.......যেখানে কেউ কাউকে কাঁদাবেনা অভিমানে✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ জুলাই, ২০১৫, ১২:০৫:৫৯ রাত

একটি ঈদের প্রত্যাশা নিয়ে বছরের পর বছর অপেক্ষা করেছি!! কিন্তু আমার খোঁজ করা ঈদ এখনো খুঁজে পাইনি।

সত্যিকারের ঈদের জন্য হয়তো আরো কয়েকটি যুগ অপেক্ষা করতে হবে.....!

আমার অপেক্ষা শেষ হয়ে যাবে হয়তো হতাশাময় ঈদ দেখতে দেখতে...!!!!

হয়তো মৃত্যু এসে আমাকে নিয়ে যাবে সেই ঠিকানায়, যে ঠিকানায় সবাইকে একদিন যেতে হবে।

আল্লাহর কাছে প্রার্থনা যেন সত্যিকারে ঈদ খুঁজে পাই।।



একটি ঈদ খূঁজেছি আমি

শুধু মাত্র একটি ঈদ,

ধনী গরীব সবে মিলে

গাইবো সুখের গীত।



একটি ঈদ খুঁজছি যেখানে

থাকবে মানবতার চিহ্ন,

ঈদের ছোঁয়ায় তৈরী হবে

শান্তির পশরা অভিন্ন।

Rose

একটি ঈদ খুঁজছি আমি

হিংসা বিদ্ধেষ ধ্বংস হবে সেখানে,

একটি ঈদ খুঁজছি আমি অপেক্ষায়

যেখানে কেউ কাউকে কাঁদাবেনা অভিমানে।

Rose

একটি ঈদ খুঁজেছি আমি যে ঈদে

সবাই সবাইকে ক্ষমা করে আপন করে নেবে,

দুঃখ গুলো মুছে দিয়ে

হাতে হাত বুকে বুক মেলাবে।

Rose

একটি ঈদ খুঁজছি আমি যেখানে

বন্ধন হবে দৃঢ় থেকে দৃঢ় আরো,

ঈমান দৃঢ় করে এক আল্লাহর

উপর, দিন করতে হবে শুরু।

Rose

অতীতের ভুল ভ্রান্তি সংশোধন

করার অঙ্গীকার হোক "উৎসবে ঈদ";

সত্য পথে চলার মনস্থতা নিয়ে

তৈরী হোক সময়ের সংকেত; ভাঙ্গোক নিদ।

Rose

সত্যের পথে চলুক জাগারণের

এই দিপ্ত অভিযাত্রা,

মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ় হোক

সত্য ন্যায়ের সঠিক মাত্রা।





সত্যের উৎস হবে আল্লাহর কোরআন-

মোহাম্মদ ( সাঃ) এর সহী হাদীস,

এই সত্য অনুসরণ করতে পারলে

দুনিয়াতে সুখ, আখেরাতে পাব জান্নাতের হদিস।

বিষয়: বিবিধ

১৩১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330324
১৭ জুলাই ২০১৫ রাত ০২:৩৪
শেখের পোলা লিখেছেন : আপনার কাঙ্খিত ঈদ পেয়ে যাবেন এই কামনা করি৷
১৭ জুলাই ২০১৫ রাত ০৪:৫৫
272554
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
330356
১৭ জুলাই ২০১৫ সকাল ১১:২৩
এ,এস,ওসমান লিখেছেন : সত্যের পিছনে দৌড়াতে থাকুম। ইংশাল্লাহ সত্য আপনাকে ফিরিয়ে দিবে না।

ঈদ মোবারক।
১৭ জুলাই ২০১৫ বিকাল ০৪:৫১
272607
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশা আল্লাহ, আপনাকেও ঈদ মোারক।
330409
১৭ জুলাই ২০১৫ রাত ০৮:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নিশ্চয় আসবে সেই ঈদ।
১৭ জুলাই ২০১৫ রাত ০৮:৫৪
272621
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ইনশা আল্লাহ। ঈদ মোবারক।
330415
১৭ জুলাই ২০১৫ রাত ০৯:৩৭
হতভাগা লিখেছেন : শৈশবের ছবি দিয়েছেন । এই সময়ই তো ঈদের মজা উপভোগের শ্রেষ্ঠ সময় ।

বড় হতে হতে সেটা ফিকে হয়ে আসে ।

ছোট বেলায় মন সরল থাকে , সেজন্য এরকম অকৃত্রিম ছবি এই কালে কোন কঠিন কিছু না ।

বড়দের কোলাকুলি খুব কৃত্রিম এবং ক্যালকুলেটিভ হয়ে থাকে ।
১৮ জুলাই ২০১৫ রাত ১২:৫৪
272644
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ সরল সময় সরণ করিয়ে মন্তব্য করার জন্য। আসলে ছোটবেলার ঈদেই সেরা ঈদ।
330568
১৯ জুলাই ২০১৫ রাত ০১:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ঈদ মোবারক সহ ধন্যবাদ..আবদুর রহিম ভাই।

১৯ জুলাই ২০১৫ রাত ০৩:২৫
272831
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, সাথে ঈদ মোবারক।
330596
১৯ জুলাই ২০১৫ সকাল ০৯:০০
কাহাফ লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
পড়ন্ত ক্ষণের মতই বাসি ঈদ মোবারক...
১৯ জুলাই ২০১৫ সকাল ১১:২১
272859
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঈদ মোবারক বাসি হবার নয়। ধন্যবাদ! আপনাকেও ঈদ মোবারক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File