দৃষ্টি আকর্ষণঃ- আমার ব্লগিংয়ের বিদায় বেলা। ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০১:২৯ রাত
আস্সালামু আলাইকুম, ব্লগিং থেকে নিজেকে সরিয়ে নিতে চাই আমি, সত্যি বলতে অনেক সময় ব্যায় করেছি ব্লগিংয়ে কিন্তু সফলতার মুখ দেখিনি।
যত দিন যাচ্ছে ব্লগিংয়ে তত সমস্যার মুখোমুখি হচ্ছি! আমি চাইনা নিজেকে সমস্যার মুখোমুখি রাখতে, পাশাপাশি অন্য কাউকেও সমস্যার সম্মুখীন করতেও চাইনা! !
নিজের জীবনটাকে একটু পরিবর্তন করে নিতে চাই.... যেখানে অন্যের কাছে দোষী হবার সম্ভাবনা থাকবেনা। নিজের এই সিদ্ধান্ত নিজের ভেতরে রাখব ভেবেছিলাম....!
ব্লগিং করতে গিয়ে অনেক ভালো মন্দ মানুষের সাথে পরিচিত হয়েছি! পরিচিত মানুষ গুলো হয়তো আমাকে খূঁজবে...! পরিচিত জনার মনে যেন অজানা হাহাকার না থাকে যেজন্যই এই লেখার অবতারণা।
অনেকে শুভাকাংখী, আবার অনেকে বিদ্ধেষী যাই হোক আমাকে কে কি ভাবে দেখেছে তা সে একান্তে নিজে সবচেয়ে বেশি জানে।
ব্লগিং করতে গিয়ে অনেকের সাথে বিতর্ক হয়েছে, হয়তো অনেকের মনে দুঃখ দিয়েছি, সবকিছু এখন স্মৃতির পাতা। কাউকে জানা অজানায় দুঃখ দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।
বিষয়: বিবিধ
১৮২৪ বার পঠিত, ৫৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"সত্যি বলতে অনেক সময় ব্যয় করেছি ব্লগিংয়ে কিন্তু সফলতার মুখ দেখিনি।"
এমন এক কারণ তুলে ধরলেন,যার বিপরীতে কোন কথা 'জীবনের সামগ্রিকতায় অসফল এই আমি' কীভাবে বলি...!
আপনাদের মত ব্যক্তিরা যদি হতাশার মেঘাচ্ছন্নতায় বিচলিত হয়ে পড়েন,তাহলে সাহসের প্রজ্জ্বলিত বাতি উচুতে ধরবে কারা?
অন্তর থেকেই বলছি-যায়েন না ব্লগ ছেড়ে...।
Goodbye.............
আপনার এই লেখাটা পড়ে মনে হচ্ছে,কেহ নিজের ডায়েরী বা রোজনামচা বা দিনলিপি লিখছে । প্রতি দিনই সে লিখছে । আবার বলছে , ডায়েরী লিখে সফল হলাম না ।
কি আর করবেন, কর্মজীবনের অন্যান্য কাজ ছেড়ে দিয়ে আবার স্কুলে ভর্তি হোন । তারপর না হয়, এক সময় ব্লগিং শুরু করলেন !!!
মানে কিভাবে একজন ব্লগার সফল বা ব্যার্থ বলে আপনি মনে করেন?
এ প্রশ্নের উত্তর কিন্তু আমি চাই।
মানে কিভাবে একজন ব্লগার সফল বা ব্যার্থ বলে আপনি মনে করেন?
এ প্রশ্নের উত্তর কিন্তু আমি চাই।
সেটা হবে ব্লগের স্বাস্থ্যের জন্য ভালো এবং সেটা ব্লগের প্রান বলা চলে!
