দৃষ্টি আকর্ষণঃ- আমার ব্লগিংয়ের বিদায় বেলা। ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:০১:২৯ রাত



আস্সালামু আলাইকুম, ব্লগিং থেকে নিজেকে সরিয়ে নিতে চাই আমি, সত্যি বলতে অনেক সময় ব্যায় করেছি ব্লগিংয়ে কিন্তু সফলতার মুখ দেখিনি।

যত দিন যাচ্ছে ব্লগিংয়ে তত সমস্যার মুখোমুখি হচ্ছি! আমি চাইনা নিজেকে সমস্যার মুখোমুখি রাখতে, পাশাপাশি অন্য কাউকেও সমস্যার সম্মুখীন করতেও চাইনা! !

নিজের জীবনটাকে একটু পরিবর্তন করে নিতে চাই.... যেখানে অন্যের কাছে দোষী হবার সম্ভাবনা থাকবেনা। নিজের এই সিদ্ধান্ত নিজের ভেতরে রাখব ভেবেছিলাম....!

ব্লগিং করতে গিয়ে অনেক ভালো মন্দ মানুষের সাথে পরিচিত হয়েছি! পরিচিত মানুষ গুলো হয়তো আমাকে খূঁজবে...! পরিচিত জনার মনে যেন অজানা হাহাকার না থাকে যেজন্যই এই লেখার অবতারণা।

অনেকে শুভাকাংখী, আবার অনেকে বিদ্ধেষী যাই হোক আমাকে কে কি ভাবে দেখেছে তা সে একান্তে নিজে সবচেয়ে বেশি জানে।

ব্লগিং করতে গিয়ে অনেকের সাথে বিতর্ক হয়েছে, হয়তো অনেকের মনে দুঃখ দিয়েছি, সবকিছু এখন স্মৃতির পাতা। কাউকে জানা অজানায় দুঃখ দিয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

বিষয়: বিবিধ

১৮২৪ বার পঠিত, ৫৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340053
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৮
কাহাফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ....
"সত্যি বলতে অনেক সময় ব্যয় করেছি ব্লগিংয়ে কিন্তু সফলতার মুখ দেখিনি।"
এমন এক কারণ তুলে ধরলেন,যার বিপরীতে কোন কথা 'জীবনের সামগ্রিকতায় অসফল এই আমি' কীভাবে বলি...!
আপনাদের মত ব্যক্তিরা যদি হতাশার মেঘাচ্ছন্নতায় বিচলিত হয়ে পড়েন,তাহলে সাহসের প্রজ্জ্বলিত বাতি উচুতে ধরবে কারা?
অন্তর থেকেই বলছি-যায়েন না ব্লগ ছেড়ে...।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪০
281644
গাজী সালাউদ্দিন লিখেছেন : যদি বদ, পাজি, নচ্ছারটা শুনে আপনার আকুতি।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৫
281901
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : প্রতিটি কারন আসলে বলার মত নাও হতে পারে.....আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
340056
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০২
অপি বাইদান লিখেছেন : সত্যি, সত্যি ব্লগিং করতে না চাইলে আস্তে সরে সরে গেলেই হয়। ঢাক ঢোল পিটানোর দরকার কি।
Goodbye.............
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৯
281643
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার এতো চুলকায় ক্যান, ক্যান চুলকায়?
340059
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:১৬
মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : ব্লগ কাকে বলে - তাও তো আপনি জানেন না !!!

আপনার এই লেখাটা পড়ে মনে হচ্ছে,কেহ নিজের ডায়েরী বা রোজনামচা বা দিনলিপি লিখছে । প্রতি দিনই সে লিখছে । আবার বলছে , ডায়েরী লিখে সফল হলাম না ।

কি আর করবেন, কর্মজীবনের অন্যান্য কাজ ছেড়ে দিয়ে আবার স্কুলে ভর্তি হোন । তারপর না হয়, এক সময় ব্লগিং শুরু করলেন !!!
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৬
281470
আওণ রাহ'বার লিখেছেন : ব্লগিং এ সফলতার মানদন্ড কি?
মানে কিভাবে একজন ব্লগার সফল বা ব্যার্থ বলে আপনি মনে করেন?
এ প্রশ্নের উত্তর কিন্তু আমি চাই।

