নীতি ধরে রাখার রিতি তৈরি হোক...!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ এপ্রিল, ২০১৬, ০২:০৮:৫১ রাত





নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার করে

জয়ী হয়ে সুখ হবেনা নেতার মনে,

নেতার মন হবে পুলিশ পুলিশ

বসবেনা মন জনগণের কল্যাণে।

Happy Winking

হে নেতা নিজের যোগ্যতা

তৈরি করো পেতে জনগণের মন,

এলাকায় সুষ্ঠু বিচার ও উন্নয়নে

প্রকাশ পাক নেতা সৎ জন।

Happy Winking

ন্যায়ের ফসল ফলিয়ে এলাকায়

প্রতিযোগিতা হোক নেতৃত্বের,

হিংসা বিদ্ধেষ নয় জিতে এসে

নেতাকে হতে হবে সবার।

Happy Winking

সাংবিধানিক দায়িত্বের সাথে

একত্বতা ঘটালে প্রকাশ পাবে পরিচয়,

আগামী দিনে মানুষের ভালোবাসা

পেতে নেই আর কোন ভয়!

Happy Winking

মানুষের ভালোবাসা পেলেই

নেতৃত্ব মজবুদ হয় যুগে যুগে প্রমাণ,

৭০/৭১এ মানুষের ভালোবাসা পেয়ে

নেতা হয়েছিলেন শেখ মুজিবুর রহমান।

Happy Winking

নেতার নেতৃত্ব গ্রহণযোগ্যতা পায়

নীতির কাছে থাকলে পরাজিত,

নীতি হারালে নেতা নাম থাকে

থাকেনা নেতৃত্বের মূল শর্ত।

Happy Winking

নীতির বিরুদ্ধে লড়াইয়ে যাওয়া

ঠিক নয় যুগে যুগে প্রমান করেছে সময়,

নীতি ধরে রাখার রিতি তৈরি হোক

নির্বাচনে আসুক জয় অথবা পরাজয়।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366879
২৪ এপ্রিল ২০১৬ রাত ০৪:৫৬
শেখের পোলা লিখেছেন : ' দিল্লী হনুজ দূরাস্ত'। দিল্লী অনেক দূর।
২৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৬
304472
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Surprised Surprised
366886
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৫৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : সংবিধান নিজেদের মত উল্টা পাল্টা করলে এখন নির্বাচনের নামে যা হচ্ছে, তার সবই লিগ্যালিটি পায়।

নীতি ধরে রাখার রীতি সবার জন্যই কল্যাণকর।
২৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৭
304473
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজের ভেতরের সংবিধান আগে শক্ত করতে হবে ন্যায়ের জন্য!
366916
২৪ এপ্রিল ২০১৬ দুপুর ১২:১৭
আবু জান্নাত লিখেছেন : বর্তমানে জোর যার রাজ্য তার, এটাই যেন নীতি হয়ে দাড়িয়েছে। অনেক অনেক ধন্যবাদ
২৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৭
304474
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
366994
২৪ এপ্রিল ২০১৬ রাত ১০:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিতিই নাই আর ধরে রাখা!
২৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:১৬
304564
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চিন্তার বিষয়!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File