মনের পশুর কোরবানী....হোক! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৬:১৭ সন্ধ্যা

মানুষের মনের ভিতরে বেশিরভাগ সময় একটি না একটি পশু বসবাস করে....! যে পশুর নাম যথাক্রমে অহংকার, হিংসা।



অহংকার মানুষকে বড় মনের মানুষ হতে বাঁধার সৃষ্টি করে....! নিজের অর্জনকে সে সব সময় মনের ভিতরে রেখে দম্ভ করে! ফলশ্রুতিতে অসহায় গরীব দুঃখীজন ওনার আচরণের ক্ষতবিক্ষত হয়। দম্ভ নামের পশু কোরবানী হয়ে যাক।

হিংসা.... মানুষকে ঐক্যের পথে বাঁধার সৃষ্টি করে, হিংসুকরা নিজের কর্মটাকে বড় করে দেখার চেষ্টায় অন্ধ হয়েই থাকে.....! হিংসুকেরা অন্যের সফলতা দেখে নিজেকে ধরে রাখতে পারেনা! ! হিংসা ও অহংকার সমাজ থেকে দূর করতে পারলেই কাঙ্ক্ষিত শান্তি আসবে....।

মনের পশুর কোরবানী....হোক!

Hypnotised Rose Rose Rose Rose Rose Rose Rose Rose @};

পশু কোরবানী দেয়া হোক

আল্লাহকে খুশি করার জন্য....

মনের মাঝে চিন্তা ভাবনা

যেন না হয় অন্য।

Hypnotised Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

পশু কোরবানীর দেয়ার আগে

কোরবানী দেয়া চাই মনের পশুত্ব!

মনের পশুত্বে আঘাত হানতে না পারলে

পূর্ণ হবেনা কোরবানীর মূল স্বার্থ।

Hypnotised Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

মনের পশুত্বকে কোরবানী করে

ছড়াবো আমরাই পায়গাম শান্তির,

হিংসা বিদ্ধেষ ভুলে মায়া মমতায়

গড়ে নেব আন্তরিক বন্ধন উচু করে শির।

Hypnotised Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

চলুক নিরলস সংগ্রাম

এক করতে ধনী গরীব সবাইকে,

শান্তির বাণী নিয়ে... ব্যাক্তি, ঘর,

সমাজ, রাষ্ট্র, ভরে উঠুক সুখে।

Hypnotised Rose Rose Rose Rose Rose Rose Rose Rose Rose

বিষয়: বিবিধ

১৪৩৬ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343094
২৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
নাবিক লিখেছেন : সুন্দর কথাগুলোর জন্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক।
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৪
284419
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। মন্তব্যে প্রথম স্থানের জন্য ফুলের শুভেচ্ছা।
আপনার দেয়া ধন্যবাদ আনন্দের সাথে গ্রহণ করলাম। আপনার কথার শেষ অংশের সাথে..... আমিন।
343096
২৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
অপি বাইদান লিখেছেন : মনের পশুত্ব দুর করার জন্য প্রয়োজন মানবিক শিক্ষা, মানবতার প্রসার এবং প্রচার। এরজন্য প্রকাশ্যে পশুর গলাকেটে আনন্দ ফূর্তীর কি আছে? এতে বরংচ মানুষের কোমল মনে রক্তের নেশা পেয়ে বসবে।
২৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৯
284397
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হিটলার যুগে যুগে স্মৃতিতে ম্লান..... করন কি? কারন হলো তিনি মনের পশুত্বকে হত্যা না করে তিনি হত্যা করেছিলেন ৬০ লক্ষ ইহুদীকে হত্যা করেছিলেন।

ওনার কিন্তু পশুর গলা কাটার অভ্যাস ছিলোনা। আপনাকেও শান্তির পথে আহবান.....
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৪
284403
ছালসাবিল লিখেছেন : Love Struck ডারলিং Love Struck আই এম ব্যাক ফর ইউ Love Struck Love Struck পিউ পিউ Love Struck Love Struck

তুমি আমাকে ব্লক করে রাখছো কেনো Love Struck Love Struck Smug Smug পিটু দিবো পিটু Smug Smug
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৯
284404
অপি বাইদান লিখেছেন : মোহাম্মদ, হিটলার, ইয়াহিয়া, সাদ্দম..... সব একই সূত্রে বাঁধা। বানুকুরাইজা হত্যাযজ্ঞ দিয়ে মোহাম্মদের যাত্রা শুরু। মোহাম্মদ বর্বর ইসলামে অনুপ্রানিত, পক্ষান্তরে হিটলার ফ্যাসিজম থেকে অনুপ্রানিত। পার্থক্য এটুকুই।
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫২
284406
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার জ্ঞান আপনাকে সব গুলোকে একই সূত্রে গেথে দিয়াছে!!!! আপনার জ্ঞান সঠিক রাস্তা খুঁজে পেয়ে যাক এটাই আমার আন্তরিক কামনা।

