তরুণেরা যেভাবে একটি ভাইরাসকে যুগেযুগে গায়ে মেখে ঔষুধে পরিনত করেছে…! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ মার্চ, ২০১৬, ০২:৫৩:৪৫ দুপুর



জনস্বার্থে কাজ করার জন্য সমমনা মানুষের কাছে সময় চেয়েছিলাম সবাই সময় দিতে রাজি, তবে সময় বের করে আনাটাই যেন মহা মুশকিল!

মানুষের মাঝে হাজারো ব্যস্ততা.... কারো কাছে সময় নেই, যেন সময়ের মূল্য দিতে শিখেছে মানুষ, এটা অবশ্যই ভালো দিক,



তবে অনেককেই রাস্তার পাশে বসে আড্ডায় দেখি,



চায়ের দোকানে রাজনৈতিক কুতর্কে মেজাজ গরম করতে দেখি, সিডি লাগিয়ে টিভির সামনে হা করে বসে থাকতে দেখি বেকার এক ঝাঁক তরুণ প্রজন্ম....! প্রজন্মের এই রূপ অত্যন্ত হতাশার, প্রজন্ম যদি বেকার সময়কে কাজে লাগাতে না শেখে তবে ভবিষ্যৎ অন্ধকার বলা যায়।

আসলে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাই তারা বেকার নেই! তারা নিজের কল্যাণ বা মানুষে কল্যাণ বয়ে আনার জন্যও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যারা বেকার বসে আছে তারাও মানুষ, তারাও অভ্যস্ত হয়ে পড়েছে বেকারত্বের বোঝা বহন করে.......। বেকারত্ব তাদের কাছে আর বেকারত্ব মনে হয়না, একএক জন এক একটি রাজনৈতিক দলের যেন অঘোষিত টিকাদার রাজনীতিতে জড়িয়ে ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে বেড়ানোর শয়তানি প্রক্রিয়ায় তারা মেতে আছে। যা অত্যন্ত নিন্দার!!

এই মিথ্যার রাজনীতি মানুষের জন্য কল্যাণ বয়ে আনতে না পারলে অকল্যাণ ঠিকই বয়ে আনছে! দেখা গেছে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে নির্দোষ মানুষকে দোষী বানিয়ে জেলে পাঠানো হয়েছে, হাহাকার বেদনায় কেঁদেছে ভুক্তভোগীর স্বজন! অভিশপ্ত নোংরা রাজনীতি এবং বেকার তারুণ্য!!! বেকারদের মাঝে রাজনীতি বিলিয়ে দিয়ে অল্প মাসোহারা গিলিয়ে কেউ কেউ নেতা বনে যাচ্ছেন। নেতৃত্বের লোভে নিজের আদর্শকে বিকিয়ে দিয়েছে অনেকে অবলীলায়!

আমরা রাজনীতি চাই, চাই সমাজের উন্নতি। নীতিবোধের রাজনীতি ফিরে আসুক সমাজে রাষ্ট্রে, বেকারদের বেকায়দায় ফেলে নীতিহীন রাজনীতির দাবা খেলা বন্ধ হোক এটাই কাম্য! বেকার তরুণদের নোংরা রাজনীতির বেড়াজালে আটকে না দিয়ে তাদেরকে কর্মমুখী করার দীর্ঘ ও স্বল্প মেয়াদী পরিকল্পনা নেয়া দরকার। এমন পরিকল্পনা নিয়ে কি কেউ এগিয়ে আসবে না?? নিশ্চয়ই আসবে, সমাজে যেমন খারাপ মানুষ আছে শয়তানি শক্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করার জন্য, ঠিক তেমনি ভালো মানুষও আছে, ভালো মানুষ গুলোকে এগিয়ে আসতে হবে খারাপ পরিবেশ সৃষ্টিকারী শয়তানি শক্তিকে রুখে দিতে।

অনেকে ভেবে থাকে জনস্বার্থে কাজ করা মানে নিজে নিজে নিঃস্ব হয়ে যাওয়া, আসলে ঠিক তা নয়, জনস্বার্থ মানে নিজের স্বার্থ! নিজের পরিবারের স্বার্থ, নিজের সমাজের স্বার্থ, স্বার্থ গুলো প্রথমে দেখতে হয়তো নিজের মনে না হতে পারে, ভালো ভাবে দেখলে গুরে ফিরে নিজেরি স্বার্থ। নিজের জন্য করতে গিয়ে যদি আমার পাশের কেউ উপকৃত হয় তবে কেন অলস বসে থাকব? কেন নিজেদের জন্য ভাববো না???

