হত্যাকারী নরপশুদের প্রতি বাংলাদেশী পরিবারের পক্ষ হতে ধিক্ ধিক্কার ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:২৫:৫৮ দুপুর



ওরা চাইনা বিডিআর বিদ্রোহে

হত্যাকাণ্ডে শোক পালন হোক!

ওরা চায় চাপা পড়ুক অন্য ইসুতে

ঘটনাটি আলোচিত না হোক।

Winking

সূর্য সন্তানদের পরিবারের হাহাকারে

কার কি আসে বা যায়?

নরপশুদের বিদ্রোহে

ওরাতো নিয়েছে চির বিদায়।

Winking

ওদের পরিবারতো রক্ত সম্পর্ক-

আমরা বাংলাদেশী আমাদের সম্পর্ক আত্মার!

হত্যাকারী নরপশুদের প্রতি

বাংলাদেশী পরিবারের পক্ষ হতে ধিক্ ধিক্কার।

Winking

কি করে ভাইকে ভাই করেছে-

রক্তাত্ত ভাবলেই শিউরে উঠি..!

ডাল ভাতের ব্যাপার নহে বড়

ওটা পরিকল্পিত হত্যাকাণ্ড সাক্ষী আছে মাঠি।

Winking

ডাল ভাতের নামে যত অপপ্রচার

তা স্বার্থ নামের সাপ বিষাক্ত,

বিচার চাহি ন্যায় বিচার ;

যেনে রেখো আল্লাহ সত্যের বক্ত।

Winking

সত্যকে মিথ্যা দিয়ে ডেকে-

দিতে চায় যারা কৌশলে,

তারাই ইন্ধন হবে জাহান্নামের;

তারাই জ্বলেবে অনলে...!

Winking

শাক দিয়ে মাছ ডাকা দূর্বলের

(মানুষের) সামনে মানান সই,

গোপনে প্রকাশ্যে যা হয় ভালো মন্দ

সৃষ্টিকর্তা দেখতে পান নিজেই।

Winking

আল্লাহ ন্যায় বিচারক

মানুষের উপর যুলুমকারী নয়,

হে সৃষ্টির সেরা নহে লুকোচুরি আর

আল্লাহকে করতে হবে ভয়।

বিষয়: বিবিধ

১০১৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360331
২৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৩৪
হতভাগা লিখেছেন : ২৫.০২.২০০৯ এর পর সেনাবাহিনীকে মালামাল করে দেওয়া হয়েছে :

০খুবসে প্রমোশন দেওয়া হচ্ছে
০বেতন বাড়ানো হচ্ছে
০ঢাকা ক্যাণ্টনমেন্টের ভেতরে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে ।

আহাজারি যাদের করতে হত তাদেরকে সেটা করতে দেখা যাচ্ছে না ।

যার বিয়া তার খবর নাই
পাড়া পড়শীর ঘুম নাই
২৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৪৯
298618
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর মন্তব্য..! টাকার কাছে সব বিলিন.।।
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৭
298634
কুয়েত থেকে লিখেছেন : ঢাকা ক্যাণ্টনমেন্টের ভেতরে ক্ষতিগ্রস্থদের জন্য ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। যারা শহীদ হয়েছেন তারা জিবনেও হয়তো এই ধরনের ফ্লাটের মালিক হতে পারতো না। কিন্তু এই জাতিরযে কি ক্ষতি হয়ে গেছে তা দেশ প্রেমিক ছাড়া কেউ বুঝবেনা। আপনাকে ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৪
298677
হতভাগা লিখেছেন : এরা বড়জোর জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীতে যেত , ডলার কামাতো । নিজের ও পরিবারের লাভ হত বটে , দেশের না ।
360337
২৪ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:৪৯
আবু জান্নাত লিখেছেন : সৎ অফিসারদের শেষ করে দিয়ে গাদ্দার ও চামচাদের দিয়ে শূণ্যস্থান পূরণ করা হয়ে গেছে। তাই তো ক্ষমতার মসনদ ২০৪১সাল পর্যন্ত স্থায়ী হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫০
298619
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ৪১ পর্যন্ত বিষয়টি হয়তো পরিবর্তন হতে পারে..।! বাস্তবতার অপেক্ষা।
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৮
298633
কুয়েত থেকে লিখেছেন : ভাই হতাশ হবেন না নিরাশ হয়োনা বিজয় মুমিনদের জন্য এটা আল্লাহর ওয়াদা। তবে মুমিনদের কমতিটা পূরণ করতে একটু সময়তো লাগবেই। হামচা আর গাদ্দার দিয়ে বেশীদিন ক্ষমতায় টিকে থাকা যায়না। ঐ গাদ্দাররাই ওদের শেষ করে দিবে। ধন্যবাদ
360353
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১২
কুয়েত থেকে লিখেছেন : দূরভাগ্য আমাদের জন্য এই প্রয়ি জন্মভূমিতে মির জাফরদের অভাব কোন সময়েও কম ছিল না। এবং তারাই এই হতবাগাদের উপর রাজত্ব কায়েম করেই চলেছে। তবে মির জাফরদের শেষ পরিনতি কারো জন্যই ভালো হয়নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ লেখাটির জন্য
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৯
298642
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
360364
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০০
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৯
298643
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck
360371
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৩
তবুওআশাবা্দী লিখেছেন : কত কিছুর জন্য আমরা শোক দিবস পালন করি কিন্তু সাতান্নজন মানুষের, যারা সরকারী কর্মচারী আরো স্পেসিফিকাল্লি যারা না থাকলে দেশের নিরাপত্তা আর অস্তিত্বই থাকে না তাদের, মৃত্যুতে কোনো শোক দিবস নেই, কোনো দাবিও নেই বরং মনের আনন্দে ক্রিকেট খেলে যাচ্ছি এটাই আশ্চর্য !
২৪ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০০
298644
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying Crying Frustrated Frustrated Frustrated

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File