একটি প্রশ্ন!! আপনি কি অনুসরণ করে চলেন? আপনার অনুসরণের দিকটা আমাকে দেখার সুযোগ করে দিন প্লিজ!
343097
২৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : পশু কোরবানীর দেয়ার আগে
কোরবানী দেয়া চাই মনের পশুত্ব!
মনের পশুত্বে আঘাত হানতে না পারলে
পূর্ণ হবেনা কোরবানীর মূল স্বার্থ।
সহমত!!
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৬
284420
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার সহমত আগামীতে এই ধরনের লিখা লিখতে উৎসাহিত করবে, ধন্যবাদ।
343099
২৩ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৬
284421
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনাকেও ধন্যবাদ।
343102
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৫
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ, সত্যিই বলেছেন, আগে নিজেকে সংশোধন করা খুবই জরুরী। জাযাকাল্লাহ খাইর
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৮
284422
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদেরকে আগে সংশোধন হতে হবে। ভালো থাকুন।
343107
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৩
আবু তাহের মিয়াজী লিখেছেন : সহমত
ভালো লাগলো
ঈদ মোবারক
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৫৯
284423
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনার সহমতের জন্য ধন্যবাদ। ঈদ মোবারক।
343116
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৭
ছালসাবিল লিখেছেন : গরুর হাটে Love Struck দেখলাম সবাই গরুর Big Grin স্বাস্থ দেখতেছে Hypnotised আর বলতেছে অনেক গোস্ত হবে Day Dreaming Thinking Love Struck Eat Eat Eat
কে কতততত গোস্ত Hypnotised পাবে সেই Give Up টেনশনে হার্টফেইল Tongue
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৫
284425
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সবার টেনশন নিয়ে আপনি গবেষণা সুন্দর ভাবে করেছেন....Rolling on the Floor আপনার চিন্তাটা কি ছিলো যখন আপনি গুরুর বাজারে ছিলেন?

ইমেল আইডি থেকে আমাকে দাওয়াত দিয়েন।
:D/ Straight Face
২৪ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১০
284466
ছালসাবিল লিখেছেন : Smug Tongue Waiting Smug
২৪ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৩৩
284470
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কি???? বুঝতে পারিনি!!
343126
২৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
আব্দুল গাফফার লিখেছেন : Happy>- Applause Star Rose Good Luck Thumbs Up অনেক ধন্যবাদ
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৭
284426
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আপনাকেও অসংখ্য ধন্যবাদা লেখটি পড়ার জন্য।
343134
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০১
আফরা লিখেছেন : মনের পশুটাকে অনেক সময় কোরবানী দেই আবার তাজা হয়ে যায় কি ভাবে মনে ভাল করে কোরবানী হয় না । ধন্যবাদ ভাইয়া অনেক সুন্দর করে লিখেছেন ।
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৭
284438
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনের পশুকে কোরবানী দেয়ার পর তাজা হয়ে যাবার কয়েকটি কারন এর প্রথম কারন হচ্ছে..... শয়তানের কুমন্ত্রনা....!!!
আমরা শয়তানের কুমন্ত্রনার বাইরে নয় তাই নিজের প্রতি সর্বদা খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের কারনে শয়তান উপকৃত না হয়।
১০
343710
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৯
হতভাগা লিখেছেন : http://www.somewhereinblog.net/blog/nor/30074179

ভাইসাব/আপু কি নিজেকে আপগ্রেড করতে চাচ্ছেন নাকি সামুতে গিয়ে ?
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৬
285117
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে আপনার দৃষ্টি.....সবখানেই!! হ্যাঁ আইডি খোলা হয়েছে সামুতে।
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৩
285122
হতভাগা লিখেছেন : জানা কি আপনার সাথে কানামাছি খেলতেছে ?
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:৪০
285166
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আইডি খুলেছি ঠিক সাপ্তাহের মাথায় লেখার সুযোগও পাওয়া গিয়েছিল! কিন্তু নীতিমালা আবার লেখার সুযোগ বাতিল করে দিয়েছে!

ওখানে বিয়ের পোস্টও পাঠক মুছে দিতে বললে তা মুছে দেন।।
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:১৪
285182
হতভাগা লিখেছেন : আমি বুঝি না এসবি/টুডের ব্লগারদের কেন সামুতে যেতে হবে ? সেখানে গেলে কি ব্লগার হিসেবে একটা উচ্চতর ডিগ্রী পাওয়া যায় ?

সামু বিখ্যাত হয়েছে কুখ্যাত কাজ দ্বারা - আসিফ সামুরই একজন ব্লগার । হুলো বেড়ালের মত প্রতারকদের প্রতারণা করার প্ল্যাটফর্ম গড়ে দেয় সামু ।

চরম জামায়াত বিদ্বেষী এই ব্লগের ব্লগাররা দেখবেন কিছুদিন পর জোট বেঁধে আপনাদেরকে সাইজ করবে , মডারেটর ওদের ফেভারে কাজ করবে ।
৩০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৫
285197
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখানে বিরক্তি এসে যাচ্ছে!!! ভিজিটর কই? পোস্ট নেই...... মন্তব্য নেই!!! ব্লগারদেরকে উৎসাহিত উদ্যোগ নেই। পরিচালনা হীন ব্লগ!! Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File