বলতে গেলে হাজারো জনস্বার্থ আছে, যা নিয়ে কাজ করা যায়, জনসচেতনতা তৈরি করা যায়। আমি এখানে জনসচেতনতার জন্য একটি বিষয় বেছে নিয়েছি সেটা হচ্ছে (যৌতুক) যেহেতু যৌতুক একটি সামাজিক সমস্যার কারণে সমাজে হাজার প্রকারের সমস্যা তৈরি করে এবং হচ্ছে।

যৌতুক নামের ভাইরাস সমাজের রন্দ্রে রন্দ্রে প্রবেশ করে পেলেছে, বলতে গেলে প্রতিটি পরিবারে প্রবেশ করেছে !! সমাজ থেকে যৌতুক নামের ভাইরাসকে বিতাড়িত করার কথাই বলছি! দেখুন যৌতুক আমরা কিভাবে নিচ্ছি এবং দিচ্ছি!! কেউ যৌতুককে নিচ্ছে নগদ টাকা রূপে, আবার কেউ নিচ্ছে চকচকে ফার্নিচার রূপে, আবার কেউ নিচ্ছে টিভি, ফ্রিজ, মোটর সাইকেল অথবা বরযাত্রী রূপে।





























অনেকে অনেক রকম মত প্রকাশ করে এই যৌতুকের রূপ গুলোকে মানুষের সামনে হালাল হিসেবে তুলে ধরার জন্য!

যেমনঃ

(ক) নগদ টাকা নিয়ে বলে আমাদের ঘরে ফার্নিচার আছে তাই ফার্নিচারের বদলে টাকা নিয়েছি কনে পক্ষের জোরাজুরিতে!!! অথবা আমাদের মোটর সাইকেল আছে তাই মোটর সাইকেলের টাকা নিয়েছি! জামাইকে কনে পক্ষ খুশি করে মোটর সাইকেল দিতে চাই, কি আর করা নিতেই হলো....!

(খ) ১. আবার কেউ ফার্নিচার নিচ্ছে, ফার্নিচার নিয়ে গর্ব করে বলে আমার শ্ব শরালয় থেকে এত টাকা মূল্যের ফার্নিচার দিয়েছে। আমি যাকে বিয়ে করেছি তার বড় বোনের বিয়ে হয়েছে আগে, আমি যাকে বিয়ে করছি সেটা দ্বিতীয়, "অবশ্য" আমার বউয়ের বড় বোনকে ফার্নিচার দিয়েছিলো তাই ছোটকেও তারা ফার্নিচার দিবেই দিবে! এতে আমার কি করার আছে! .......নিতেই হলো!

২.ফার্নিচার দিয়েছে আর তেমন কিছু দেয়নি, আরে ফার্নিচার দিয়ে আমি কি করব? আমার বাড়িতে দেখ কত আগে আমরা ফার্নিচার বানিয়ে ঘর সাজিয়েছি, আমাদের ঘর ভরা ফার্নিচার, আমাদের ঘরের ফার্নিচার দেখে কনে পক্ষ আরো একটু উন্নত মানের ফার্নিচারই দিয়েছে, দিয়েছে তো সমস্যা নেই..... ফার্নিচার গুলো ওনাদের মেয়েইতো ব্যবহার করবে!!!!

