বিবেক কেন বিতাড়িত......? ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ এপ্রিল, ২০১৬, ০৬:৫৫:১০ সন্ধ্যা
আমি চিন্তিত চিন্তিত পানের দাওয়াতে
বিয়ের বিষয়য়ে আনুষ্ঠানিকতার হচ্ছে আলোচনা,
মেয়ের বাপের পয়সায় খাওয়ানো
বর যাত্রী খেতে যেন নেই করো মানা!
ছেলের বাপের টাকার দাম আছে
মেয়ের বাপের টাকার নেই কোন দাম,
বিয়ে হয় দুজন মিলে অথচ মেয়ের বাপের-
টাকায় দুপক্ষের (আয়োজন) মহা ধুমধাম!
আমি চিন্তিত চিন্তিত মেয়ের বাপকে
হয়রানি করে এ কেমন বন্ধনের ঐক্য?
একতার বন্ধন যদি হয় মানবতায়
শুরুতে কেন আর্থিক লেনদেনের বাক্য?
যেখানে শুরুতে পাপের পাপড়ি দোলে
সেখানে শান্তির আশা করা কি যায়?
অশান্তির ফুল ফুটিয়ে মুখ লুকিয়ে
কন্ঠ ছাড়ি আমরাতো শান্তির ফল ফলায়!!
আমি চিন্তিত চিন্তিত সমাজের
এই জ্বলন্ত আগুন দেখে স্বচক্ষে,
আগুন নেভানোর সাহস তৈরি কারতে চাই
প্রতিটি পরিবারের মানুষের বক্ষে।
সামাজিকতা শব্দে যুক্ত হয়ে সমাজের মানুষ
নিজেদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে প্রতিনিয়ত,
বন্ধনের সম্পর্ক যেন বেচা কেনা
বিবেচনা নেই যেন ভালো মন্দে!
আমি চিন্তিত চিন্তিত বিয়ের আগের
রাতে মেহেদীর নামে দেখে অশ্লীল জলসা,
কেন হইচই উল্লস শয়তানের পদাঙ্ক
অনুসরণে (শুভ কাজে) জাহান্নামের ভাসা?
বিবেক কেন বিতাড়িত নিজেদের
দৈনন্দিন কর্ম তালিকা থেকে?
কুসংস্কৃতি তাড়িয়ে সুসংস্কৃতির জন্য
এসো হাত হাতে রাখি সম্মিলিত ঐক্যে।
বিষয়: বিবিধ
১০৯৭ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুল্লিলাহ,
কয়েকদিন আগে আমার ছোট ভাইকে বিয়ে করিয়েছি, আমরা চেস্টা করেছি আমাদের কারনে যেন মেয়ের বাবার ৫০০০ টাকা ও খরচ না হয়, মনে হয় আমরা সফল হয়েছি, এবং কাবিন ও ৯০% আদায় করেছি,
আল্লাহ যেন তাদের জিবনটা শান্তিতে রাখেন।
১ টাকা ও না
আমরা চেয়েছিলাম ৫/৭ জন যাবো
কিন্তু ওদের নাকি সমাজ খারাপ বলবে
শেষে ২২ গিয়েছিলাম, ছোট বড় মিলিয়ে
এই টুকুতে যা খরচ হয়, তাই খসিয়েছ
যৌতুকের টাকা কিন্তু উধাও হতে সময় লাগে না। কিন্তু স্ত্রীর অন্তরে আজীবন এর ঘা লেগে থাকে।
মন্তব্য করতে লগইন করুন