০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৭
281471
আওণ রাহ'বার লিখেছেন : এ মন্তব্যটি ভুলে এখানে চলে গেছে!
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৮
281642
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি সব জান্তা!
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০৪
281803
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফখরুল ইসলাম অনেক অহংকার আপনার?? এই ব্লগ ছাড়া কোন ব্লগেই আপনার যোগ্যতার সাক্ষর কখনো চোখে পরেনি। আমি ২০১১ থেকে ব্লগিং করি একটা দুটো ব্লগে না অনেক ব্লগে কিন্তু আপনাকে তো চোখে পরলোনা কখনো। আপনার লেখার মান কি বিশ্বমানের? নিজের যোগ্যতার খবর নেই অন্যের যোগ্যতা নিয়ে বাহাদুরী। ভুলে যাবেননা সবচাইতে স্মার্ট কিন্তু শয়তান কিন্তু সে অভিশপ্ত। যখন আল্লাহ আদম (আঃ) কে সেজদা করতে বলেছিল তখন সে উত্তর দিয়েছিল আমি আগুনের তৈরী আর ও মাটির আমি ওর থেকে উত্তম, আমি ওর থেকে স্মার্ট, ওতো ক্ষাত। এই অহংকারই শয়তানকে আজকে মাটিতে নামিয়ে এনেছে তাই আগে নিজের চেহারা আয়নায় দেখুন।
340060
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৩৬
আওণ রাহ'বার লিখেছেন : ব্লগিং এ সফলতার মানদন্ড কি?
মানে কিভাবে একজন ব্লগার সফল বা ব্যার্থ বলে আপনি মনে করেন?
এ প্রশ্নের উত্তর কিন্তু আমি চাই।

০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৭
281902
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সব প্রশ্নের উত্তর যদি দেয়া যেত পৃথিবীতে প্রশ্ন বলতে কিছুই থাকতো নাহ্। আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
340061
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৭:৪২
আওণ রাহ'বার লিখেছেন : ক্যাচাল যে লাগে আর সেটা যদি গঠনমূলক হয়!
সেটা হবে ব্লগের স্বাস্থ্যের জন্য ভালো এবং সেটা ব্লগের প্রান বলা চলে!
চলার পথে একটু ঠুকঠাক লাগেই সেটা উপেক্ষা করে সামনে আগানোই উত্তম।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৭
281641
গাজী সালাউদ্দিন লিখেছেন : যথার্থই বলেছেন। ভাল ছিলেন তাহলে?
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৯
281903
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ হ্যাঁ দুই জনই ঠিক বলেছেন Tongue Love Struck সিমা অতিক্রম যেন না হয় সে দিকটা......Crying ধন্যবাদ দুজনকেই
340066
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৯
নাবিক লিখেছেন : এটা কেমন কথা হলো?
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩১
281904
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা কথা না হলেও বার্তা ছিলো..... যা আপনারা সবাই মিলে প্রতিরোধ করে দিয়েছেন!!আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম .
340073
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:২৭
মাজহারুল ইসলাম লিখেছেন : ব্লগিং এ সফলতা এইটা আবার কি? আশা করি উত্তরটা দিবেন ভাইজান।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩২
281905
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : উত্তরটা পকেট লিস্টে ছিলো!! কাপড় দোয়ার সময় ভেজে নস্ট হয়ে গ্যেসে...Rolling on the Floorআমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
340081
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৯
পুস্পগন্ধা লিখেছেন :
একে বারে বিদায় না নিয়ে মাঝে মাঝে লিখে যান এতে করে আপনার সময়ও কম ব্যয় হবে আবার লেখাটাও চালিয়ে যাওয়া হবে। শুভ কামনা রইলো......।

