রহম কর হে আমার রব... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ মার্চ, ২০১৬, ০৬:১৪:২৬ সন্ধ্যা
যুদ্ধে যাবো যাবো করে
যাওয়া হয়নি সে পথে,
মনটা ভেঙেছে নিরালায়
অদৃশ্য কারো আঘাতে!
চলতে হয় বলেই চলি
স্রোত বিহীন অস্রোতে,
মাঝেমধ্যে থেমে যায় মন
শূন্যতার বিরহী আঘাতে।
যদিও থেমে যাবার
কথা ছিলনা বঙ্গপুরুষ!
উগ্রতার শিকার হয়ে
যেন সত্য গুলো দোষ।
আত্ম চিৎকারের ভাষা গুলো
করা হয় শব্দে রুপান্তর,
আত্ম চিৎকার শুনে কারো-
কালো মন হয় আরো আঁধার।
আঁধার মন নিয়ে
আলো গ্রহণ প্রায় অসম্ভব,
আলোর পথের যাত্রীদের
রহম করো হে আমার রব।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বেশ সুন্দর হয়েছে কবিতাখানি।
যুদ্ধে যাবো যাবো করে
হয়নি যাওয়া আর,
মনটা ভেঙেছে নিরালায়
জমেছে ভুলের পাহাড়।
চলতে হয় বলেই চলি
স্রোত বিহীন জলে,
ভেঙ্গে যায় মন আমার
বিরহ অণলে।
যদিও এমন ইচ্ছে ছিলনা
হবো কাপুরুষ!
ভূলের সাগর পাড়ি দিয়ে শিকার হয়ে
হয়নি তবু হুস।
প্রতিবাদের শব্দগুলো
খুঁজে পায়নি ভাষা
অন্ধকারের আমি এক
হতভাগ্য চাষা
এবার অন্তমিলগুলো মিলিয়ে দেখতে পারেন
আর-পাহাড়
জলে-অণলে
কাপুরুষ-হুশ
ভাষা-চাষা
..............ধন্যবাদ
আলোর পথের যাত্রীদের
রহম করো হে আমার রব।
চমৎকার কবিতা লিখেছেন, ভাবিও মনে হয় ছন্দ মেলাতে সাহায্য করেছেন।
এটা অলস মস্তিষ্কের প্রস্রাব বেদনা।
কবিতা কিন্তু চমৎকার হয়েছে
অনেক অনেক শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন