বিবেক আমার উপদেষ্টা!✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ মে, ২০১৬, ১০:০৪:৪৩ সকাল
রাত জেগে স্বপ্ন দেখা
দূরে ঠেলে দিয়েছি আগে,
চোখ খোলে স্বপ্ন দেখি
প্রতিনিয়ত অনুরাগে।
স্বপ্নের জাল বুনা থেমে
নেই, চলবান সে,
স্বপ্ন গুলোকে আদর করি
অবিরাম ভালোবেসে!
স্বপ্ন গুলো বাস্তবে রূপ
দিতে নিত্য আমার চেষ্টা,
স্বপ্ন গুলোর সাথে নিত্যদিন
আমি, বিবেক আমার উপদেষ্টা!
বিবেকের পরিস্কার জলে
স্বপ্ন গুলো ভাসাই,
চিন্তায় যুক্ত করি আমার কারণে
কোথাও কি হয়েছে অন্যায়!
অন্যায়কে অন্যায় মানতে
করিনা আমি দৃধাদন্ধ,
চোখ খোলে চলতে চাই
থাকতে চাইনা অন্ধ।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু আপনার ব্লগ নামটা একটু বেশিই অদ্ভুত।
করিনা আমি দ্বিধা-ধন্ধ,
চোখ খোলে চলতে চাই
থাকতে চাইনা অন্ধ ......।
সুন্দর কবিতা, অপূর্ব, অনেক ভাল লাগল। ধন্যবাদ
করিনা আমি দৃধাদন্ধ,
চোখ খোলে চলতে চাই
থাকতে চাইনা অন্ধ।
কিন্তু যেটাকে অন্যায় হিসেবে দেখেন, সেটা সত্যিকার অর্থে অন্যায় কিনা, তা উত্তমরুপে যাচাই করেই অন্যায় জ্ঞান করাটা বিচক্ষণতার পরিচয়।
এগিয়ে যান ভাই। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন