অপেক্ষা হাশর....!✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ মে, ২০১৬, ০৫:১০:৫৮ বিকাল



সেই রাতটি ভুলিনি

ভুলবার নয়,

ক্ষমতার দম্ভে রক্তাক্ত

করে ছিলো তারা ন্যায়।

Whew!

বিচার চেয়েছিলো সবাই

রসুল (সাঃ) ও আল্লাহর অবমাননার,

দেশিয় বাহিনী ছুড়ে ছিলো

গুলি! নেই যেন বাঁচবার অধিকার।

Whew!

নাস্তিকতাকে প্রশ্রয় দিয়ে

ধর্মিকদের পদদলন কার ইশারায়?

আজো আমি অন্তর থেকে

ঐ পাশবিকতার প্রতি দিক্কার জানাই।

Whew!

সেই রাতের আঁধারে কত মুমিন

শহীদ হলো কেউ নেই হিসাব নেয়ার,

পৃথিবীর ছলাকলায় বেঁচে গেলি তোরা

হিসাব হবে মনে রেখো, ....অপেক্ষা হাশর!!

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368077
০৫ মে ২০১৬ সন্ধ্যা ০৭:৫৫
শেখের পোলা লিখেছেন : হাশরের কথা ওরা জানলে মানলে তারা এ কাজ কখনও করত না।
০৫ মে ২০১৬ রাত ১১:১২
305480
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ ভাই.... তাই!
368089
০৫ মে ২০১৬ রাত ০৯:১৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম Good Luck

হাসর তো অনেক পরের ব্যাপার
পারলে ওরা মৃত্যু কে ই ঠেকিয়ে রাখে Thinking
০৫ মে ২০১৬ রাত ১১:১৩
305481
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করিবে!
368107
০৬ মে ২০১৬ রাত ০১:৩৯
আফরা লিখেছেন : জী হাসরের ময়দানে কোন ফাকিঝুকি চলবে না ----
০৬ মে ২০১৬ সকাল ১১:৫১
305528
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চলবেনা!
368237
০৭ মে ২০১৬ রাত ০২:০৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার বুঝে আসেনা, এত গুলো শহীদের রক্তের সাথে বেঈমানি করে কিভাবে আল্লামা শফি হুজুর বলতে পারেন, আওয়ামীলীগ আমাদের বন্ধু, ছাত্রলীগ আমাদের বন্ধু!!!
০৭ মে ২০১৬ বিকাল ০৪:১০
305676
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হয়তো হিকমা অবলম্বন করেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File