মালিক শ্রমিক এক হও.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ মে, ২০১৬, ১০:০২:৩১ সকাল
শ্রমিকেরা শ্রমের মূল্য
পাচ্ছেনা আজো নায্য,
মালিকেরা চোষণের মাধ্যমে
শাসন করছে শ্রমিকদের রাজ্য!
-ধারাবাহিকতায় ১৯৮৬ সালে শ্রমিকদের
আন্দোলন - আদায় করতে অধিকার,
১লা মে ৬ জন শ্রমিক পুলিশের
গুলিতে মৃত্যুর কাছে মেনেছিলো হার।
৬ জনের মৃত্যুর সূত্রে তৈরি
হয় কিছু নীতিমালা কলমে কাগজে,
দিবসটি এলে কত যে কথামালা
শত গলাবাজের কন্ঠে বাজে...!
বছর গুরে দিবসের কথামালা আছে
নেই শ্রমিকদের নূন্যতম উন্নতি,
তবুও শ্রম দিয়ে শ্রমিকেরা সচল
রেখেছে দেশের অর্থনীতি।
শ্রমিকেরা অধিকারের কথা বললে
আজো গুলি চলে, চলে লাঠিচার্জ,
শ্রম হাতিয়ে নিয়ে ছিনতাইকারীর মত
বন্ধ করতে চাই ওরা নৈতিক আওয়াজ।
মালিকের চিন্তা দ্বারায় পরিবর্তন
দরকার জরুরি বৃত্তিতে,
মালিক শ্রমিক এক হও
এই প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে।
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জরুরী বৃত্তিতে নয়, জরুরী ভিত্তিতে।
মন্তব্য করতে লগইন করুন