(গ) ১. আমারতো মোটর সাইকেল আছে তবে একটু পুরনো আমার যা অবস্থান তা দেখে আমার শশুর বাড়ির লোকজন পুরনো মোটর সাইকেলে আমাকে দেখতে চাননা। তাই এক প্রকার জোরাজুরি করেই মোটর সাইকেলটা শোরুম থেকে কিনে দিয়েছে।

২. আরে আমার যা অবস্থান মোটর সাইকেল একটা বিষয় হলো? অন্য একদিক থেকে বিয়ে করতে চেয়েছিলাম তারাতো আমাকে প্রাইভেট কার দেবার জন্য আলোচনা করছিলেন। এখান থেকে বিয়ে করে হয়তো ভুল করেছি! না হয় প্রাইভেট কার নিয়ে চলা ফেরা করতে পারতাম...!!!

(ঘ) আসলে টিভিটি নিতাম নাহ্, আগের যে ২২ইন্সি রঙিন টিভি ছিলো সেটার মডেল পুরনো হয়ে গেছে, অন্যান্য বাজার করার সময় আমার শশুর টিভির কথা জিজ্ঞেস করলো, আর আমি টিভির ব্যাপারে শশুরকে সত্যি কথাই বললাম......! সে বললো ওটাতো অনেক পুরনো মডেল!!! এসো এখান থেকে একটি led টিভি নিয়ে যাও ৩২ ইন্সি। ব্যাস নিয়ে নিলাম। তা ছাড়া বউটা বড় আকারের টিভি দেখে অভ্যস্ত!!

(ঙ) বরযাত্রী, বরযাত্রী, বরযাত্রী!!!!? কতজন হতে পারে?

১ কারো ২০০ জন।

২ কারো ৩০০ জন।

৩ কারো ৪০০ জন।

৪ কারো ৫০০ জন।

৫ কারো ৬০০ জন।

৬ কারো ৭০০ জন।

৭ কারো ৮০০ জন।

৮ কারো ১০০০ জন।

এভাবে যেতে যেতে ২ হাজার, ৫ হাজার, ১০ হাজার পর্যন্ত গিয়ে টেকে!!!!

বরযাত্রীরা আগের জমানায় আমিষ খেত, এখন নিরামিষ আইটেম ও চাই!!! আইটেমের হিসাব যেন আতকে উঠার মত!

মুরগীর পোলাও, ফার্ম মুগরী ভুনা, দেশি মুরগী রাধা, গরু ভুনা, গরু রাধা, ছাগলের খোরমা, ছাগলের কলিজা ভুনা, ডিম সেদ্ধ, চিংড়ি ভুনা,(বড় গুলো) ছোট্ট মাছ ভুনা, বড় মাছের পোলাও, সুটকি ভর্তা, মুগডাল, কচুশাক, মরিছ ভর্তা, দধি অথবা কোমল পানীয়!!!!!

বরযাত্রীর সংখ্যা অনুযায়ী খরচের অংক হিসাব করে নেন বাবুর্চি!! অংকের দরকষাকষিতে যত গিয়ে টেকে ততই বহন করতে হয় কনে পক্ষেকে!

উল্লেখকৃত খরচ বহন গুলো যৌতুকের আওতায় পড়ে।

প্রবীণ বলেন বা নবীন বলেন সবাই কম বেশি এই যৌতুকের ব্যপারে অবগত আছেন। এবং এই যৌতুক নামের ভাইরাস শারীরিক বা মানসিক ভাবে বহন করেই চলছেন, কারো মুখে কোন শব্দ নেই প্রতিবাদের!! কারো কোন চিন্তা নেই পরিবর্তনের!! সবাই যেন নিরবতা পালন করছেন! এই নিরবতা ভাঙতে হবে..... যৌতুক মুক্ত সমাজ গড়তে হবে........!! না হয় আগামী প্রজন্মের কাছে আমরা ঘৃণার পাত্র হয়ে থাকবো। আশা করি সবাই বিষয়টি নিয়ে অন্তত ৫ মিনিট চিন্তা করবেন, সাথে সাথে মনকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবেন এই প্রত্যাশা রাখলাম সবার কাছে।।]

বিষয়: বিবিধ

১৫১০ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362334
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুম, লেখাটা খুবই ভালো লাগলো এবং সমসাময়িক।