আর ব্লগে আসলে সফল-ব্যর্থ বলে কিছু আছে আমার মনে হয় না, নিজের মনের খোরাকের জন্য লিখে যাওয়া উচিত......। Good Luck
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৬
281640
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার শেষ কথাটুকু আমার অব্যক্ত কথারই প্রতিধ্বনি।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৬
281907
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে সফলতা ব্যর্থতার কথা কখনো চিন্তা করিনি ব্লগিং জীবন নিয়ে!! সামুতে কয়েকটি আইডি ব্যান হয়েছে প্রতিবাদ মুলক কিছু লেখার জন্য! তার পরও এমন সিদ্ধান্ত নিইনি কিন্তু........ যা বলা অত্যন্ত.....আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম ধন্যবাদ।
340090
০৭ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "সত্যি বলতে অনেক সময় ব্যয় করেছি ব্লগিংয়ে কিন্তু সফলতার মুখ দেখিনি।"
আপনি ডেইলি লিখা পোসট না করে যদি মাসে ৪/৫ টা লিখা পোসট করেন, তাহলে সবাই ঐ লিখা পড়বে, ডেইলি লিখা পোসট করলে যেমন আপনার সময় নসট হবে, তেমনি আপনার লিখা নিয়ে কেউ তেমন উৎসায় দেখাবেনা। আর নিরাশ হওয়া শয়তানের কাজ, এখানে আবার সফলতা কি?
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৬
281639
গাজী সালাউদ্দিন লিখেছেন : সত্য বলেছেন, সকিছুতে ব্যালান্স করার চেষ্টা করতে হবে
১০
340101
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:২১
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুব সমস্যা না হলে ব্লগ ছেড়ে না দেয়াই ভালো। আমিতো ব্লগকে লেখালেখি শিখার স্কুল মনে করি। স্কুল থেকে পালানো কি উচিৎ? সফলাত আর ব্যার্থতার হিসেব মিলাতে গেলে আপনি যে সফল তা চোখ বন্ধ করেই বলা যায়। ভালো থাকুন এবং ব্লগের সাথেই থাকুন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৪
281638
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার সাথে একাত্মতা পোষণ করছি
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩৯
281908
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লোকমান ভাই আপনার কথার সাথে আমার শিক্ষা জীবন যুক্ত!!আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম ধন্যবাদ পরামর্শ মুলক মন্তব্যের জন্য।
১১
340110
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৩
বাকপ্রবাস লিখেছেন : মজা পাইলাম অপি বাইদান, মোহাম্মদ ফখরুল ইসলাম দুইজন যখন একঘাটে এসে মিল খাইছে, ইহার অন্তর্নিহিত মিলটা এই পোষ্ট এ এসে পূর্ণতা পেল
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩৪
281637
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুশিতে বগল বাজাইতেছে, ওরা আসছেই ব্লগারদের বিদায় দেখতে, কিন্তু আমাদের ভালবাসার মজবুতি ভাঙ্গন কি অতই সোজা!
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৪১
281909
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আন্তরিক মিলনের স্রোতে বৈশাখী ঢেউ তুলে দিলাম! আশা করি তারা তিক্ত অভিঙ্গত অর্জন করবে........আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম ধন্যবাদ মন্তব্যের জন্য।
১২
340120
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
জ্ঞানের কথা লিখেছেন : ভালো সিদ্ধান্ত! বউকে বেশি করে সময় দিন। ব্লগে যে সময় দিতেন সেটা বউকে ফোন করে দিন বাচ্চাকে দিন । অনেক ভালো হবে।

