শির্ক ক্ষমার অযোগ্য অপরাধ.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ মার্চ, ২০১৬, ০৩:৫৩:৫৬ দুপুর
শির্ক ক্ষমার অযোগ্য অপরাধ
এখানে একটি মহিশ, অন্যটি মানুষ! পশুটি মাথা উচু করে দাড়িয়ে আছে, আর মানুষটি অন্য একটি মানুষের কবরে মাথা ঠেকিয়ে সিজদা করছে!!!! আমি মনে করি কবরে সিজদারত মানুষটির চেয়ে পশুটির গুরুত্ব অনেক বেশি আল্লাহর কাছে, কারণ পশুটি মানুষকে সেজদা করেনি।
দূর্ভাগ্যবশত মানুষটি আল্লাহকে বাদ দিয়ে মাজারে মানত কৃত পশুটিকে পাশে রেখে কবরে সিজদায় নত হয়েছে। (আউযুবিল্লাহ্) এমন নির্বোধ যুগেযুগে ছিলো আছে থাকবে। আমি আন্তরিক ভাবে আহবান জানাচ্ছি কবর পুজা মাজার পুজা বাদ দিন। আল্লাহর পথে ফিরে আসুন।
আল্লাহ কোরআনে করিমে বলেছেন, আমাকে বাদ দিয়ে যারা অন্যকে সিজদা করবে তাদেকে নিশ্চই জাহান্নামের আগুনে দগ্ধ করিব। সুতরাং আমরা একমাত্র আল্লাহকে সিজদা করবো, অন্য কাউকে নয়।
শির্ক ক্ষমার অযোগ্য অপরাধ।
তাই আল্লাহর সাথে কাউকে শরিক করবনা।
বিষয়: বিবিধ
১১২৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ তায়ালা আমাদেরকে শির্ক থেকে হেফাজত করুন। আমীন।
মাজার পূজারি আর মূর্তি পূজারিতে পার্থক্য কই??
মহান রাব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার শিরক থেকে হেফাজত করুণ। আমীন।
মন্তব্য করতে লগইন করুন