এখন যৌতুক সবাই নিচ্ছে, গরীবরা সরাসরি আর বড় লোকেরা পরোক্ষভাবে। যা আমার একটা বলেছিলাম, হাত দিয়ে খায়না দারা দিয়ে খায়।

যে বিয়ে করবে, এখানে ত্রা ভূমিকাটা থাকবে বেশি, কিন্তু যৌতুক নিষেধ একথা জেনেও সে চুপ থাকে, মুরুব্বীদের কিছু বললে বেয়াদবী হয়ে যাবে। আদব কায়দা শুধু এই বেলাতেই। অথচ বাবা মায়ের নিষেধ সত্ত্বেও তেরো লাঙ্গিনীর সাথে বিয়ের আগেই নোংরামি করে বেড়ায়, তখন বেয়াদবি হয়না!

বর যদি বলে, আমি এসব চাইনা, তাহলে কার বাপের ক্ষমতা আছে তাকে যৌতুক নিতে বাধ্য করার?

কাজ চালিয়ে যান, আমি আছি সঙ্গে।

আর বানানের ব্যাপারে কিছু সংশোধনী ফেবুতে দিচ্ছি
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০৭
300266
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রথম মন্তব্যটির জন্য ফুলেল শুভেচ্ছা।
লেখাটি ভালো লাগার কথা জেনে প্রিত হলাম, "হাত দিয়ে খায়না দারা দিয়ে খায়" লেখাটি আমি পড়েছিলাম। অত্যন্ত ভালো লেখা ছিলো সেটা।

ভূমিকা যার বেশি থাকা দরকার সে চুপচাপ লাজে যেন মরে যায়। চুপ থাকার বিষয়ে বিবাহ আগ্রহী সবাইকে সচেতন হয়ে যৌতুকবিরোধী অবস্থানে দাঁড়াতে হবে।

প্রেমের নোংরামীর ব্যাপারে কিন্তু মানুষ খুব সহজেই মেনে নিয়ে এগিয়ে যায়।। যৌতুকের নোংরামির ব্যপারে যত লাজলজ্জা!!!!

বরের ভিতরে চেতনার অভাব তিনি লাড়াই করে জিততে চাননা চান নিরবে হেরে যেতে।

কাজ চালিয়ে যাবার চেষ্টা থাকবে দোয়া করবেন।

সংশোধন করে দিয়েছি, ভুল গুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।

362342
১৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:৫৩
কুয়েত থেকে লিখেছেন : সময় আমাদের নেই কিন্তু আকাম করার ব্যপারে সময় কিন্তু কি ভাবেযে অপচয় হয় তা কেউ চিন্তাও করেনা। সমাজটা সুন্দর তখন হবে যখন আমরা অন্যে জনের কল্ল্যাণে কাজ করবো। নবীজি (সাঃ) বলেছেন সেই উত্তম যে মানুষের কল্যাণে কাজ করে। সুন্দর লেখাটির জন্য অনেক অনেক ধন্যবাদ
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২২
300273
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে কাজটা একা একাই সেরে ফেলেছেন। এতো দূর থেকে দাওয়াত খেতে যাওয়া পসিবল না, তবুও শুনলে এট্টু ভাল্লাগতো আর কি!
১৪ মার্চ ২০১৬ সকাল ০৮:৫৫
300321
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
362352
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৯
আফরা লিখেছেন : যতই লেখালিখি করেন কোন কাজ হবে না ,মানুষের ঘরে মেয়ে যখন আছে ,মেয়ের বাবাও একটা ভাল ছেলে ধরার জন্য যৌতুক দিবে ,ছেলের বাবাও নিবে কাজেই যৌতুক আছে , যৌতুক থাকবে । কেউ সরাসরি নিবে কেউ আবার সাকা ভাইয়া কথা মত হাত দিয়ে খাবে না তবে দারা দিয়ে খাবে।

তবে এর থেকে বের হওয়ার উপায় একটাই ছেলে ,মেয়ে নিজে নিজে বিয়ে করা ।

তবু লিখা চালিয়ে চালিয়ে যান একজন ও তো শুনতে পারে আপনার কথা তাতেই লাভ ।

ধন্যবাদ ভাইয়া ।
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৩
300274
গাজী সালাউদ্দিন লিখেছেন : পনির দিকে মারি ঢিল, পড়ে গিয়ে কুয়েতে!

