সন্তানের প্রতি প্রবাসী বাবার ভালোবাসা.... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২২ আগস্ট, ২০১৫, ১১:৩৮:২০ রাত
নিশ্চয়ই প্রতিটি বাবা তার সন্তানকে খুবই ভালোবাসেন, আমিও ভালোবাসি আমার সন্তানকে.......!
সন্তানকে ভালোবাসার বিভিন্ন ধরন থাকলেও প্রকাশ ভঙ্গিমা ভিন্ন! আমার সন্তানের প্রতি আমার ভালোবাসার সামান্য ভাব প্রকাশ করলাম!!!
ব্লগার " মাহবুবা সুলতানা লায়লা " এর অনুরোধে আজকের এই লেখাটি লিখার প্রয়াস!!
আমি আর সে হবো হবো
হাসি মুখে মুখোমুখি,
সবাই বলাবলি করছে 'এক'ই'
রকম আমার ও তাহার আঁখি!!
আমার মনের স্নিগ্ধ ছোঁয়া
লেগে আছে তাহার অঙ্গে প্রত্যঙ্গে,
আমার কল্পনার সাত রাজ্য
শাসিত হয় একান্ত তাহার সঙ্গে।
যতটুকু দেখে আমার এ চোখ
তারচেয়ে লক্ষগুণ বেশি দেখে মন,
মন দিয়ে তাহাকে দেখে
ভালোবেসে করেছি একান্ত আপন।
আপন মানুষের সাথে কথা হয়
কল্পনায়, তা নিতান্তই মনের শক্তি,
আমার মনের খোরাক সে;
সে আমার প্রতিটি ক্ষণের অতিথি।
মনের ঘর জুড়ে তাহার বিচরণ
অভাব নেই আদর যত্নের!
এতো ভালোবাসা এত মায়া মমতায়
চোখ দুটো ভিজে উঠে ফের!!
ভেজা চোখেও তাহারে দেখি
সে আমার কলিজা সে আমার প্রাণ,
তাহাকে ভালোবাসতে তাহাকে কাছে পেতে
নিজের সাথে নিজে করি অভিমান।
বিষয়: বিবিধ
৭৩৩৯ বার পঠিত, ৩২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা অনেক ভালো লেগেছে। পিলাচ++
কবিতা ভালো লাগাতে প্রিতহলাম! মন্তব্যের জন্য ধন্যবাদ।
আমার সন্তানের জন্য দোয়া চাই, আপনার জন্য শুভ কামনা রহিলো। শুভ ব্লগিং....
মা-শা আল্লাহ
দারুন অনুভূতি, দারুন আনন্দ।
সন্তান মহান আল্লাহর দারুন উপহার।
আমার সন্তানের জন্য দোয়া চাই।
আল্লাহ আপনার মঙ্গম করুন, আমিন।
আপনার মন্তব্যে একটি শব্দ বুঝতে পারিনি!! (আমুদের) শব্দটির অর্থ বুঝিয়ে বললে উপকৃত হব।
ইনশাআল্লাহ পড়বো।
কবিতা সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া/ভাবী
ভালো লাগলো ধন্যবাদ আপনাকে
অনেক মায়া দিয়ে লিখা।
আপনার প্রিয় সন্তানের জন্য দুয়া থাকলো।
পরে কথা হবে ইনশা আল্লাহ।
আরেকজন কবি বলেছেন, "আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে।"
অনেক ধন্যবাদ....
ভাইয়া ছোট ছোট বানানগুলোর দিকে মনযোগ দিন! ছবিতে ভায়ের = ভাইয়ের।
ভাইয়া ছোট ছোট বানানগুলোর দিকে মনযোগ দিন! ছবিতে ভায়ের = ভাইয়ের।
সরি না চেনার জন্য! মাফ করবেন!
জাজাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন