সত্য কথায় সব সময় যেন হই আমরা একমত....! (কথা ও ছবি ব্লগ) ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ জুলাই, ২০১৫, ০৭:১৭:৪৪ সকাল
আমরা নিজের জানাটা শেষ জানা হিসাব করে বসে থাকি! অন্য কারোর জানাটি যেন অগ্রহণযোগ্য! ! যতই জানা থাকনা কেন আপনার বা আমার ভুল থাকতেই পারে যা আমরা শিকার করতে চাইনা।
আমাদের জ্ঞানের সিমাবদ্ধতা আছে, সিমাবদ্ধতার কথা বিবেচনা করে আমাদের এগিয়ে যাওয়া উচিৎ...।
জানতে চাই জানাতে চাই..... এই শ্লোগান বুকে ধারন করে এগিয়ে যেতে চাই। সত্যের পথ খুঁজে নিতে চাই আনন্দের সাথে।
জানতে চাই জানাতে চাই তাই
আমার প্রতি অনেকে হয় কুব্ধ
ভাবি একাকি বসে
কবে হব আমরা পরিশুদ্ধ ?
আমি জানতে চাইলেও
তার অবিব্যক্ত জানাতে কষ্ট ,
জানাতে চাইলে বিরক্তি তার
আমি দেখেছি স্পস্ট ।
জানতে শুনতে যদি
হই বিরক্তি বদ্ধ ,
বুঝতে পারবনা সত্য
হব আমরা চোখ থাকিতে অন্ধ ।
অন্ধ হলে মন্দ হবে
রোজ হাসরের দিন ,
সত্য না মানলে কোন কাজে-
আসবে না এ পৃথিবীর ঋণ ।
''তাই'' জানাতে চাই জানতে চাই
পৃথিবীর কাজ যেন হয় ইবাদত ,
সত্য কথায় সব সময়
যেন হই আমরা একমত ।
সত্য কি ? সত্য কোরআন ও সহী হাদীস
সত্য আল্লাহ রশুল সাঃ এর নিষেধ-আদেশ ,
সত্যের আদেশ -নিষেধ না মেনে
কেন করব এই জীবন শেষ ?
[img]http://www.bdfirst.net
''জীবন'' তো একদিন গ্রহন
করবে মিত্যুর স্বাদ ,
জীবনের উদ্দেশ্য জানতে-জানাতে
আমাদের মন কেন এতো অবরোদ্ধ ?
কেন জানিনা জানবনা বলে
আমরা নিশ্চিন্তে বসে থাকি ?
আল্লাহ বলেছেন মিত্যুর
আগপর্যন্ত জানার আছে বাকী ।।
বিষয়: বিবিধ
২০২৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সত্য বলতে বলতে আল্লাহর নিকট বান্দা সত্যবাদি হিসেবে গন্য হয়।
জাজাকাল্লাহ।
টেকানোর জন্য কোন প্রশ্ন তৈরী হবার আগে যেন আমি শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি....।
আল্লাহ আমাদের সত্য কথা বলার তাওফীক দান করুন। আমিন।
এটার দুইটা রুপ আছে তিতা বা সত্য ও মিথ্যা বা মিষ্টি ।
মানুষ তিতার চেয়ে মিষ্টি খেতে বেশী পছন্দ করে , অথচ লাভ হয় তিতাতেই বেশী।
আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
আরবীতে প্রবাদ আছেঃ شفاء العي السؤال অজ্ঞতার চিকিৎসা হল প্রশ্ন করা।
সুন্দর পোষ্টির জন্য শুকরিয়া।
মন্তব্য করতে লগইন করুন