তাহলে কাজটা একা একাই সেরে ফেলেছেন। এতো দূর থেকে দাওয়াত খেতে যাওয়া পসিবল না, তবুও শুনলে এট্টু ভাল্লাগতো আর কি!
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
300275
আফরা লিখেছেন : এই আমি কি আমার কথা বলেছি নাকি !!!! আমরা যৌতুক দেইনা- নেইনা পরিবার সেটা তো অনেক আগেই বলেছি।
১৪ মার্চ ২০১৬ সকাল ০৯:১৬
300322
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লেখালেখি করলে কাজ হবেনা হবেনা হবেনা, ভালো ছেলে ধরার জন্য যৌতুক দিবে এবং নিবে!!!! ভালো ছেলেরা যৌতুক নেবে কোন ভালোর অযুহাতে?? ভালো ছেলেকে যৌতুক দিয়ে ধরতে হবে কেন? মেয়ের গুনাগুন দিয়েকি ধরা যায়না??


যৌতুক থেকে বের হবার যে রাস্তার কথা বলেছেন সেটা যৌতুকের চেয়েও ভয়াবহ ভাইরাস!! যৌতুক দমন করতে গিয়ে আপনি কোনভাবে ছেলে মেয়ের অবাদ মেলামেশাকে উৎসাহিত করতে পারেনাহ্!!

অবাদ মেলামেশার পর প্রেমিক প্রেমিকা হওয়া ছাড়া নিজে নিজে বিয়ে অসম্ভব ব্যপার।

যৌতুক বিষয়ে লেখা চালিয়ে যাবার পরামর্শটি আপনার কাজ থেকে আমি প্রায় ৭/৮ মাস আগেও পেয়েছিলাম এখনো পেয়েছি... ইনশাআল্লাহ চালিয়ে যাব। সফল হোক বা না হোক।

মন্তব্যের জন্য ধন্যবাদ।
362369
১৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ মার্চ ২০১৬ সকাল ০৯:১৭
300323
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার উপস্থিতি সত্যিই ভালো ও ভালোলাগার অনুভূতি জেনে প্রিতি হলাম। ধন্যবাদ।
362510
১৫ মার্চ ২০১৬ দুপুর ১২:১৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সমাজে যেটা প্রচলন হয়ে গেছে সেটা সহজে দূর হবেনা। আমরা বাঙ্গালী জাতিগত ভাবেই অলস, ধন্যবাদ আপনাকে
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:০১
300467
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রচলবিরোধী মনোভাব তৈরির চেষ্টা যদি সচেতন সবাই করি একদিন না একদিন পরিবর্তন আসবে। সেই প্রত্যাশায় এগিয়ে চলা। আপনি কত নিয়েছেন???
১৫ মার্চ ২০১৬ রাত ০৮:১৩
300484
আবু জান্নাত লিখেছেন : Praying Praying Praying Praying Praying
কক্ষনো হতে পারে না। মামুন ভাই নিবে না।
১৬ মার্চ ২০১৬ সকাল ০৮:১৩
300516
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কি নিয়েছি বললেন বুঝলাম না!
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
300546
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বিয়েতে পন্য সামগ্রী.... কনে পক্ষ হতে!!!!!
১৭ মার্চ ২০১৬ দুপুর ০২:১৮
300649
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার তো বুঝে আসেনা, আপনি এই ধারনা কিভাবে করলেন?
১৭ মার্চ ২০১৬ দুপুর ০৩:৪৯
300675
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বাঙালি জাতিগত ভাবেই অলস!!!
362564
১৫ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামাজিক ব্যধি নিয়ে লিখার জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৪
300547
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। অনুভূতির ধন্যবাদ। ভালো থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File