I love Bangladesh ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৫:২০ রাত
তোরে ভালোবাসি বলে
তোর মলিন মুখ দেখলে হই বিচলিত,
তোরে ভালোবাসি বলে
তোর ব্যর্থতায় হই ক্ষত বিক্ষত।
তোরে ভালোবাসি বলে
তোর সফলতা দেখে সুখ পায় মনে,
তোরে ভালোবাসি বলে
তোর সুনাম বলে বেড়ায় জনে জনে।
তোরে ভালোবাসি বলে
বুকে বয়ে বেড়ায় তোর সৃষ্টির ইতিহাস,
তোরে ভালোবাসি বলে
তোর বুকে আমার ঠাঁই তোর বুকে বসবাস।
তোরে ভালোবাসি বলে
প্রবাসেও তোরে লালন করি গভীর মমতায়,
তোরে ভালোবাসি বলে
হাজারো বাঁধায়ও খূঁজে বেড়ায় ন্যায়।
তোরে ভালোবাসি বলে
তোর মুখে হাসি ফুটাতে শত পরিশ্রম,
তোরে ভালোবাসি বলে
তোর প্রতি আমার এই মন নরম।
তোরে ভালোবাসি বলে
ভালোবেসে যাব মৃত্যুরআগ পর্যন্ত,
তোরে ভালোবাসি বলে
তোর সার্বভোমত্ব রক্ষায় দিতে রাজি রক্ত।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যার যার অবস্হান থেকে যদি সবাই তা যথাযথ পালন করত,তাহলে প্রিয় মাতৃভূমির চেহারাই পাল্টে যেত!
সবার মাঝে প্রকৃত দেশ প্রেম জাগ্রত হোক-এই দুয়া!
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
তারপরও প্রিয় ব্লগটিতে প্রতিদিন পাঠক হয়ে আসার চেষ্টা করি। আপনাকে নিয়মিত পাওয়া গেলে হয়তো আমার ওনার তার আগ্রহ তৈরি হবে । প্রানবন্ত হয়ে উঠবে প্রিয় ব্লগ।
ভাইয়া আপনার শরীর এখন ভাল আছে তো ?
ভাইয়া আগের মত ব্লগে আসেন না কেন ? ব্লগে আসবেন ঠিকমত আপনারা ব্লগে না আসলে কি ব্লগ জমবে !!!
অনেক ধন্যবাদ ভাইয়া ।
আপনি কেমন আছেন?
অনুভুতি প্রকাশ করার জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন