ঐক্যবদ্ধ হব, ঐক্য ধরে রাখবো এটাই হোক সত্যের জন্য প্রতিঙ্গা✔✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ মে, ২০১৫, ০৮:০৮:১৮ রাত



ঘুমানোর সময় নয় এখন

সময় এখন ঐক্য গড়ার,

ন্যায়ের পথে চলবো আমরা

অন্যায়ের কাছে মানবোনা হার।

Thumbs Up Big Grin Cheer Rose Hurry Up

আলেম নামের কিছু কুলাঙ্গারের অপপ্রচার

ভাঙ্গতে পারবেনা আমাদের মনবল,

আমাদের ঐক্য আমাদের সততা

কুলাঙ্গারের বুকে জ্বালবে অনল।

Thumbs Up Big Grin Cheer Rose Hurry Up

সত্যের আলো ছড়াবো আমরা

মিথ্যার শক্তি গুলো পায়ে দলে,

ন্যায়ের জন্য জড়ো হবো আমরা

প্রতিনয়ত সত্যের ছায়া তলে।

Thumbs Up Big Grin Cheer Rose Hurry Up

সত্যের পথে যদি আসতে চাও

জানায় হে পদযাত্রী তোমায় স্বাগতম,

সত্য ন্যায়ের জন্য লড়াই করে

যাবে? যাক.... মোর ধম।

Thumbs Up Big Grin Cheer Rose Hurry Up

ঐক্যবদ্ধ হব, ঐক্য ধরে রাখবো

এটাই হোক সত্যের জন্য প্রতিঙ্গা,

সত্যের পথে চলতে গিয়ে

নয় আর অবহেলা নয় আর অবঙ্গা।

Thumbs Up Big Grin Cheer Rose Hurry Up

সত্যের উপর সচল থাকবো

যত দিন দেহে থাকবে নিঃশ্বাস,

সত্যের আলো দিয়ে সমাজে

গড়বো ন্যায়ের আবাস।

Thumbs Up Big Grin Cheer Rose Hurry Up

বিষয়: বিবিধ

১৪২৭ বার পঠিত, ৪৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

323112
২৮ মে ২০১৫ রাত ০৮:১৫
ছালসাবিল লিখেছেন : আমি আছি ভাইয়া Applause তবে এটি খুউউব ই কঠিন একটি কাজ Broken Heart কেননা হুজুররা সব করতে রাজি তবে গোড়ামি ছাড়তে রাজি নয় Crying
২৮ মে ২০১৫ রাত ০৯:৩৪
264395
আবু জান্নাত লিখেছেন : সালাম জনাব। হুজুরদের বাদ দিয়ে কি সত্যের আলো ছড়ানো যায় না? একমাত্র হুজুররাই কি আপনাদের পথে বাধা হয়ে দাড়িয়েছে? লীগরাই মনে হচ্ছে আপনাদের পথে বড় বাধা, বড় হুজুর গোঁড়া তাই না
হুজুররা সব করতে রাজি তবে
গোড়ামি ছাড়তে রাজি নয়
এ কথা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন? ছালসাবিল মিয়া।
২৮ মে ২০১৫ রাত ০৯:৩৯
264397
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, ফিতনা দিয়ে ভর্তি চারিপাশ। আর হুজুররা নিজেদের অবস্থানে কড়া। কথায় আছে দুইজন লোক ঘুমাতে পারে একসাথে কিন্তু দুই হুজরি নাকি ঘুমাতে পারে না। Crying
তবে সবাই এর আওতায় পরে না। ভালো হুজুরো আছে ভাইয়া সেটাই বুঝাতে চেয়েছি। Crying
২৯ মে ২০১৫ রাত ১২:৩৮
264448
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেতো পাওয়া গেলোনা!!!
323115
২৮ মে ২০১৫ রাত ০৮:৩১
ছালসাবিল লিখেছেন :


২৮ মে ২০১৫ রাত ০৮:৩৭
264371
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হাত একটা নাড়াচাড়া করে কেরে.....???
২৮ মে ২০১৫ রাত ০৮:৪১
264374
ছালসাবিল লিখেছেন :

