তুমি বিবেকবান হলে পারবেনা ক্ষমা করতে নিজেকে..... ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ মে, ২০১৬, ১২:৪৫:১৬ রাত



জীবনে চিন্তার বিপরীতে অনেক কিছুই হয়, তাই বলে জীবনের মূল স্রোত থেকে সরে যেতে হবে এমন কোন কথা নেই।

...............

তুমি যেটাই করো

নীতির বাইরে তুমি নিস্ব!

তুমি যা করেবে বা করেছ

তোমার স্মৃতিতে আছে সে দৃশ্য।

...............

তুমি বিবেকবান হলে

পারবেনা ক্ষমা করতে নিজেকে,

চোখ বন্ধ করলেই

ঝড় উঠবে তোমারই বুকে।

................

ভাবনার অতই সাগরে

ভেসে যাবে তুমি কিছুক্ষণ,

খূঁজে পাবে নিজের ভেতরে

কে পর, কে আসলে আপন।

.................

সময়ের গতিপথ ভালোমন্দে

যায় এটাই নিয়ম প্রাকৃতিক,

সময় নিজের পক্ষে আসলে

ঠিকই বুঝবে কে আসলে সঠিক!

.................

ঠিক বেঠিক বুঝতে হলে

কিছু জ্ঞান করতে হয় ব্যয়,

জ্ঞানের সঠিক ব্যবহার নাহলে

কেমনে নিজের আয়ত্তে আসবে ন্যায়?

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367723
০২ মে ২০১৬ রাত ০২:১৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কবিতা সুন্দর হয়েছে, তবে বানানে কিছু ভুল আছে
০২ মে ২০১৬ সকাল ১০:৩৯
305126
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ আমার বানান ভুলের সমস্যাটা রয়েই গেছে!
367730
০২ মে ২০১৬ রাত ০২:৪১
কুয়েত থেকে লিখেছেন : ভালো লাগলো জীবনের মূল স্রোত থেকে সরে যেতে হবে এমন কোন কথা নেই। ধন্যবাদ
০২ মে ২০১৬ সকাল ১০:৩৯
305127
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
367757
০২ মে ২০১৬ দুপুর ১২:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : নিস্ব নিঃস্ব
খূঁজে খুঁজে


মামুন ভাই বলেছেন, তাই খুঁজে এই দুইটা বানানের ভুল পেয়েছি।

সুন্দর লিখেছেন, যদিও বরাবর ভালোই লিখেন। ধন্যবাদ জানবেন।

০৩ মে ২০১৬ রাত ১২:০৯
305205
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনাকে।
367759
০২ মে ২০১৬ দুপুর ১২:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। সুন্দরভাবে নিজের অনুভুতি প্রকাশ করার জন্য ধন্যবাদ ভাইজান..
০৩ মে ২০১৬ রাত ১২:১০
305206
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
367938
০৪ মে ২০১৬ রাত ০২:০৯
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু । ভালো লাগলো
০৫ মে ২০১৬ রাত ১২:৫৮
305395
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : W/s ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File