বিবেকের কাটগড়ায় দাড়িয়ে যে অভ্যস্ত সে-ই নেতৃত্বের অধিকারী...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ মে, ২০১৬, ১১:৫৩:২১ সকাল



দায় সারানোর দায়িত্ব পালনে

হয়না, হবার নয় সামাজিক উন্নতি,

সামাজিক উন্নতির জন্য লক্ষ্য উদ্দেশ্যের

প্রতি থাকতে হয় প্রেম-প্রিতি।

Happy

দায়িত্ববানের দায়িত্ব প্রশ্নে হতে হবে

নিজের বিবেকের মুখোমুখি,

প্রশ্ন উত্তরে দেখতে হবে আছে কি

অবহেলা স্বইচ্ছায় আছে কি কাজের ফাঁকি!

Happy

নিজের বিবেকের কাটগড়ায় দাড়িয়ে যে

অভ্যস্ত (সেই যোগ্য) সে-ই নেতৃত্বের অধিকারী,

তারই নেতৃত্বে দূর হবে ভুল-প্রথা

কুসংস্কার, যতো আছে সমাজে আঁধারী।

Happy

এক এক করে সবাই এগিয়ে এলে

দেখা যাবে কোন সমস্যা-ই সমস্যা নয়,

যোগ্য নেতৃত্বের মাধ্যমে সমস্যা-

সৃষ্টি কারিরা নিজ থেকে পিছু হাঁটবে নিশ্চয়।

Happy

যোগ্য নেতার যোগ্য নেতৃত্বে তৈরি হবে

একটি আদর্শ বাংলাদেশ এগিয়ে চলা,

বর্ণ বেদাবেদ না-হোক দৃশ্য, ন্যায়ের

প্রশ্নে সবি এক, চাইনা কারো প্রতি অবহেলা।

বিষয়: বিবিধ

১০০৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368175
০৬ মে ২০১৬ বিকাল ০৪:৪৮
কুয়েত থেকে লিখেছেন : নিজের বিবেকের কাটগড়ায় দাড়িয়ে যে
অভ্যস্ত সেই যোগ্য সে-ই নেতৃত্বের অধিকারী ধন্যবাদ ভালো লাগলো
০৬ মে ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
305562
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ মতামত জানাবার জন্য।
368189
০৬ মে ২০১৬ রাত ০৮:৫১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় ভাইয়া।

সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।

মাহে রমযানের লিখায় অংশগ্রহণের অনুরোধ থাকলো।
০৬ মে ২০১৬ রাত ০৯:৫৮
305578
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মাহে রামাযানে লিখার ইচ্ছা আছে। জানিনা জ্ঞানের সিমাবদ্ধতায় পারবো কিনা। দোয়া চাই।
368246
০৭ মে ২০১৬ রাত ০৪:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।
বিবেক - এই অমূল্য সম্পদ আজ বুঝি হারিয়েই গিয়েছে.......।
শুকরিয়া।
০৭ মে ২০১৬ বিকাল ০৪:১৮
305679
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। হ্যাঁ, হারিয়ে গেছে। তবে ফেরাতে হবে।
368278
০৭ মে ২০১৬ সকাল ১১:৩১
আবু জান্নাত লিখেছেন : যোগ্য লোকের বড়ই অভাব, কিন্তু যোগ্যতার অভাব নেই।
০৭ মে ২০১৬ বিকাল ০৪:১৮
305680
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ, ঠিকই বলেছেন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File