.......যেখানে কেউ কাউকে কাঁদাবেনা অভিমানে✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৭ জুলাই, ২০১৫, ১২:০৫:৫৯ রাত
একটি ঈদের প্রত্যাশা নিয়ে বছরের পর বছর অপেক্ষা করেছি!! কিন্তু আমার খোঁজ করা ঈদ এখনো খুঁজে পাইনি।
সত্যিকারের ঈদের জন্য হয়তো আরো কয়েকটি যুগ অপেক্ষা করতে হবে.....!
আমার অপেক্ষা শেষ হয়ে যাবে হয়তো হতাশাময় ঈদ দেখতে দেখতে...!!!!
হয়তো মৃত্যু এসে আমাকে নিয়ে যাবে সেই ঠিকানায়, যে ঠিকানায় সবাইকে একদিন যেতে হবে।
আল্লাহর কাছে প্রার্থনা যেন সত্যিকারে ঈদ খুঁজে পাই।।
একটি ঈদ খূঁজেছি আমি
শুধু মাত্র একটি ঈদ,
ধনী গরীব সবে মিলে
গাইবো সুখের গীত।
একটি ঈদ খুঁজছি যেখানে
থাকবে মানবতার চিহ্ন,
ঈদের ছোঁয়ায় তৈরী হবে
শান্তির পশরা অভিন্ন।
একটি ঈদ খুঁজছি আমি
হিংসা বিদ্ধেষ ধ্বংস হবে সেখানে,
একটি ঈদ খুঁজছি আমি অপেক্ষায়
যেখানে কেউ কাউকে কাঁদাবেনা অভিমানে।
একটি ঈদ খুঁজেছি আমি যে ঈদে
সবাই সবাইকে ক্ষমা করে আপন করে নেবে,
দুঃখ গুলো মুছে দিয়ে
হাতে হাত বুকে বুক মেলাবে।
একটি ঈদ খুঁজছি আমি যেখানে
বন্ধন হবে দৃঢ় থেকে দৃঢ় আরো,
ঈমান দৃঢ় করে এক আল্লাহর
উপর, দিন করতে হবে শুরু।
অতীতের ভুল ভ্রান্তি সংশোধন
করার অঙ্গীকার হোক "উৎসবে ঈদ";
সত্য পথে চলার মনস্থতা নিয়ে
তৈরী হোক সময়ের সংকেত; ভাঙ্গোক নিদ।
সত্যের পথে চলুক জাগারণের
এই দিপ্ত অভিযাত্রা,
মৃত্যুর আগ পর্যন্ত দৃঢ় হোক
সত্য ন্যায়ের সঠিক মাত্রা।
সত্যের উৎস হবে আল্লাহর কোরআন-
মোহাম্মদ ( সাঃ) এর সহী হাদীস,
এই সত্য অনুসরণ করতে পারলে
দুনিয়াতে সুখ, আখেরাতে পাব জান্নাতের হদিস।
বিষয়: বিবিধ
১৩১৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদ মোবারক।
বড় হতে হতে সেটা ফিকে হয়ে আসে ।
ছোট বেলায় মন সরল থাকে , সেজন্য এরকম অকৃত্রিম ছবি এই কালে কোন কঠিন কিছু না ।
বড়দের কোলাকুলি খুব কৃত্রিম এবং ক্যালকুলেটিভ হয়ে থাকে ।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ.....
পড়ন্ত ক্ষণের মতই বাসি ঈদ মোবারক...
মন্তব্য করতে লগইন করুন