২৮ মে ২০১৫ রাত ০৮:৫০
264379
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এভাবে ভয় দেখালে ব্লগ ছেড়ে পালাতে হবে....Good Luck
২৮ মে ২০১৫ রাত ০৮:৫৫
264383
ছালসাবিল লিখেছেন : Tongue Tongue Tongue Crying
২৮ মে ২০১৫ রাত ০৮:৫৭
264385
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার দাওয়াত রহিলো ফেসবুকে..... আসবেন?
২৮ মে ২০১৫ রাত ০৯:১৯
264387
ছালসাবিল লিখেছেন : নেহি ভাইয়া হাম নেহি আয়েনগা Tongue হামার কইফেসবুক নাই হ্যায় Love Struck
২৮ মে ২০১৫ রাত ০৯:৩৬
264396
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তা হলে কিতা করমু?
২৮ মে ২০১৫ রাত ০৯:৪১
264398
ছালসাবিল লিখেছেন : ব্লগিং ব্লগিং। Love Struck তবে আপনার আইডির লিংকটি দিন সেভ কোরে রাখি কখন গেলে দেখা কোরবো ভাইয়া Love Struck
323119
২৮ মে ২০১৫ রাত ০৯:০৩
আবু জান্নাত লিখেছেন :
আলেম নামের কিছু কুলাঙ্গারের অপপ্রচার
ভাঙ্গতে পারবেনা আমাদের মনবল

একটু বুঝিয়ে বলুন ভাইয়া, ধন্যবাদ
২৮ মে ২০১৫ রাত ০৯:৩০
264392
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : http://m.somewhereinblog.net/mobile/blog/zah_maha/29803566 এখানে কিছু তথ্য আছে....
২৮ মে ২০১৫ রাত ০৯:৪৮
264402
আবু জান্নাত লিখেছেন : যদি এভাবে
আলেম নামের কিছু কুলাঙ্গারের অপপ্রচার না লিখে সরাসরি তার নাম উল্লেখ করতেন, অথবা ওলামা লীগ লিখতেন তাহলে অন্তত আমার মত কিছু অধম অন্তরে ব্যথা পেত না। ধন্যবাদ।
২৯ মে ২০১৫ রাত ১২:৩৭
264447
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরাসরি বলার দরকার কি? সরাসরি বললে শুধু একদিকে আক্রমণ হবে...... মাজার পন্থীরা কি করছে? আরো অনেক আছে..... দুদিন আগে দেখলাম দরবেশর কেরামতি রাজনৈতিক দল গঠন করে ৩ বছরের মাথায় সরকার ঘটন করার ঘোষণা!!!
আরো বলল আওয়ামী লীগকে ওনার ক্ষমতা বলে সরকারে বসিয়ে রেখেছেন!!!! আরো অনেক আছে.....
323133
২৮ মে ২০১৫ রাত ১০:২৬
তবুওআশাবা্দী লিখেছেন : কোনো কারণে লিঙ্কের ফটোগুলো দেখতে পালাম না|কিন্তু মাওলানা সাহেবের নাম শুনেই বুঝেছি | দুয়া করি আল্লাহ যেন এই দিনগুলো দূর করে দেন তাড়াতাড়ি|
২৮ মে ২০১৫ রাত ১০:৩০
264414
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আবার চেষ্টা করে দেখুন!!
323136
২৮ মে ২০১৫ রাত ১০:৪১
এ,এস,ওসমান লিখেছেন : আনবে তুমি বয়ে আলো
যদি সঙ্গে কোরআন রাখো।

আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
২৯ মে ২০১৫ রাত ১২:৩০
264445
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
323158
২৯ মে ২০১৫ রাত ১২:২২
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : চমৎকার
২৯ মে ২০১৫ রাত ১২:৩১
264446
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
323188
২৯ মে ২০১৫ রাত ০২:২৯
সন্ধাতারা লিখেছেন : Salam. Wonderful writing. Jajakallah
২৯ মে ২০১৫ সকাল ১১:৩২
264580
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ আপু...... আপনার উপস্থিতি সত্যিই আনন্দের।
323196
২৯ মে ২০১৫ রাত ০৩:৩৯
সাদিয়া মুকিম লিখেছেন : এটাই হোক সত্যের জন্য প্রতিজ্ঞা

সত্যের পথে চলতে গিয়ে

নয় আর অবহেলা নয় আর অবজ্ঞা
চেতনাজাগানিয়া কবিতা পোস্টের জন্য শুকরিয়া!

জাযাকাল্লাহু খাইর!
২৯ মে ২০১৫ সকাল ১১:৪১
264582
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সামান্যতম চেষ্টা.... পড়াও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
323200
২৯ মে ২০১৫ রাত ০৩:৪৫
কাহাফ লিখেছেন :
জালেমের আবয়বে জালেম খুবই ভয়ংকার হয়!
নামধারী আলেম থেকে বেচে থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই!
আল্লাহ আমাদের স হায় হোন!আমিন!!
২৯ মে ২০১৫ সকাল ১১:৪২
264584
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চুম্মা আমিন।
১০
323201
২৯ মে ২০১৫ রাত ০৩:৪৬
কাহাফ লিখেছেন :
'জালেমের আবয়বে আলেম' পড়তে হবে!
ভূল টাইপ হয়েগেছে!
২৯ মে ২০১৫ সকাল ১১:৪৪
264585
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভুল হতে পারে..... আপনার কথাটি বুঝতে পারিনি বুঝিয়ে বলুন সুধরে নেব। ধন্যবাদ।
১১
323206
২৯ মে ২০১৫ রাত ০৪:০৮
লজিকাল ভাইছা লিখেছেন : সন্ধাতারা লিখেছেন : Salam. Wonderful writing. Jajakallah
কাহাফ ভাই বলেছেন "নামধারী আলেম থেকে বেচে থেকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই!
আল্লাহ আমাদের সহায় হোন!আমিন!!"

