পাখির জীবন থেকে মানুষের জন্য শিক্ষা....! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ এপ্রিল, ২০১৬, ০৫:০৮:৫৭ বিকাল



















ডাস্টবিনের ময়লার স্তুপ থেকেও

শিক্ষার ফর্মুলা পাওয়া যায়,

ডাস্টবিনের কাছে এসে রোজ

কাক পাখিটি খাবার টুকরে খায়।

Winking Happy

কাকের জীবন থেকেও

শিক্ষার ফর্মুলা পাওয়া যায়,

কাকের বাসায় কোকিলের ডিম

হলেও সে আদরে বাচ্চা ফুটায়!

Winking Happy

কোকিলের জীবন থেকে পায় শিক্ষার

ফর্মুলা কন্ঠে মধু, কর্মে অলসতা,

সব জায়গার শিক্ষা বুঝে নিয়ে

নিশ্চিত করতে হবে নিজের সততা।

Winking Happy

বাবুই পাখির জীবন থেকে

শিক্ষার ফর্মুলায় শিখি সংগ্রামী হতে,

বাবুই পাখির বৈশাখ জৈষ্ঠের জীবন

দেখে শিখি শত প্রতিকুলতায়ও টিকে থাকতে।

Winking Happy

হুতুম পেঁচার জীবন থেকে শিক্ষার ফর্মুলায়

শিখি নীরব থাকতে সময়ের প্রয়োজনে,

ময়না পাখির কথা বলা দেখে

সফলতার প্রত্যাশায় মুখ খুলি আনমনে।

Winking Happy

বুলবুলি পাখির জীবন থেকে শিক্ষার

ফর্মুলা পাই থাকবে সমাজে রংবেরঙের চরিত্র,

শালিক পাখির কিচিরমিচির আওয়াজে

খুঁজে পাই বসন্ত আগমনের চিঠি সচিত্র।

Winking Happy

বক পাখির জীবন থেকে শিক্ষার ফর্মুলা

পাই ছুটে চলতে কাজে প্রতিদিন ভোরে,

মা-মুরগির জীবনের শিক্ষার ফর্মুলায়

কর্ম শেষে ফিরতে শিখছি ঘরে।

বিষয়: বিবিধ

১৮৯৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366284
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, এখন কেউ শিক্ষা নিতে চায় না, সবাই শিক্ষা দিতে চায়।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৮
303916
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, তবে ব্যতিক্রমওও আছে।
366293
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
আবু জান্নাত লিখেছেন : হুম, শিক্ষা আছে ঠিক, কিন্তু শিক্ষা গ্রহন করার মত মানসিকতা আর মানব জাতি হারিয়েছে, তাইতো অধঃপতন। ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:০৯
303917
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পতনের শেষে দাড়াবো আবার প্রত্যাশায়! আপনাকেও ধন্যবাদ।
366298
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:০১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম।
সময়োপযোগী এবং শিক্ষণীয় পোস্ট। ধন্যবাদ।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:১০
303918
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : W/s পড়ার জন্য ধন্যবাদ।
366302
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : প্রতিটি সৃষ্টির মাঝেই শিক্ষার উপকরণ রয়েছে৷ছবিগুলো সুন্দর হয়েছে৷ ধন্যবাদ৷
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:১০
303919
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও ধন্যবাদ।
366327
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:১০
303920
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
366347
১৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৪৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত প্রখর। মাশাল্লাহ
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:১১
303921
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মূল্যায়নের জন্য ধন্যবাদ।
366360
২০ এপ্রিল ২০১৬ রাত ১২:৫২
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:১২
303922
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
366372
২০ এপ্রিল ২০১৬ রাত ০১:১৭
সন্ধাতারা লিখেছেন : Salam. Very practical n valuable realisation. Jajakallahu khair.
২০ এপ্রিল ২০১৬ রাত ০৪:১২
303923
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : W / s ধন্যবাদ।
367479
২৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
অয়েজ কুরুনী আল বিরুনী লিখেছেন : শুকরান জাঝাকাল্লাহ,
২৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:০০
304876
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File