মনের দ্বারা....!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪০:৪০ রাত
মন ক্ষণে শান্ত
হয়ে যায় নীরবে;
ক্ষণে অশান্ত হয়
নতুন দিক ভেবে।
মনে চলবান দ্বারা
গতিময় কখনো থামেনা,
মনে কখনো সুখ
কখনো নিরল বেদনা।
সুখের সময় গুলো লাগে
নিজের কাছে খুবই অল্প,
দুঃখের সময়ে ভাসে
মনে অতীতের চেনা গল্প।
মন সময়ে অসময়ে
চাই শুধুই সুখ,
তৃষ্ণাত্ব মনের কারনে
দুঃখে ভরে মানুষের বুক।
তবুও মানুষ ছুটে
অচেনা সুখের পিছু,
সুখের মোহ পিছে গিয়ে
কারো মাথা হয়ে যায় নিচু।
তবুও মানুষ সুখ ত্যাগ-
করতে পারেনা বা করেনা,
সুখের আশায় স্বার্থ ভরা
মনে কেউ কেউ করে ছলনা।
বিষয়: বিবিধ
৯৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন