আমার দিন করতে চাই শুরু.....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০২ জুন, ২০১৫, ০৮:২৮:৪০ রাত
চার দিকে শত্রু আমার
সত্য কথা বলার দোষে,
শত্রুরা কথায় কথায় কৌশলে
আমাকে উত্তিজিত করতে চাই নিমিষে।
আমি ধৈর্য্য ধরি নিজের
ভেতরে যত্ন করে মনকে,
সত্য উপস্তাপন করে জুলুম
আর মিথ্যাকে দিতে চাহি রুখে।
অন্যের হক ত্যাগ করতে
যাদের মন ধন্ধে করে উড়ুউড়ু ,
তাদেরকে সত্য এবং বাস্তবতা দেখিয়ে
আমার দিন করতে চাই শুরু।
সত্য গুলোকে মিথ্যা দিয়ে ডেকে
ছলচাতুরীর আশ্রয় নেয় কেউ কেউ সহজে,
অন্যায় ছলচাতুরী দেখে নিজের
ভেতর নিজেকে লুকাতে চাই লাজে!
লাজ লুকাতে না পেরে তাদের বলি
এ হক আমার' তোমার নহে জেনে নাও সত্য?
না জানার ভান করে
মানুষের চরিত্রে নয় আর পশুত্ব।
সত্য জেনে সত্যকে পায়ে দলে
হয় যদি জীবনের কর্ম ও রোজগার ,
বহন করতে হবে রোজ হাশরে
বাম হাতে গুনার পাহাড়।
সত্যের পথে বাঁধা নয়
হতে হবে ত্যাগী দিতে হবে উৎসাহ,
না হয় আগামী প্রজম্মের পক্ষ হতে পাবে
ঘৃণা ধিক্কার প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়বে বিরহ।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ৪৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুভেচ্ছা।
আসুন চুক্তি করি আমি প্রথম কমেন্ট করলে ২ নং টি আপনার জন্য বরাদ্ধ রাখবো আর আপনি করলে ১ম টি আমার জন্য বরাদ্ধ রাখবেন রাজি
ফুল দিলাম
গুড গুড গুড
(ভাইয়া+ভাবীকে সময় দিচ্ছে তাই আমি এখানে প্রক্সি দিচছি )
সত্য জেনে সত্যকে পায়ে দলে
হয় যদি জীবনের কর্ম ও রোজগার ,
বহন করতে হবে রোজ হাশরে
বাম হাতে গুনার পাহাড়।
সত্য জেনে সত্যকে পায়ে দলে
হয় যদি জীবনের কর্ম ও রোজগার ,
অনেক সুন্দর কবিতা ।তবে উপরের চার লাইন খুব বেশি ভাল লেগেছে ভাইয়া ।
অনেক ধন্যবাদ ভাইয়া / ভাবী
মন্তব্য করতে লগইন করুন