১২১ জন জনপ্রিয় ব্লগারের লেখা (স্বপ্ন দিয়ে বোনা) প্রবাসীদের লেখা (প্রবাসের গল্প) এবং বাহার ভাইয়ের লেখা (আসমানী মেসেজ) নিয়ে আমার কিছু কথা... ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০২:৪৬:১১ দুপুর



আস্সালামু আলাইকুম,

আনন্দ অভিভূত মন নিয়ে দু'কলম লিখতে বসলাম!! ১২১ জন জনপ্রিয় ব্লগারের বাছাইকৃত লেখা নিয়ে একটি এক্সক্লুসিভ সংকলন গ্রন্থ (স্বপ্ন দিয়ে বোনা) বইটি সংগ্রহ করলাম প্রিয় বাহার ভাইয়ের অনুপ্রেরণায়। যদিও বইটির প্রতি আগ্রহ আমার অনেক দিনের, সময় সুযোগের অভাবে এতদিন বইটি সংগ্রহ করা সম্ভব হয়নি! বইটি সংগ্রহ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত!

১২১ জন ব্লগারের লেখা একই বইতে পাওয়া অত্যন্ত আশ্চর্যের ব্যাপার....! যারা ১২১ জন ব্লগারের লেখা একটি বইয়ে প্রকাশ করার দুঃসাহসিক উদ্যোগ নিয়ে সফলতায় রূপ দিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সাথে সাথে যারা বইটিতে লেখা দিয়েছেন যাদের লেখা প্রকাশিত হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান, আমার মনে হয়েছে ১২১ জন লেখক একত্রিত হতে পরাটাই স্বরনীয় ঘটনা যা অতীতের কোন সময়ে এমনটি হয়েছে বলে মনে হয়নি! আমি এই বন্ধনের দির্ঘায়ায়ু কামনা করি।

বিঃদ্রঃ "স্বপ্ন দুয়ে বোনা" বইটি প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি ২০১৩ সালে। ১২১ জনের লেখা বইটি উৎসর্গ করা হয়েছিল "সোনার বাংলা ব্লগ" পরিবার এবং ভাষা শহীদ ও মুক্তিযুদ্ধের শহীদ এবং অহত মুক্তিযুদ্ধাদের প্রতি।

শাহাদাত হুসাইন (সম্পাদিত) জানুয়ারি ২০১৬ তে প্রকাশিত (প্রবাসের গল্প) বইটিও বাহার ভাইয়ের কাছ থেকে সৌজন্য কপি সংগ্রহ করলাম! উল্লেখ্য প্রবাসের গল্প বইটিতে আমার একটি লেখা (সব কিছু ভুলে যাই) শিরোনামে প্রকাশিত হয়েছে। বইটিতে প্রবাসীদের ভিন্ন ভিন্ন স্বাদের অভিঙ্গতা প্রকাশ পেয়েছে! যারা দেশে থাকেন তারা বইটি পড়ে প্রবাস জীবনের অভিঙ্গতা জানতে পারবেন এবং প্রবাসীদের বুঝতে সক্ষম হবেন।

২০১৩ সালে প্রকাশিত বাহার ভাইয়ের লেখা আসমানী মেসেস বইটিও বাহার ভাইয়ের পক্ষ হতে উপহার পেলাম। পড়লাম ভালো লাগলো।

বিষয়: বিবিধ

১৭৫০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360681
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২৮
আফরা লিখেছেন : ভাইয়া আপনি তো পেলেন সৌজন্য কপি আর উপহার, আমি ও চাই এবং পাঠানোর দায়িত্ব আপনার ।না হলে ধন্যবাদ নাই ভাইয়া ।

২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৯
298912
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। বোন আফরা আপনার কোন বইটা দরকার? আমি যদিও কয়েকটি বই উপহার ও দুটি বই সৌজন্য কপি পেয়েছি, সাথে চট্টগ্রাম বইমেলা মেলা থেকে ২টি বই ক্রয় করেছি! বিশেষ করে স্বপ্ন দিয়ে বোনা বইটি কিনে এবং পড়ে বেশ আনন্দিত হয়েছি।
360683
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
ছুটির মুহুর্তগুলো খুব আনন্দে কাটছে বুঝাই যাচ্ছে।
আরো সুখি হোন, বাহার ভাইকে সালাম পৌছানো দায়িত্ব আপনার। অনেক অনেক ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৪
298913
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সালাম পৌছাতে পারি আপনি চইলে সরাসরি সালাম পৌছাতে পারের এখানে ক্লিক করে মন্তব্যের জন্য ধন্যবাদ।
360686
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উপহার তো পেলেন এবার কয়টা বই কিনেন!!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৫
298914
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন সবুজ ভাই, কিনতে হবে। আমি আগে ববইয়ের পাঠক তৈরির চেষ্টা করছি! দেখি কতটুকু সফল হই।
360699
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৩৯
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : বইটি বাহার ভাইয়ের কাছ থেকে সৌজন্য কপি পেয়েছি!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৭
298915
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কোন বইটির কথা বলছেন ভাইয়া?
০৩ মার্চ ২০১৬ বিকাল ০৪:১০
299356
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : স্বপ্ন দিয়ে বোনা এবং আসমানী মেসেজ!
360715
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
কুয়েত থেকে লিখেছেন : খুবই ভালো লাগলো সংবাদটি তো অত্যান্ত আনন্দের তবে ১২১ জন ব্লগারের নামের লিষ্ট টি দেখলে ভালো হত সম্ভব হলে জানানোর জন্য অনুরোধ। আপনাকে অসংখ্য ধন্যবাদ
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১০
298958
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পুরো লিস্টা টাহপ করতে গেলে বড় একটি লেখায় পরিনত হবে.।! বইটি সংগ্রহ করার আমন্ত্রণ রহিলো।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:২৯
298961
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি প্রীত হলাম। আলহামদুলিল্লাহ।
360746
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কিনে পড়তে পারবো। ফ্রী দিলে অবশ্যই নেব, কথা দিলাম, কথা দিলেম তো!

যাই হোক, ফেবুতে যা বলেছি, এখানেও বলছি। ব্লগে আপনার ছবিটা না দিলেও পারতেন! কেন বুঝেন না!!!!!!

আমাদের চেহারা বাজে বলে আপনারা রূপের প্রদর্শনী করে যাবেন!!!! আমাদের কি ইচ্ছে করেনা!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১২
298959
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অনুভূতিকে অবহেলা করা আমার পক্ষে সম্ভব নয়। তাই.....!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩২
298962
গাজী সালাউদ্দিন লিখেছেন : হায় কোথাকার মন্তব্য কোথায় গিয়ে পড়ল!
২৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:৩৯
298967
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি বুঝে নিয়েছি!
360802
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগল, আপনার উৎসাহমূলক এ পোস্টটি আরো বহুদুর এগিয়ে নিয়ে যাবে ব্লগারদের পারস্পরিক হৃদ্যতাকে। ধন্যবাদ।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩৬
299021
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File