আজ জেতার আওয়াজ!! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ ডিসেম্বর, ২০১৫, ০৮:১৬:২৭ রাত
]
নিঃশ্বাস থেমে গেলে
মূলহীন দেহ জানা আছে সবার!
তবুও মানুষেরা চাই চাই
বলে অবিরাম হাহাকার।
হাহাকার ডেকে আনে আঁধার
বুঝতে অক্ষম দুষ্ট মস্তিস্ক,
স্বার্থের জন্য ভেঙ্গে দেয়
আপন মানুষের সুস্থ বক্ষ।
নিজের করে নিতে করতে চাহে
অন্যের উপর করে আঘাত!
বাস্তবতা লুকিয়ে রেখে
আমতা আমতা করে চ্যৎ চ্যৎ।
অন্যের সুস্থ মানসিকতা নষ্ট করতে
দিনরাত মানসিক নির্যাতন,
ওসব কান্ড দেখতে দেখতে
বিষিয়ে উঠেছে কোমল মন।
সুচিন্তার মানুষ চাই
চাই আন্তরিক সামাজিকতা,
সুচিন্তিত মানুষ বিহীন
থাকেনা কখনো একতা।
সুচিন্তার সুফল কুচিন্তার কু...
অবধারিত যুগে যুগে,
কুচিন্তার ফলাফল সাময়িক ভালো
সুচিন্তার ফলাফলে মানবতা জাগে।
একগুঁয়েমীর সিমা রেখা প্রয়োজন
সিমাহীন একগুঁয়েমী ডেকে আনে ক্ষতি,
আমরা সবাই পৃথিবীর মানুষ
এখানে আমরা সল্প সময়ের অতিথি।
সময়ের সল্পতা এবং জীবনের উদ্দেশ্য
বুঝতে না পারলে বৃথায় যাবে জীবন,
আশা করছি বুঝতে সক্ষম হবে
আমার যত আছে আপন।
পরীক্ষার খাতায় শুদ্ধ উত্তর
লিখলেই মিলবে নাম্বার,
অশুদ্ধ উত্তর লিখলে
মানতে হবে পরীক্ষায় হার।
জেনে শুনে হার মানা
বুঝতে হবে বোকামির কাজ,
জীবন পরীক্ষায় জিততে হবে
আজ জেতার আওয়াজ।
বিষয়: বিবিধ
৯৭৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চ্যৎ চ্যৎ - এই শব্দদ্বয়ের অর্থ কি ?
মনের দুঃখ বুঝার কেউ নাইরে!
সবাই নিজেকে নিয়েই ব্যাস্ত।
মনের দুঃখ বুঝার কেউ নাইরে!
সবাই নিজেকে নিয়েই ব্যাস্ত।একমত
মন্তব্য করতে লগইন করুন