হ্যাঁ.... এটাই প্রবাস জীবন...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ মে, ২০১৬, ০১:০৪:০৩ রাত
তুমি কে সেটাই যেন বুঝিনি
তোমার সাথে নিজেকে মেশাবার আগে,
ছুটি থেকে ফিরে নিজের ভেতরে নিজে কেঁদেছি
তুমি কাছে নেই মনের সেই রাগে!
তুমিই কেবল সুখী রেখেছিলে
আমার এই তৃষ্ণাত্ব মন,
বুঝিয়ে ছিলে আমাকে
একমাত্র তুমিই আমার আপন।
/
আমি অভাবনীয় সুখে ভেসেছি,
বুঝনি তুমি, সেই ভালোবাসার ভাব,
তুমিতো এখনো অবুঝ, আমি
বুঝিছি তোমার ভালোবাসার অভাব।
আমি অভাবে আছি, ভালোবাসার
অভাব, কাউকে বুঝাতে পারিনা,
তোমার ভালোবাসার স্মৃতি গুলো
আমার অস্তিত্ব জুড়ে শুধু কান্না।
তবুও প্রবাসেই পড়ে আছি
অন্য আরো দশজন আছে যেমন,
প্রতিদিনই হূদয়ের গহীনে কান্না
আর কান্না! হ্যাঁ.... এটাই প্রবাস জীবন।
বিঃদ্রঃ আজকের লেখাটি আমার একমাত্র ছেলে রোবায়েদ হাসান এর অভাব ও এই মনের ভালোবাসার ছোট্ট প্রকাশভঙ্গি! মা-বাবা এর কাছে ছেলে মেয়ের ভালোবাসা কত গভীর তা হয়তো বুঝতে পারতাম না যদি না হতাম সন্তানের বাপ। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সন্তান দান করেছেন।
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কি করবেন এটাই জীবন এখন আপনি ছেলে কে রেখে দুরে আছেন এক সময় ছেলে আপনাকে রেখে দুরে যাবে ।
ভালোবাসা প্রত্যেকের জন্যই আছে,তা মানুষ মাত্রই বুঝে।
এইটুকু বলতে পারি প্রথম ছুটিতে থেকে ফিরে এমনটা লাগেনি। বাচ্চার সাথে মিশবার পর যেমন অনুভূতি তৈরি হয়েছে।
মন্তব্য করতে লগইন করুন