বিবেক কেন বিতাড়িত......? ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ এপ্রিল, ২০১৬, ০৬:৫৫:১০ সন্ধ্যা



Winking Happy

আমি চিন্তিত চিন্তিত পানের দাওয়াতে

বিয়ের বিষয়য়ে আনুষ্ঠানিকতার হচ্ছে আলোচনা,

মেয়ের বাপের পয়সায় খাওয়ানো

বর যাত্রী খেতে যেন নেই করো মানা!

Winking Happy

ছেলের বাপের টাকার দাম আছে

মেয়ের বাপের টাকার নেই কোন দাম,

বিয়ে হয় দুজন মিলে অথচ মেয়ের বাপের-

টাকায় দুপক্ষের (আয়োজন) মহা ধুমধাম!

Winking Happy

আমি চিন্তিত চিন্তিত মেয়ের বাপকে

হয়রানি করে এ কেমন বন্ধনের ঐক্য?

একতার বন্ধন যদি হয় মানবতায়

শুরুতে কেন আর্থিক লেনদেনের বাক্য?

Winking Happy

যেখানে শুরুতে পাপের পাপড়ি দোলে

সেখানে শান্তির আশা করা কি যায়?

অশান্তির ফুল ফুটিয়ে মুখ লুকিয়ে

কন্ঠ ছাড়ি আমরাতো শান্তির ফল ফলায়!!

Winking Happy

আমি চিন্তিত চিন্তিত সমাজের

এই জ্বলন্ত আগুন দেখে স্বচক্ষে,

আগুন নেভানোর সাহস তৈরি কারতে চাই

প্রতিটি পরিবারের মানুষের বক্ষে।

Winking Happy

সামাজিকতা শব্দে যুক্ত হয়ে সমাজের মানুষ

নিজেদের বিরুদ্ধে লড়ে যাচ্ছে প্রতিনিয়ত,

বন্ধনের সম্পর্ক যেন বেচা কেনা

বিবেচনা নেই যেন ভালো মন্দে!

Winking Happy

আমি চিন্তিত চিন্তিত বিয়ের আগের

রাতে মেহেদীর নামে দেখে অশ্লীল জলসা,

কেন হইচই উল্লস শয়তানের পদাঙ্ক

অনুসরণে (শুভ কাজে) জাহান্নামের ভাসা?

Happy Winking

বিবেক কেন বিতাড়িত নিজেদের

দৈনন্দিন কর্ম তালিকা থেকে?

কুসংস্কৃতি তাড়িয়ে সুসংস্কৃতির জন্য

এসো হাত হাতে রাখি সম্মিলিত ঐক্যে।

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365086
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৮
আফরা লিখেছেন : অসুবিধা কি ভাইয়া আপনি তো ছেলের বাপ Rolling on the Floor Rolling on the Floor
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৬
302931
গাজী সালাউদ্দিন লিখেছেন : মাগগো মা! আপনার কথা খেজুর কাডার মত ভাই রহিমের কইলজায় ঢুইকা পড়ছে!
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:০৫
302937
আফরা লিখেছেন : এই আপনার খেয়ে কাজ নেই সবার কমেন্টে লেজ লাগান !!
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:৫১
302956
গাজী সালাউদ্দিন লিখেছেন : কমেন্ট গুলো যদি শুধু লেখক নিজে দেখত, অন্যদের দেখার সুযোগ না থাকত, তাহলে লেজ সাথেই গুটিয়ে রাখতাম।
365097
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৩
শেখের পোলা লিখেছেন : মেয়ে মানেই বাবা মার বোঝা৷ এই বোধটা ছেলে পক্ষ ভাল করে সমাজে প্রতিষ্ঠা করতে চায়৷ ফলে হয়তো এমন দিন আসবে যখন গরীবরা মেয়ে শিশুদের আবার জ্যান্ত কবর দেবে৷ এ মানসীকতা দূর হোক৷ ধন্যবাদ
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৭
302932
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার তো তেমন আশংকা নেই তাইনা?
১০ এপ্রিল ২০১৬ রাত ১২:৩৫
302963
শেখের পোলা লিখেছেন : আমার দু মেয়ে বিয়ে হয়ে দুজন করে নাতী নাতনী নিয়ে সংসার করে৷ ছেলের বিয়েতে মেয়ের বাপের কাছে দুটি দাবী ছিল- হলুদে ৫০ জন আর বরযাত্রী ১০০ জন৷ আর কিছু না৷ সত্যই আমার কোন আশংকা নেই৷ ধন্যবাদ৷
365105
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:০১
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আলহামদুল্লিলাহ,
কয়েকদিন আগে আমার ছোট ভাইকে বিয়ে করিয়েছি, আমরা চেস্টা করেছি আমাদের কারনে যেন মেয়ের বাবার ৫০০০ টাকা ও খরচ না হয়, মনে হয় আমরা সফল হয়েছি, এবং কাবিন ও ৯০% আদায় করেছি,
আল্লাহ যেন তাদের জিবনটা শান্তিতে রাখেন। Good Luck
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:২৯
302933
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনারা চেয়েছেন, ৫০০০ টাকাও যেন খরচ না হয়, কিন্তু বলেননি ঠিক কত লক্ষ টাকা খসিয়েছেন
০৯ এপ্রিল ২০১৬ রাত ১১:২০
302939
বিবর্ন সন্ধা লিখেছেন : যদি বলি
১ টাকা ও না

আমরা চেয়েছিলাম ৫/৭ জন যাবো
কিন্তু ওদের নাকি সমাজ খারাপ বলবে
শেষে ২২ গিয়েছিলাম, ছোট বড় মিলিয়ে
এই টুকুতে যা খরচ হয়, তাই খসিয়েছ phbbbbt
365109
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৩
কুয়েত থেকে লিখেছেন : আগামীতে আমাদেরকে আরো কতযে কিছু দেখতে হবে তা আল্লাহ ভালো জানেন। ইসলামের শিক্ষা থেকে আমরা আজ কত দূরে অবস্থান করছি তা আমরা টেরও পাচ্ছিনা। এসব কু-প্রতার বিরুদ্ধে সোচ্ছার হওয়া কি উচিৎ নয়? তারপরেও কি আমাদেরকে চুপ থাকতে হবে ঈমানের দ্বাবীদার হয়ে..? ধন্যবাদ আপনাকে
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩০
302934
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি সোচ্চার। কিন্তু তলে তলে যদি অন্য ছেলেদের টাকা দিয়ে তাজা করেন, তইলে কিন্তু খবর আছে!
365115
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩০
আবু জান্নাত লিখেছেন : আলহামদু লিল্লাহ, আমাদের এলাকা এখনো এত অন্ধকার হয়নি। তবে মেয়ে কালো হলে তখন কিছু করতেই হয়, নতুবা মেয়েটি যে অবিবাহিত থেকে যাবে।

যৌতুকের টাকা কিন্তু উধাও হতে সময় লাগে না। কিন্তু স্ত্রীর অন্তরে আজীবন এর ঘা লেগে থাকে।

365116
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে বাবারা মেয়ের বিয়ের সময় অসহায়, তারাই আবার ছেলের বিয়ের সময় খাদক হয়ে যান নাতো?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File