নিশ্চই আল্লাহ জানেন কোন কাজ কার জন্য উত্তম।

আল্লাহ আপনার জন্য আপনার পথকে সরল সহজ করে দিন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩২
281636
গাজী সালাউদ্দিন লিখেছেন : ৯৯% সহমত।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৩
281922
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনার সরল মন্তব্যের জন্য....! আপনি যে সময়ের কথা বলছেন তা আমার খেয়ালেই থাকে.... প্রয়োজনীয় সময় আমি পরিবারে ব্যায় করার চেষ্টা করি ।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
১৩
340124
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
জাইদী রেজা লিখেছেন : সমস্যা কি আব্দুর রহিম ভাই ??
সমস্যা কি আব্দুর রহিম ভাই ??
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৫
281923
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে এই প্রথম দেখলাম মনে হয় আমাদের ব্লগে....! তার পরও আপনি সমস্যার কথা জানতে চেয়েছেন ধন্যবাদ আপনাকে। আসলে সব সমস্যা প্রকাশ যোগ্য নয়।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
১৪
340126
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমি তো আপনার কাছেই আছি, এত নৈরাশ হচ্ছেন কেন?
মনদিল ভালো না লাগলে আমার মত মাঝে মাঝে কিছুদিন দূরে থাকবেন, সময় সুযোগ পেলে আবার সাড়া দিবেন। এটাই প্রত্যাশা করি। একেবারে চলে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে প্রত্যাশা।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৩১
281635
গাজী সালাউদ্দিন লিখেছেন : কাছেইতো আছেন, ঘাড় ধরে উনাকে ব্লগিং করাবেন, কি পারবেন না? পর পর অনেকগুলো ব্লগারের অক্বাপাওয়া দেখে ভয় পেয়েছেন, তাই 'চাচা, আপন প্রাণ বাঁচা' ভূমিকা নিয়েছে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
281684
আবু জান্নাত লিখেছেন : গাজী সালাউদ্দিন আর নুর আয়শা আব্দুর রহিম একই ব্যক্তিতে পরিণত হয়েছেন দেখছি। প্রতি মন্তব্যে গাজীভাই কেন? ভাইয়া ভাবি কেথায়????????????
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:১৭
281924
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এসেই পড়েছি......! আপনাদের আন্তরিকতার কাছে আমি ঋণী। আপনাদের জন্য শুভ কামনা। ধন্যবাদ দুজনকেই।
১৫
340132
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : স্বাগতম
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৯
281634
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই তাহলে আপনার খোলা চিঠি রহিম ভাইয়ের উদ্দেশ্যে!
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২০
281925
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ......খানের খোলা চিঠি.... চাঁটগাইয়া কথা ভুলে গিয়ে ওনার কাছে স্বাগতম জানয়িছেন!!!! খানকেও আমরা মিস করি তা খান বুঝতে পারেনা.... এক সময় খানেরা ব্লগ কাঁপিয়ে তুলতেন আমরা শুধু দেখতাম।

আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
১৬
340223
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
আফরা লিখেছেন : নিকটা তো দুইজনের ঘোষনা দিলেন যে একজন আরেকজন কি তাহলে থাকবে ?
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৮
281633
গাজী সালাউদ্দিন লিখেছেন : অবেচ্ছেদ্য অংশ কিনা তাই
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৩
281926
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Tongue Tongue Tongue Tongue জবাব দিতে যাব পায়ে ব্যথা শুরু হলো....!

জিজ্ঞেসা করিবার সময় শেষ হয়ে গেল না হয় জিজ্ঞেস করতাম।
আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
১৭
340226
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৮
এ,এস,ওসমান লিখেছেন : ধুর মিয়া,আজারা প্যাঁচাল বাদ দিয়ে কাজে নেমে পড়েন।ব্লগিং আপনি বাদ দিতে চাইলেও দিতে পারবেন না।আর নিজের বাক স্বাধীনতা নিজে নষ্ট করেন না।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৮
281632
গাজী সালাউদ্দিন লিখেছেন : দুইশবার সহমত
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৫
281927
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনে হলো কথাটা সামনে এসেই বললেন!! কানে ঝাটকা লেগে গ্যেসে.... এসেই পড়লাম....আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
১৮
340246
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম .

ব্লগিং এর এর স্বল্প সময়ে যে কয়জন আন্তরিক ভাই-বোন,শুভাকাংখী পেয়েছি আপনি তাদের অন্যতম একজন।

আপনার সিদ্ধান্তকে সন্মান করা ছাড়া আর কি ই বা করা যেতে পারে?

তবে সময় সুযোগ করে মাঝে মাঝে ভাইবোনদের একটু দেখ যাবেন!

আমাদের সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো!

