সময়ের পরিক্রমায় ধৈর্যের রশি ধরি শক্ত করে নিজেকে....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩১ অক্টোবর, ২০১৫, ১২:০৬:৩৫ রাত
আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। অনেক দিন পর ব্লগে লগইন করলাম!! কেমন আছেন আপনারা?
যা দেখি তার সব
কিছু প্রকাশ যোগ্য নয়,
দেখার কারনে অনুভূতি তৈরি হলেও
প্রকাশ করতে ভয়!
যখন দেখি তখন তিক্ত লাগে
সময়ের সাথে গা সওয়া....!
কখনো কখনো স্মৃতি এসে
আমাকে করে দাওয়া......।
আমি নিঃস হয়ে যায়
মনের দিক থেকে,
সময়ের পরিক্রমায় ধৈর্যের
রশি ধরি শক্ত করে নিজেকে।
বিষয়: বিবিধ
১১৪৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক দিন পর আসলেন ভাই! আশাকরি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। আল্লাহ আমাদের সবাইকে সর্বাবস্থায় ঈমান ও সবরের সাথে রাখুন আমীন। কবিতাটি ছোটো হলেও গভীর অর্থবহ !
এতদিন আসেন নাই কেন ?ধৈর্য অনেক বড় গুন ।তবে ধৈর্যের কারনে যেন পিঠ দেওয়ালে ঠেকে না যায় ।
আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল!
অসহ্য কিছু কষ্ঠাগাথা ছন্দাকারে তুলে ধরলেন!
এমনতা অনেকের ক্ষেত্রেই! শুভ কামনা রইল!
সুস্থতা অনেক বড় নেয়ামত। যে অসুস্থ সে-ই কেবল বুঝে সুস্থতা কত বড় পাওয়া। সুস্থ হয়েছেন, এটাই শুকরিয়া। ভালো থাকুন, নিয়মিত থাকুন এই কামনা।
মন্তব্য করতে লগইন করুন