চাই মাদকের অবসান..... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ এপ্রিল, ২০১৬, ০৮:৩৩:০৪ সকাল



সিমান্ত বন্ধ করে দাও

যে সিমান্ত দিয়ে মাদক আসে,

মাদকের হিংস্র থাবা যেন না লাগে

তারুন্যের কোমল মন আকাশে।



তারুণ্যের জয়ের দ্বারা ধরে রাখা

চাই...... চাই মাদকের অবসান,

মাদক একবার গ্রহণ করিলে খেলার ছলে

হয় জীবনের উজ্জ্বলতা ম্লান।



খেলার ছলেও হাতের নাগালে

যেন না আসতে পারে মাদকদ্রব্য,

সমাজের সচেতন নাগরিক হিসেবে

সম্মিলিত ভাবে আমরা পাহারা দেব!!



মাদক মুক্তির মাধ্যমে গড়তে পারি

আমরা প্রত্যাশিত সুস্থ সুন্দর সমাজ,

মাদকের আনাগোনা টের পেলেই

তুলতে হবে সম্মিলিত আওয়াজ।



মাদকের- বিশ্রিংকলাও যত উৎপাত

বন্ধ হবে সম্মিলিত আওয়াজে,

সন্দেহ নেই, মাদকে রয়েছে

শয়তানের হাত, কুমন্ত্রনা দেয় সহজে।



শয়তানের কুমন্ত্রনা থেকে বাঁচাতে

হতে হবে ঐকবদ্ধ, নয় বিচ্ছিন্ন,

আসুন সচেতন হই- শয়তান যেন

আমাদেরকে বানাতে না পারে খিয়ালী পণ্য।



বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364654
০৫ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবার আগে মাদকের সরবরাহ বন্ধ করতে হবে। আর এই কাজটা এত সহজ নয়

০৫ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৫
302503
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! দাদারা মাইন্ড করবে আর মায়ানমারের ন্যাড়ারাও যে কোন মূল্যে বর্ডারে ইয়াবা ঢুকাবেই। আর রাজনৈতিক নেতাদের অন্যতম হাতিয়ার হল মাদক কর্মীদের যোগাড় করতে ও তাদের দিয়ে অপরাধ করানোর মূল হিসেবে মাদকই ব্যবহার হয়।
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৫
302514
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দুজনেরই সঠিক বলেছেন।
364657
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১০:২৭
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : কেমন আছেন ভাইয়া? অনেকদিন পর আপনার লেখায় কমেন্ট করছি।
০৫ এপ্রিল ২০১৬ সকাল ১১:১২
302515
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ আমাদের ব্লগ বাড়ি আসার জন্য।
364679
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته আপনার লেখা সাথে শতভাগ একমত।
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৭
302550
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ ছোট্ট লেখাটিকে মূল্যায়না করার জন্য। ভালো থাকবেন।
364690
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৩৮
আবু জান্নাত লিখেছেন : মাদকের চোবল থেকে যুব সমাজকে রক্ষায় যৌতুক দমনের মতো করে এলাকায় কমিটি লাগান। মাদক ব্যবসায়ীদের কমিটির দায়িত্ব দিতে ভূলবেন না, তবে কিন্তু এমপি বদিকেও হার মানিয়ে ছাড়বে।

কবে ফিরে আসছেন মশাই?

০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৯
302551
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : খুব বেশি নেই সময় সপ্তাহের মধ্যে চলে আসছি!
364701
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাদকময় এখন পুরো বাংলাদেশ! সবাই খেয়ে ঢুলছে, আবোল-তাবোল বলছে, যেভাবে পারে চলছে-যার যা খুশি করছে। আমরা প্রতিবাদ করলে আবার?
ধন্যবাদ, সুন্দর ও সচেতনতামুলক পোস্ট।
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৩৯
302552
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
364711
০৫ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪২
কুয়েত থেকে লিখেছেন : অসৎ লোক তৈরীর প্রধান হাতিয়ার হলো মাদকদ্রব্য তা বন্ধহলে সৎলোকের প্রধান্য লাভ করবে। অবৈধ সরকার কি তা করবে.? মাদকের হিংস্র থাবা যেন না লাগে
তারুন্যের কোমল মন আকাশে।
তারুণ্যের জয়ের দ্বারা ধরে রাখা
চাই চাই মাদকের অবসান। লেখাটি ভালো লাগলো আপনাকে ধন্যবাদ
০৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৮
302636
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সবকিছু সরকার করবে এমনতো কথা নেই! আমরা চেষ্টা করে কিছু করার চেষ্টা......!লেখাটি ভালো লাগার জন্য ধন্যবাদ।
364712
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৫
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

যে কাজ সরকারের করার কথা
সেখানে যদি সরকারের প্রস্রয় থাকে
আবসান কিভাবে হবে?? Broken Heart

তবে
নিজেদের সচেতনতা
সবচেয়ে বেশি দরকার Good Luck
364761
০৫ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৬
শেখের পোলা লিখেছেন : মাদকের মূল ব্যবসায়ীরা সরকারী ছাতার তলে বাস করে৷ অতএব এটা চলবেই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File