যে WhatsApp গ্রুপে ৪০ জন প্রবাসী সহ ১০০+ সচেতন নাগরিক যুক্ত হয়েছে।

৫. রমজান মাসকে সামনে রেখে কার্যকরী কমিটির পক্ষ থেকে ক্যালেন্ডার তৈরির উদ্যোগ নেয়া হয়, সেই উদ্যোগকে স্বাগতম জানিয়ে আমরা WhatsApp গ্রুপে আলোচনা করি। সেই ঐক্যবদ্ধ আলোচনা থেকে তৈরি হয় ক্যালেন্ডারের জন্য আর্থিক ফান্ড! সেই ফান্ড থেকে তৈরি হয়েছে আজকের এই ক্যালেন্ডার।



এটা শুধু ক্যালেন্ডার নয় এটাকে বলা যায় সম্মিলিত ঐক্যের সীল মোহর! এভাবে ঐক্যের মাধ্যমে এগিয়ে যাবো আমরা কাঙ্খিত সেই লক্ষ্যে। ইনশাহ্আল্লাহ্।



সংগঠনের কার্যক্রম সর্বাধিক গতিশীল করার জন্য আমাদের আগামীর পরিকল্পনা: ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন ও সমাজের মুরব্বী শ্রেণীর নাগরিকদের নিয়ে উপদেষ্টা কমিটি গঠন। আশা করছি প্রবাসী এবং দেশের তরুণ, যুবক মুরব্বীদের সম্মিলিত প্রচেষ্টায় পুটিবিলাকে যৌতুক ও মাদক মুক্ত আদর্শ ইউনিয়নে রূপ দিতে পারব।

বিষয়: বিবিধ

২০১০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371113
০৬ জুন ২০১৬ রাত ১২:১৫
মামুন আব্দুল্লাহ লিখেছেন : যৌতুক প্রথা বন্ধ করো জাকাত প্রথা চালু করো !
___এম.এ.মামুন
০৬ জুন ২০১৬ রাত ০১:০৮
307947
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, সুন্দর বলেছেন, এমনটিই যেন হয়।
371126
০৬ জুন ২০১৬ সকাল ০৬:২৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনাদের পথচলা শুভ হোক।
০৬ জুন ২০১৬ সকাল ১১:১০
307970
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চেষ্টায় রত আছি বাকিটুকু আল্লাহর ইচ্ছা।
371131
০৬ জুন ২০১৬ সকাল ০৬:৫২
আব্দুল গাফফার লিখেছেন : শুভকামনা সবার প্রতি। রামাদান কারীম
০৬ জুন ২০১৬ দুপুর ১২:১২
307976
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার জন্যও শুভকামনা। ভালো থাকবেন আশা করি।
371142
০৬ জুন ২০১৬ সকাল ১১:৩৪
আবু জান্নাত লিখেছেন : আপনাদের উদ্যোগের প্রসংসা করি, তাতে করে আপনাদের এলাকার চেলেরা অন্তত অন্যদের থেকে যৌতুক নেয়া থেকে কিছুটা হলেও বিরত থাকবে।

কিন্তু গরীব ও কালো মেয়েদের অন্যত্র বিবাহের ব্যপারে আপনাদের উদ্যোগ কি?

তাতে করেতো বুড়িয়ে যাবে গরীব ও কালো মেয়েরা। ইন্ডিয়ার মত বাবারা মেয়েদের বিবাহ না দিতে পেরে আত্ম হত্যাও করতে পারে। তাই এ ব্যপারে আপনাদের উদ্যোগ কি?

আপনাদের সদস্যদের সবাই এক একটি করে কালো মেয়ে বিবাহ করে নেবেন?

আপনাকে কষ্ট দেওয়া নয়, জানার জন্য বলেছি।

০৬ জুন ২০১৬ দুপুর ১২:৪৩
307978
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। গরীব কালো মেয়ের কথা বলছেন!! ধনী কালো মেয়ে হলে কি সমস্যা নেই? কালো হিসেবে আমরা বর্ণ তৈরি করে নিচ্ছিনাতো?!

আমারা যৌতুক ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেছি।

আমাদের প্রাথমিক পরিকল্পনায় আর্থিক সহায়তার একটা বিষয় আছে, গরীব কালো মেয়ে গুলোর বিয়ের ব্যাপারে আর্থিক বিষয়টি অধিক গুরুত্ব পাবে। যিনি গরীব ঘরের কালো মেয়েটি বিয়ে করবে তিনি যদি কর্মহীন হয় তাহলে তাকে আমরা কর্মস্থান তৈরি করে দিতে চেষ্টা করবো।

ইনশাআল্লাহ বাস্তবতার নিরিখে সময়ের প্রয়োজনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে চেষ্টা করবো সামর্থ্য অনুযায়ী।

একদিনে সব সমস্যার সমাধান করা সম্ভব হবেনা আস্তে আস্তে আমাদের এগুতে হবে।
371172
০৬ জুন ২০১৬ দুপুর ০৩:০৭
হতভাগা লিখেছেন : যৌতুক বন্ধ করার আগে মেয়ে পক্ষের উচ্চ হারে দেন মোহর ধার্য্য করা বন্ধ করতে হবে এবং মেয়ে তার স্বামী যেভাবে চালাবে সেভাবেই চলবে এরকম একটা কমিটমেন্ট দিতে হবে ( যতই সে বিলগেটসের কন্যা হোক না কেন) যেমনটা নিকাহনামায় ছেলেদেরকে ট্র‍্যাপে ফেলা হয়
০৬ জুন ২০১৬ রাত ০৯:৪২
308005
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার উপস্থিত বিষয়টি নিয়েও গবেষণা করা দরকার। এবং তা নিয়ে নারীদের সচেতনতা জরুরি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File