চলার পথে একটু ঠুকঠাক লাগেই সেটা উপেক্ষা করে সামনে আগানোই উত্তম।
একে বারে বিদায় না নিয়ে মাঝে মাঝে লিখে যান এতে করে আপনার সময়ও কম ব্যয় হবে আবার লেখাটাও চালিয়ে যাওয়া হবে। শুভ কামনা রইলো......।
আর ব্লগে আসলে সফল-ব্যর্থ বলে কিছু আছে আমার মনে হয় না, নিজের মনের খোরাকের জন্য লিখে যাওয়া উচিত......।
আপনি ডেইলি লিখা পোসট না করে যদি মাসে ৪/৫ টা লিখা পোসট করেন, তাহলে সবাই ঐ লিখা পড়বে, ডেইলি লিখা পোসট করলে যেমন আপনার সময় নসট হবে, তেমনি আপনার লিখা নিয়ে কেউ তেমন উৎসায় দেখাবেনা। আর নিরাশ হওয়া শয়তানের কাজ, এখানে আবার সফলতা কি?
নিশ্চই আল্লাহ জানেন কোন কাজ কার জন্য উত্তম।
আল্লাহ আপনার জন্য আপনার পথকে সরল সহজ করে দিন।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
সমস্যা কি আব্দুর রহিম ভাই ??
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
আমি তো আপনার কাছেই আছি, এত নৈরাশ হচ্ছেন কেন?
মনদিল ভালো না লাগলে আমার মত মাঝে মাঝে কিছুদিন দূরে থাকবেন, সময় সুযোগ পেলে আবার সাড়া দিবেন। এটাই প্রত্যাশা করি। একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে প্রত্যাশা।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
জিজ্ঞেসা করিবার সময় শেষ হয়ে গেল না হয় জিজ্ঞেস করতাম।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
ব্লগিং এর এর স্বল্প সময়ে যে কয়জন আন্তরিক ভাই-বোন,শুভাকাংখী পেয়েছি আপনি তাদের অন্যতম একজন।
আপনার সিদ্ধান্তকে সন্মান করা ছাড়া আর কি ই বা করা যেতে পারে?
তবে সময় সুযোগ করে মাঝে মাঝে ভাইবোনদের একটু দেখ যাবেন!
আমাদের সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো!
আপনার এবং পরিবারের জন্য দোআ ও শুভকামনা রইলো!
আজকে যখন নিজেকে ব্যার্থ দাবি করছেন, সে কারণ দেখিয়ে ব্লগ ছেড়ে চলে যাচ্ছে, যদিও আপনার চলে যাবার কারণ কারও কাছেই পরিষ্কার নয়, মন্তব্য দেখলেই বুঝতে পারবেন, আপনার কথাগুলোর আগামাথা কেউ কিছু বুঝেনি। আপনি কি সেই 'মুদী দোকানদার থেকে একজন সফল ব্লগার নূর আয়শা আব্দুর রহিম' লেখাটি ভুলে গেলেন? সেদিন আপনার প্রতি সমস্ত ব্লগারদের অকৃত্তিম ভালবাসা থেকে কি একবারও মনে হয় নি, আপনি সফল হতে না পারেন, কিন্তু মানুষের হৃদয় মাঝেই আছেন, যেখানে রয়েছে নূর আয়শা আব্দুর রহিমের জন্য সবার দোয়া ও ভালবাসা।
আপনাকে নিয়ে লেখা সেই লেখাতে আমি খুব জোর দিয়ে বলেছিলাম, আগে রিয়েল লাইফ, পর্যাপ্ত সময় সেখানে দিয়ে সবাইকে সন্তুষ্ট রেখে যতসামান্য যে সময় থাকবে, তাই ভার্চুয়াল মানুষগুলোকে দেবেন। কিন্তু সফলতা ব্যার্থতার ঠুনকো অজুহাত দেখিয়ে যা কিনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত, বিদায় জানালে আমরা কেন মেনে নেব?
আপনি সফল কি ব্যার্থ, সে পর্যালোচনা পরে হবে, আমরা আপনাকে ভালবাসি, সে ভালবাসার জোরেই বলছি, আপনাকে ফিরে আসতেই হবে!
আমি জানি, আমর অনুপস্থিতি, আপনাকে খুব পীড়া দিচ্ছে, এ জন্য আমি দুঃখিত। আমিতো আছি, হয়ত অনিয়মিত, কিন্তু নিয়মিত হতেই বা কতক্ষণ।
আপনার সুপার গ্লুোময় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
মন্তব্য করতে লগইন করুন