বিবেক আমার উপদেষ্টা!✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ মে, ২০১৬, ১০:০৪:৪৩ সকাল



রাত জেগে স্বপ্ন দেখা

দূরে ঠেলে দিয়েছি আগে,

চোখ খোলে স্বপ্ন দেখি

প্রতিনিয়ত অনুরাগে।

Happy

স্বপ্নের জাল বুনা থেমে

নেই, চলবান সে,

স্বপ্ন গুলোকে আদর করি

অবিরাম ভালোবেসে!

Happy

স্বপ্ন গুলো বাস্তবে রূপ

দিতে নিত্য আমার চেষ্টা,

স্বপ্ন গুলোর সাথে নিত্যদিন

আমি, বিবেক আমার উপদেষ্টা!

Winking

বিবেকের পরিস্কার জলে

স্বপ্ন গুলো ভাসাই,

চিন্তায় যুক্ত করি আমার কারণে

কোথাও কি হয়েছে অন্যায়!

Happy

অন্যায়কে অন্যায় মানতে

করিনা আমি দৃধাদন্ধ,

চোখ খোলে চলতে চাই

থাকতে চাইনা অন্ধ।

বিষয়: বিবিধ

৯৮৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369214
১৬ মে ২০১৬ সকাল ১০:২৬
সায়িদ মাহমুদ লিখেছেন : বাহ্ চমৎকার লেগেছে। চোক; চলবান,
কিন্তু আপনার ব্লগ নামটা একটু বেশিই অদ্ভুত।
১৬ মে ২০১৬ বিকাল ০৫:০৮
306494
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উৎসাহ মুলক মন্তব্যটি করার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে ব্লগে আমরা দুজন!! বলতে পারেন যৌথ ব্লগ! প্রথম পোস্টটা দেখলে হয়তো বুঝতে পারবেন।
369225
১৬ মে ২০১৬ সকাল ১১:০৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : অন্যায়কে অন্যায় মানতে
করিনা আমি দ্বিধা-ধন্ধ,
চোখ খোলে চলতে চাই
থাকতে চাইনা অন্ধ ......।


সুন্দর কবিতা, অপূর্ব, অনেক ভাল লাগল। ধন্যবাদ
১৬ মে ২০১৬ বিকাল ০৫:০৯
306495
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ভালোলাগার কথা জেনে তৃপ্ত হলাম। আপনাকেওও ধন্যবাদ।
369269
১৬ মে ২০১৬ বিকাল ০৫:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : অন্যায়কে অন্যায় মানতে

করিনা আমি দৃধাদন্ধ,

চোখ খোলে চলতে চাই

থাকতে চাইনা অন্ধ।

কিন্তু যেটাকে অন্যায় হিসেবে দেখেন, সেটা সত্যিকার অর্থে অন্যায় কিনা, তা উত্তমরুপে যাচাই করেই অন্যায় জ্ঞান করাটা বিচক্ষণতার পরিচয়।
১৭ মে ২০১৬ রাত ০২:২৩
306541
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চেষ্টা করি, তো মানুষতো মানুষই ফেরেশতাতো নয়! দোয়া করবেন যেন ভালো জিনিসটাি ভালো রূপে দেখি।
369291
১৬ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
আবু জান্নাত লিখেছেন : ইস! কবিতা দেখলে আমার কেমন যেন আফসোস হয়, আমি কবিতা পারি না।
এগিয়ে যান ভাই। ধন্যবাদ
১৭ মে ২০১৬ রাত ০২:২৫
306542
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপসুস এর কি আছে? বড় লেখা লিখতে পারিনা তাই কবিতা লিখে আপনার সাথদিই!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File