আমাদের অভিঙ্গতা আছে বাঁধা ডিঙিয়ে আলো ছিনিয়ে আনার...! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৬ আগস্ট, ২০১৫, ০৩:৫১:১১ দুপুর



আমরা সুখীজন দুঃখের

সকল আগুন ছিন্ন করে.....

আলো চিনিয়ে এনেছি আনব

বন্দীময় শিকল ছিড়ে।

Good Luck

আমাদের অভিঙ্গতা আছে

বাঁধা ডিঙিয়ে আলো ছিনিয়ে আনার,

প্রমান করেছি শত তিক্ততায়ও

মানিনি কখনো অন্যায়ের কাছে হার।

Good Luck

আমরা বাঁধাহীন লেখার

অঙ্গীকার করেছি রেখে হাতে হাত,

নতুন সূর্য ছিনিয়ে আনবই

ভেঙ্গে ছুড়ে অশুভ শক্তির হাত।

Good Luck

কেন আমাদের পথ চলায় বাঁধা নিলজ্জ বোবার পদাঙ্ক করে অনুসরণ??

বাঁধাহীন ভাবে তোমরাও বলতে পারো বোবার মত কেন তোমাদের মনে এতো রক্তক্ষরণ।

Good Luck

জবাব দেয়ার অযোগ্যতা উপস্থাপন

কেন নিলজ্জের মত বারবার?

যোগ্যতার পরিচয় দিয়ে বাঁধাহীন

লিখেতে এসো জানাচ্ছি আহবান আবার।

Skull

সরকারের কালো থাবা কেন এই প্লাটফর্মে পড়ে ঠিক বুঝতে পারছিনা কতশত বাংলা ব্লগ সাইট আছে শুধু সরকারের যত কর্ম সবকিছু সাপোর্ট দিয়ে যাচ্ছে দিনের পর দিন।

এখানে সামান্যতম সমালোচনা হয় হয়তো....!! সমালোচনা হলে সুধরানো সুযোগ তৈরি হয়, সরকার কি অন্ধ হয়ে থাকতে চাই??? যদি তা চাই তা হলে তারা থাকতে পারে.....

সরকার সবাইকে অন্ধকারে রাখতে চাই এটাই বারবার প্রমাণ পাচ্ছি!!! যা কোনো ভাবেই সমর্থন যোগ্য নয়।

সরকারের প্রতি নিন্দা জানাচ্ছি এই অশুভ কাজটির জন্য।

টুডে ব্লগ কর্তৃপক্ষকে জানাচ্ছি সহমর্মিতা!! যারা বারবার আহত হবার পরও তারা সাহসিকতার পরিচয় দিয়েছেন। শুভ কামনা সাথে আছি।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337920
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৪
নাবিক লিখেছেন : মহান আল্লাহ আমাদের সাথে আছেন, কোনো অপশক্তিই আমাদেয় রুদ্ধ করতে পারবেনা, ইনশা-আল্লাহ..
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:০৬
279491
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশা আল্লাহ, আল্লাহ আমাদের সহায় হোন, আমিন।
337923
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১১
এবেলা ওবেলা লিখেছেন : আর কেউ থাকুক আর না থাকুক It Wasn't Me! It Wasn't Me! - আমি আর আব্দুর রহমান ভাই আর আমার প্রাণ প্রিয় আয়শা ভাবি আছি টুডে ব্লগের সাথে -- এইডা আমি হলফ কইরা কইলাম কিন্তু Big Hug Big Hug Big Hug
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:২২
279493
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে দেখবার জন্য আমার মনটা হুহু করে কাঁদে কইতে পারিনা!!! কারন আপনি আপনার পোস্টের মন্তব্যের জবাব দেননা....Praying আপনি সাথে থাকবেন এই কথা হুনার পর মনের ভেতরের অংশে আনন্দে অভিভূত হলাম।

আপনার মন্তব্যে আয়শা নামটা ঠিক থাকলেও আব্দুর রহিমের জায়গায় রহমান বসিয়ে দিয়েছেন!!


আপনাকে দেখার সুযোগ করে দিলে নিজেকে ধন্য মনে করব!

মন্তব্য লিখেছি আমি আব্দুর রহিম। ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৩৯
279495
এবেলা ওবেলা লিখেছেন : আব্দুর রহিম ভাই সরি নাম ভূল লিখার জন্য---- ফেবুতে আমার পরিচিত একজনের সাথে আপনার কথা হয় -- আমি শুনেছি উনাকে আপনার নাম্বার দিয়ে দিয়েন -- আমি আপনাকে কল করব--- ভাল থাকবেন --
২৬ আগস্ট ২০১৫ বিকাল ০৪:৫৫
279497
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক আছে ধন্যবাদ।
337942
২৬ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমার জানা মতে, এই ব্লগে সরকার বিরোধী এমন কোন পোষ্ট আসেনা, যে সরকারকে ভীত সন্ত্রস্ত হতে হয়। এখানের ব্লগারেরা সাধারন বিষয় নিয়েই আগ্রহী। ইসলামী যে পোষ্ট গুলো আসে সেগুলোতেও সরকার বিরোধী-রাষ্ট্রবিরোধী উপাদান থাকেনা।

তারপরও সরকার কেন এতটা আতঙ্কিত বুঝতে সক্ষম হলাম না! সরকারে যদি বিরোধীতার খাতিরে টিপ্পনী, খুনসুটি, সমালোচনার সহ্য করার মত ওজন না থাকে, তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্বটি ভোট বিহীন নির্বাচন করে কেন নিতে গেলেন?
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:৪৮
279541
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
337975
২৬ আগস্ট ২০১৫ রাত ১০:২০
আবু জান্নাত লিখেছেন : ভীতু লোকেরা গাছের ছায়াকেও ভয় পায়।

এই ব্লগে তেমন সমালোচনা না হলেও ওরা মনে করে সরকার বিরোধী তুমুল লড়াই হযে যাচ্ছে।

সুন্দর পোষ্ট, অনেক অনেক ধন্যবাদ
২৬ আগস্ট ২০১৫ রাত ১১:৩০
279548
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক. বলেছেন!,আপনাকেও ধন্যবাদ।
338071
২৭ আগস্ট ২০১৫ দুপুর ০২:০৮
হতভাগা লিখেছেন : আমার মনে হয় টুডের জনপ্রিয়তায় বেশ কিছু ব্লগ সাইট ঈর্ষান্বিত । তারা হয়ত কোন টেকনিকে ফাঁসাচ্ছে প্রতিনিয়ত ।
২৯ আগস্ট ২০১৫ রাত ০২:৪৯
279827
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতেওও পারে......!!Tongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File