সাধ্যের বাইরে দাড়াতে হবে হে তারুণ্য...! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৩ মার্চ, ২০১৬, ০৯:৩৪:৪১ রাত
সাধ্যের বাইরে দাড়ানোর
চিন্তা থাকা চাই তারুণ্যের,
অসাধ্য সাধনের প্রচেষ্টা
এগিয়ে নিয়ে যাবে বহু দূর!
যেখানে আছি সেখান থেকে একটু-
উপরে হোক চিন্তা অহংকার বিহীন,
অহংকার বিহীন চিন্তা ও কথাবার্তা
মানুষের কাছে রেখে যাবে ঋণ।
ঋণী হয়ে মানুষ গুলো
ঋণ পরিশোধে হবে সোচ্চার,
দিনে দিনে সমাজে রাষ্ট্রে
প্রসারিত হবে হাত মানবতার।
অমানবিক আচরণের পাথর গুলো
ভেঙ্গে হয়ে যাবে চুরমার,
মানবতা ফিরে আসুক
বার্তা নিয়ে শান্তির।
শান্তির পথ কেবল কোরআন
ও মোহাম্মদ ( সাঃ ) এর সহী হাদিস,
অন্য পথ গুলো শয়তানের
অন্য পথ গুলো হাতে ধরা বিষ।
বিষে ভরা পথ উম্মুক্ত আজকাল
ন্যায়ের পথে পথে বাঁধা,
দুনিয়ার কাজেকর্মে দিনরাতে
লাগিয়ে নিচ্ছি আমরা জাহান্নামের কাদা।
জাহান্নামের কাদা পরিস্কার করতে
দাড়াও সাধ্যের বাইরে হে তারুণ্য,
জান্নাত অর্জনের তাড়না নিয়ে
প্ররিশ্রমে আনতে হবে পূণ্য।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুন্দর কবিতা। জাযাকাল্লাহ খাইর
______এম.এ.মামুন
অনেক সুন্দর হয়েছে কবিতাটি । আল্লাহ আপনাকে ভালো রাখুন ।
মন্তব্য করতে লগইন করুন