রহম কর হে আমার রব... ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ মার্চ, ২০১৬, ০৬:১৪:২৬ সন্ধ্যা



যুদ্ধে যাবো যাবো করে

যাওয়া হয়নি সে পথে,

মনটা ভেঙেছে নিরালায়

অদৃশ্য কারো আঘাতে!

Happy

চলতে হয় বলেই চলি

স্রোত বিহীন অস্রোতে,

মাঝেমধ্যে থেমে যায় মন

শূন্যতার বিরহী আঘাতে।

Happy

যদিও থেমে যাবার

কথা ছিলনা বঙ্গপুরুষ!

উগ্রতার শিকার হয়ে

যেন সত্য গুলো দোষ।

Happy

আত্ম চিৎকারের ভাষা গুলো

করা হয় শব্দে রুপান্তর,

আত্ম চিৎকার শুনে কারো-

কালো মন হয় আরো আঁধার।

Happy

আঁধার মন নিয়ে

আলো গ্রহণ প্রায় অসম্ভব,

আলোর পথের যাত্রীদের

রহম করো হে আমার রব।

বিষয়: বিবিধ

১০১৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361122
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৫
কুয়েত থেকে লিখেছেন : জি ভাই খুবই সুন্দর ভালোই লাগলো অনেক অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১০
299274
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মতামতের জন্য ধন্যবাদ!
361125
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : এখন তো বাড়িতে, বিবিকে বলেন না, দু চারটা কবিতা লিখতে!

বেশ সুন্দর হয়েছে কবিতাখানি।
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১২
299275
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
361126
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
অন্য চোখে লিখেছেন : ছুন্দটা ছুটে যাচ্ছে তাই এভাবে বাঁধা যায় কিনা দেখতে পারেন, অন্তমিলে একটু প্রবলেম হচ্ছে..

যুদ্ধে যাবো যাবো করে
হয়নি যাওয়া আর,
মনটা ভেঙেছে নিরালায়
জমেছে ভুলের পাহাড়।

চলতে হয় বলেই চলি
স্রোত বিহীন জলে,
ভেঙ্গে যায় মন আমার
বিরহ অণলে।

যদিও এমন ইচ্ছে ছিলনা
হবো কাপুরুষ!
ভূলের সাগর পাড়ি দিয়ে শিকার হয়ে
হয়নি তবু হুস।

প্রতিবাদের শব্দগুলো
খুঁজে পায়নি ভাষা
অন্ধকারের আমি এক
হতভাগ্য চাষা


এবার অন্তমিলগুলো মিলিয়ে দেখতে পারেন

আর-পাহাড়
জলে-অণলে
কাপুরুষ-হুশ
ভাষা-চাষা
..............ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:১৪
299276
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অন্তমিল অনেক ভালো লাগলো, আসলে আমার চিন্তা গুলো আসলে আমারই....! আপনার মত করে লিখা সম্ভব নয়!! যদিও চেষ্টা থাকবে...! শুভ ব্লগিং.....
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৯
299281
অন্য চোখে লিখেছেন : উদ্দেশ্য ছিল অন্তমিলটা ঠিক রাখার সুবাদে, সেটা ঠিক হলে ছড়া সুন্দর হয় এবং বিশুদ্ধ হয়, আমারটা উদাহরণ দেবার চেষ্টা, আপনি আপনার মতোই লিখবেন।
361150
০২ মার্চ ২০১৬ রাত ০৮:১৪
আবু জান্নাত লিখেছেন :
আলোর পথের যাত্রীদের
রহম করো হে আমার রব।

চমৎকার কবিতা লিখেছেন, ভাবিও মনে হয় ছন্দ মেলাতে সাহায্য করেছেন।
০৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৬
299352
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই কবিতাতে আপনার অবধান আছে! আপনি না হলে এটা মগজে রয়ে যেত, মগজ থেকে আপনি বের করে এনেছেন।
361158
০২ মার্চ ২০১৬ রাত ০৮:২৬
আফরা লিখেছেন : কবিতা লিখা বন্ধ করে ভাবীকে সময় দিন বেশি ।সময় তো ফুরিয়ে আসল । কবিতা ভাল হয়েছে ধন্যবাদ ।
০৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৭
299353
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সময় কিন্তু সে পাচ্ছে....

এটা অলস মস্তিষ্কের প্রস্রাব বেদনা।
361168
০২ মার্চ ২০১৬ রাত ০৯:১২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম

কবিতা কিন্তু চমৎকার হয়েছে Thumbs Up

অনেক অনেক শুকরিয়া।
০৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৮
299354
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ, উৎসাহ মুলক মন্তব্যের জন্য। শুভকামনা।
361177
০২ মার্চ ২০১৬ রাত ১১:০৩
০৩ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৮
299355
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
361264
০৩ মার্চ ২০১৬ রাত ১১:৩২
দ্য স্লেভ লিখেছেন : রহম করুন হে মালিক
০৪ মার্চ ২০১৬ সকাল ০৭:২৭
299389
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File