গরীব দেখে গরম কথা...... তুই মানবতার শত্রু!!!! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০১:০৪:৪৭ রাত



জুতার বারি খা তুই

জুতার বারি খা....

তুই হইলি ইসলাম বিদ্ধেষী

করিস বেশি খা খা....!

Happy

প্রতিদিনই অস্ত্রবাজি

পড়েনা তোর চোখে.....

ইসলামের গন্ধ পেলে

জঙ্গি জঙ্গি কাপঁন তোর বুকে!!

Happy

গরীব দেখে গরম কথা

মতলব তোর খারাপ,

তুই হইলি মানবতার

শত্রু বিষাক্ত সাপ।

Happy

তোর মত মতলববাজ

কত এসেছে আর গেছে,

বর্ষায় পানি এলে কুনো ব্যাঙও

পানিতে এসে নাচে।

Happy

নাচানাচি ছলছাতুরীর দিন যাবে

আসবে সত্যের জয়জয়কার,

আঁধার দেখবি তুই আঁধার দেখবি

তুর এসে যাবে হার......!

মূল সংবাদ পড়তে এখানে ক্লিক করুন......Happy Winking

বিষয়: বিবিধ

১০৭৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358779
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩০
হতভাগা লিখেছেন : এটা এতিম ও গরীবদের প্রতি তাচ্ছিল্যের সামিল । বারংবার এসব বলার জন্য আল্লাহর কাছে এদের কঠিন শাস্তি কামনা করছি - আমিন।
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৬
297597
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।
০৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৪৬
297598
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।
358794
০৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : বাক্কা এক খান কবিতা লিখেছেন।

আসলে এইসব মাদ্রাসায় কিন্তু তারাই সাহায্য সহযোগিতা করে, তাদের অনুদানে অধিকাংশ কওমী মাদ্রাসা চলে, অথচ এখন বাকা ত্যাড়া বুলি আওড়াচ্ছে। যখন একটা বিষয় আলোচনায় আসে, তখন অনেকেই নিজেকে ফোকাস করে উদ্ভট সব মন্তব্য করে।

যাই হোক, কবিতাখানি সুন্দর হয়েছে বাপু!
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৬
297656
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সাহায্য সহযোগিতা করে তারা ভোটের জন্য!!! ত্যেড়া বুলিও ক্ষমতায় ঠিকে থাকার কৌশল বলেই মনে হয়!!!

আগে ভুল করে সাহায্য সহযোগিতা করে পেলেছে এখন সেটাকে ইহুদী ক্রিস্টানের চোখের সামনে একটু ইসলাম ববিদ্ধেষীতাকে বাহবা পাওয়ার বৌদৌড়...

আপনিও সুন্দর বলেছেন মন্তব্যে, ধন্যবাদ উপস্থিতি জানান দেবার জন্য।
358823
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:১২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার মত পয়সা থাকলে সবই বলা যায়!
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৭
297657
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ বলা যায়, তবে নিন্দাটা কথার কারনে বেশি পাওয়া যায়।।
358836
০৭ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২০
ছালসাবিল লিখেছেন : দাররররুন কববববিততা Day Dreaming ভাইইইয়া
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৯
297658
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কোথায় গিয়েছিলেন এততততততদিন? ব্লগে না পেলে অন্য কোথাও পাওয়ার সুযোগওও রাখেননি!!! উপস্থিতি জানাবার জন্য ধন্যবাদ। শুভকামনা।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৪
297710
ছালসাবিল লিখেছেন : আপনন Smug করররে নিলেই হয় বড়ভাইয়া Love Struck
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩৭
297712
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপন করে নিয়েছি বলেই ব্লগে না পেলে অন্য দিকে খোজার ইচ্ছে জাগে Love Struck
358874
০৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫২
আফরা লিখেছেন : হতভাগা ভাইয়ার মত আমি ও বল্লাম এটা এতিম ও গরীবদের প্রতি তাচ্ছিল্যের সামিল । বারংবার এসব বলার জন্য আল্লাহর কাছে এদের কঠিন শাস্তি কামনা করছি - আমিন ।

০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১০:১৯
297659
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ছুম্মা আমিন।
358909
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:০২
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর লেখেছেন । এদের বেপারে কি বলব আসিতেছে শুভদিন ইনশাল্লাহ ।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:১৩
297663
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশাহ্ আল্লা।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File