আমি উনাদের সাথে একমত, আপনার সাথেও একমত। আমীন। জাযাকাল্লাহু খাইর।

২৯ মে ২০১৫ সকাল ১১:৪৫
264586
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ঐকমতের জন্য, শুভকামনা।
১২
323209
২৯ মে ২০১৫ রাত ০৪:৩৭
সাদাচোখে লিখেছেন : আমাদের দরকার আজকের ইবনে তাইমিয়াহ রহঃ টাইপের আলেম - রাজদরবার উজ্জল করা আলেম নয়।

পাবলিকলী ঐক্য ধরে রাখার জন্য দরকার ঐ প্ল্যাটফরম - যা কোরান ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। যেখানে মাজহাব, মত ও পথ ইত্যাদির উপস্থিতি নেই।

মাজহাব, মত ও পথ ইত্যাদিকে সামহাউ প্রাইভেট লাইফে পাঠাতে পারলে সেই ঐক্য সম্ভব।

কিন্তু বাস্তবতা বলে উম্মাহ তা চাইলেও প্রাকটিক্যালি তা অসম্ভব। যদিও আল্লাহ চাইলে - তা যে কোন সময় ই সম্ভব।

ধন্যবাদ কঠিন বিষয়ে এমন ছন্দোবদ্ধ লিখা পড়তে দেবার জন্য।
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৪২
264639
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
পাবলিকলী ঐক্য ধরে রাখার জন্য দরকার ঐ প্ল্যাটফরম - যা কোরান ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত। যেখানে মাজহাব, মত ও পথ ইত্যাদির উপস্থিতি নেই। .......একমত, মাযাহাবকে উপরে তুলতে গিয়ে ইসলামকেই তারা নিচে নামিয়ে দিচ্ছে!!! যদিও ইসলাম জীবন বিধান হিসাবে সব সময়ই অন্য সব জীবন বিধানের উপরে থাকবে।

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
১৩
323222
২৯ মে ২০১৫ সকাল ০৯:১১
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন আব্দুর রহীম ভাই। আচ্ছা ভাবি কি একদমই লিখেন না? না; মানে উনার কোন লেখা এখনও পড়িনিতো তাই জানতে চাইলাম।
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৪৩
264640
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : খুব বেশি লিখেনা ওনি খুবই অল্প লিখে.....
১৪
323234
২৯ মে ২০১৫ সকাল ১১:২৪
ঝিঙেফুল লিখেছেন : ভালো লাগলো Rose
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৪৪
264641
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৫
323247
২৯ মে ২০১৫ সকাল ১১:৫৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম চমৎকার পোস্ট, জাজাকাল্লাহুল খাইরান।
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৪৫
264642
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধন্যবাদ এই অধমের লেখাটি মূল্যায়ন করার জন্য।
১৬
323271
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৫২
আফরা লিখেছেন : আমার কমেন্ট গেল কই ভাইয়া ?
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৫৪
264643
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সরি!! আপনি কমেন্ট করেছিলেন? আমিতো দেখিনি!!!
২৯ মে ২০১৫ দুপুর ০৩:৫৭
264646
আফরা লিখেছেন : না ভাইয়া আমি দুষ্টামি করেছি । আমি এত পিছনে পড়লাম কেন তাই !

কবিতা ভাল লেগেছে ধন্যবাদ ভাইয়া ।
২৯ মে ২০১৫ বিকাল ০৪:১৫
264649
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১৭
323282
২৯ মে ২০১৫ বিকাল ০৫:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগল। ধন্যবাদ,কবি।
১৮
323461
৩০ মে ২০১৫ বিকাল ০৫:২০
মোহাম্মদ লোকমান লিখেছেন : সত্যের উপর সচল থাকবো

যত দিন দেহে থাকবে নিঃশ্বাস,

সত্যের আলো দিয়ে সমাজে

গড়বো ন্যায়ের আবাস।
আমীন।
জাযাকাল্লাহ্ খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File