আপনার এবং পরিবারের জন্য দোআ ও শুভকামনা রইলো! Good Luck
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৭
281631
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি যে কত খুঁজেছি এই সাদিয়া মুকিমকে, যদি তিনি বুঝত, তাহলে মোটেও পালিয়ে বেড়াতো না!
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:২৮
281928
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ মাঝে মাঝে নয় অবসরের সময় গুলো ব্লগে দেবই! আন্তরিকতার মোহ মিশানো মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। ফিরে এলাম...আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম
১৯
340263
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:২৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমার এই মেসেজ যখনি পাবেন, ঠিক তখন থেকে ব্লগে পুনর্বার আগমন করেছেন জানিয়ে একটা পোস্ট দেবেন। এটা আমার নয় অনুরোধ, নয় কাকুতি মিনতি আপনার কাছে, সরাসরি আদেশ!!!! ব্লগ থেকে বিদায় নেয়ার কোন কারণ আমি শুনব না, আমার আদেশ আপনার জন্য শিরোধার্য, বাস।
আজকে যখন নিজেকে ব্যার্থ দাবি করছেন, সে কারণ দেখিয়ে ব্লগ ছেড়ে চলে যাচ্ছে, যদিও আপনার চলে যাবার কারণ কারও কাছেই পরিষ্কার নয়, মন্তব্য দেখলেই বুঝতে পারবেন, আপনার কথাগুলোর আগামাথা কেউ কিছু বুঝেনি। আপনি কি সেই 'মুদী দোকানদার থেকে একজন সফল ব্লগার নূর আয়শা আব্দুর রহিম' লেখাটি ভুলে গেলেন? সেদিন আপনার প্রতি সমস্ত ব্লগারদের অকৃত্তিম ভালবাসা থেকে কি একবারও মনে হয় নি, আপনি সফল হতে না পারেন, কিন্তু মানুষের হৃদয় মাঝেই আছেন, যেখানে রয়েছে নূর আয়শা আব্দুর রহিমের জন্য সবার দোয়া ও ভালবাসা।

আপনাকে নিয়ে লেখা সেই লেখাতে আমি খুব জোর দিয়ে বলেছিলাম, আগে রিয়েল লাইফ, পর্যাপ্ত সময় সেখানে দিয়ে সবাইকে সন্তুষ্ট রেখে যতসামান্য যে সময় থাকবে, তাই ভার্চুয়াল মানুষগুলোকে দেবেন। কিন্তু সফলতা ব্যার্থতার ঠুনকো অজুহাত দেখিয়ে যা কিনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত, বিদায় জানালে আমরা কেন মেনে নেব?

আপনি সফল কি ব্যার্থ, সে পর্যালোচনা পরে হবে, আমরা আপনাকে ভালবাসি, সে ভালবাসার জোরেই বলছি, আপনাকে ফিরে আসতেই হবে!
আমি জানি, আমর অনুপস্থিতি, আপনাকে খুব পীড়া দিচ্ছে, এ জন্য আমি দুঃখিত। আমিতো আছি, হয়ত অনিয়মিত, কিন্তু নিয়মিত হতেই বা কতক্ষণ।


০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:০৮
281657
জ্ঞানের কথা লিখেছেন : যেতে চাইলে কাউকে ধরে রাখা যায় না।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩০
281929
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে সবকিছু ভেঙে বলতে না পারলেওও আপনার আন্তরিকতার বন্ধনে আমি আবদ্ধ, যার প্রমাণ ফিরে বুঝিয়ে দিলাম, ধন্যবাদ।
২০
340310
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:১০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ব্লগীং করে আপনি কি সফলতা চান? আপনি কি জানেন আপনার কোন লেখা পড়ে হয়তো কারো সঠিক পথের সন্ধান মিলতে পারে। কেউ হয়তো হেদায়াত পেতে পারে। আপনার লেখা হতে পারে কারো সংসার জোড়া লাগানোর সুপার গ্লুো! তবে কেন এই হতাশা? বিস্তারিত জানাবেন!
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
281747
এ,এস,ওসমান লিখেছেন : আপুর সাথে একমত।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৩৪
281930
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সত্যি বলতে ব্লগিং করতে গিয়ে হাজার বার মন খারাপ হলেও সফলতা ব্যর্থতা নিয়ে কখনো চিন্তা করিনি!! সামু ব্লগে প্রতিবাদী কিছু লেখার কারনে কয়েকটি আইডি ব্যান হয়েছে.... তার পরও ২টি আইডি এখনো আছে যার লেখা প্রথম পাতায় প্রকাশিত হয়না!!
আপনার সুপার গ্লুোময় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আমার প্রিয়জনদের ভালোবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি ✔✔✔আব্দুর রহিম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File