প্রার্থনা.....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ জুন, ২০১৬, ০৭:১২:৪৬ সন্ধ্যা
রমজানের এই পুরো মাস
করবো আমি প্রার্থনা,
রাব্বুলআলমিন আমাকে
সুযোগ দিয়েছেন করিতে মার্জনা।
আমি সেই সুযোগ নেব
করিবো আল্লাহর ইবাদত,
রমজানের শিক্ষা কাজে লাগিয়ে
মনকে বানিয়ে নেব মহৎ।
মহৎ মনের অধিকারী হয়ে
দরিদ্র মানুষের প্রতি হবো সদয়,
পবিত্র রমজানে যাকাত বিলি করে
হোক আল্লাহকে খুশি করার প্রত্যয়।
আল্লাহকে খুশি করা ছাড়া
উপায় নেই মুক্তির,
বিনয়ের সাথে আল্লাহর জন্য
নত করিবো শির।
নত মস্তকে চাইবো আল্লাহর কাছে
কেঁদে অন্তরের কাঁদন,
অন্তরে শয়তানের প্রকোপ দুয়ে
যেন শুরু হয় আল্লাহর ভয়ে হূদয়ে কম্পন।
কম্পিত হূদয়ের দরজা যেন
শয়তানের জন্য হয়ে যায় বন্ধ,
আল্লাহ ও রসুল (সাঃ) ভালোবাসায়
অন্তর যেন প্রতিনিয়ত থাকে স্নিগ্ধ।
বিষয়: বিবিধ
১১০৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক সুন্দর প্রার্থনা মাশাআল্লাহ।
আপনার হৃদয় নিংড়ানো অনুভূতির ছন্দমাখা শব্দ গুচ্ছগুলো মহান রব লেখকসহ সকল পাঠক ও গুণগ্রাহীদের জন্য কবুল করুণ। আমীন।
আ মী ন
জাযাকুমুল্লাহ..
[[বানানের যত্ন নিতে অনুরোধ রইল]]
মন্তব্য করতে লগইন করুন