মৃত্যু.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ মে, ২০১৬, ০২:৫৬:০১ রাত
মৃত্যু আসে বজ্রপাতে
মৃত্যু আসে আটকে গিয়ে হার্ট,
মৃত্যু নিয়ে খেলা নেই
কুলি, কামার বা মন্ত্রী সম্রাট।
মৃত্যু আসে কিডনি পচে
মৃত্যু আসে সর্টিং হয়ে বিদ্যুতের তারে,
মৃত্যু নিয়ে খেলা নেই
মৃত্যু হয় সাপে কাটার আঁধারে!
মৃত্যু আসে ক্যানসারে
মৃত্যু আসে ব্রেইন স্টোকে,
মৃত্যুর জন্য নেই প্রস্তুতি তবুও
মৃত্যু হলে ধারাবাহিকতা দেখি শোকে।
মৃত্যু আসে পানিতে ডুবে
মৃত্যু আসে জমি দখলে হাঙ্গামায়,
এত সব মৃত্যু তবুও বেশিরভাগ
মানুষের মাঝে দেখিনা ন্যায়!!
মৃত্যু আসে সংঘর্ষে
অবলিলায় পুলিশ পাবলিক,
মৃত্যু ছায়া প্রত্যেকের জন্য
আসবে যতই ছুটাছুটি দিকবেদিক!
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন