মালিক শ্রমিক এক হও.... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ মে, ২০১৬, ১০:০২:৩১ সকাল



শ্রমিকেরা শ্রমের মূল্য

পাচ্ছেনা আজো নায্য,

মালিকেরা চোষণের মাধ্যমে

শাসন করছে শ্রমিকদের রাজ্য!

Happy

-ধারাবাহিকতায় ১৯৮৬ সালে শ্রমিকদের

আন্দোলন - আদায় করতে অধিকার,

১লা মে ৬ জন শ্রমিক পুলিশের

গুলিতে মৃত্যুর কাছে মেনেছিলো হার।

Happy

৬ জনের মৃত্যুর সূত্রে তৈরি

হয় কিছু নীতিমালা কলমে কাগজে,

দিবসটি এলে কত যে কথামালা

শত গলাবাজের কন্ঠে বাজে...!

Happy

বছর গুরে দিবসের কথামালা আছে

নেই শ্রমিকদের নূন্যতম উন্নতি,

তবুও শ্রম দিয়ে শ্রমিকেরা সচল

রেখেছে দেশের অর্থনীতি।

Happy

শ্রমিকেরা অধিকারের কথা বললে

আজো গুলি চলে, চলে লাঠিচার্জ,

শ্রম হাতিয়ে নিয়ে ছিনতাইকারীর মত

বন্ধ করতে চাই ওরা নৈতিক আওয়াজ।

Happy

মালিকের চিন্তা দ্বারায় পরিবর্তন

দরকার জরুরি বৃত্তিতে,

মালিক শ্রমিক এক হও

এই প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নিতে।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367648
০১ মে ২০১৬ দুপুর ০২:৪০
আবু জান্নাত লিখেছেন : এখনো অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হয়নি, উন্নত দেশগুলোতে হয়তো কিছুটা হয়েছে, কিন্তু বাংলাদেশের মত অগণিত দেশে শ্রমিকরা এখনো অবহেলিত। ধন্যবাদ
০২ মে ২০১৬ রাত ১২:৪৭
305086
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ বাস্তববাদী মন্তব্যের জন্য।
367650
০১ মে ২০১৬ দুপুর ০৩:৩১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক শ্রমিক বৈষম্য ছিল, আছে এবং থাকবে। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে সকলের দৃষ্টিগোচর করার জন্য জাজাকাল্লাহ।
০২ মে ২০১৬ রাত ১২:৪৮
305087
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমরা চাকরিজীবি হিসেবে প্রতিনিয়তই বৈষম্যের শিকার হই!
367663
০১ মে ২০১৬ বিকাল ০৪:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মালিক-শ্রমিক উভয়ই উৎপাদন এর অঙ্গ। অনেক ধন্যবাদ
০২ মে ২০১৬ রাত ১২:৪৮
305088
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
367783
০২ মে ২০১৬ বিকাল ০৪:০৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : মালিক করতে বলে, শ্রমিক তাই করে, তারা আলাদা হল কখন? যদিও মাঝেমাঝে আন্দোলন হয়, কিন্তু শ্রমিকরা আবার মালিকের কাছেইতো ধর্না দেয়।
জরুরী বৃত্তিতে নয়, জরুরী ভিত্তিতে।
০৩ মে ২০১৬ রাত ১২:৩৭
305207
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ তাই.....! ভুল পুরোপুরি সংশোধন চাইলে আবার প্রাইমারিতে ভর্তি হয়ে পরীক্ষার মাধ্যমে আসতে হবে। যতই চেষ্টা করি ভুল তাকেই....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File