আমি ব্যাংক লুটপাটের গোপন সাক্ষী..... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২২ মার্চ, ২০১৬, ১১:৫৫:৫৮ সকাল
আমি ব্যাংক লুটপাটের
গোপন সাক্ষী,
আমার ভেতরে লুকানো
আছে হাজারো কথা বাকি!
আমার কথা গুলো শুনবে
এমন কিছু কান চাই,
সৎভাবে চিন্তা করে
যে করিবে বিচার-ন্যায়।
আমি নিশ্চয়তা দিচ্ছি
বলবোনা কিছুই অসত্য,
আমার কাছে আছে
একেবারে সঠিক তথ্য।
আমি সব দেখি
কিন্তু কিছুই বলিনা প্রকাশ্যে,
আমি বিচার করি
রায় পাববে -সে অনায়াসে।
আমি নির্দেশ দিয়েছি
দেখিয়ে দিয়েছি সরল পথ,
যদিও তোমরা তৈরি করে
নিয়েছ ভিন্ন ভিন্ন মত।
আমি আমার পথের
প্রতিকদের দিয়েছি সুসংবাদ,
তাদের জন্য ভয় নেই
আমিই মেটাবো যত আছে স্বাদ।
তোমরা আমার রশি ধর
শক্ত করে হয়োনা বিচ্ছিন্ন,
তোমাদের সঠিক আমল
তোমাদেরকে করিবে ধন্য।
যে সকল লুটপাট হয়
গোপনে বা হোক লুটপাটের চিন্তা,
আমার বে খবর নয়
ছোট্ট সেই পিপড়ার কথা।
তোমরা উম্মুক্ত করো
বিবেক দিয়ে চিন্তার রাজ্য,
তোমরা খবর পাবে
বিবেকে তাড়না থেকে নায্য।
বিঃদ্রঃ যিনি সব কিছুর খবর রাখেন তিনি একমাত্র আল্লাহ।
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি পড়ে এতোটাই মুগ্ধ হয়েছি যে, মূল্যায়নের ভাষা হারিয়ে ফেলেছি।
জাজাকাল্লাহ খাইর
সরি সরি সরি সরি .....
মন্তব্য করতে লগইন করুন