আমার স্কুলের শিক্ষক ও আমি....!! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ এপ্রিল, ২০১৫, ০৮:২৮:১৪ রাত
মনের দরজা খুলতেই শুনলাম স্বপ্নের আত্ম চিৎকার যা প্রকাশ্যে
বলা মোটেও নিরাপদ নয় ,
তবুও ব্লগ এর মত প্রকাশনা পেয়ে সাহসের মাএাটা শূন্য থেকে সামনে
বাড়তে শুরু করেছে ! যদিও পুরটা লিখতে পারব কিনা সন্দেহ আছে !!
[১] যখন স্কুলে পড়তাম তখন স্যারের মারের ভয়ে পড়া শিখতাম ,
পড়া শিখতে গিয়ে মনে মনে প্রশ্ন করতাম
অমুক স্যারের মৃত্যু কেন হয়না ? ভাবতাম স্যারের মৃত্যু হলে
পড়া শিখার মত যন্ত্রনা থেকে মুক্তি পেতাম !!
উল্লেখ্য আমাদের স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার যে স্যারটি ছিল সে
অনেক কড়া এবং বাস্তবতার সাথে মিলিয়ে আমাদের পরিচ্ছন্ন ভাবে শিক্ষাদান করতেন। সে আমাদেরকে কোরআনের ছোট ছোট সুরা থেকে শুরু করে
নামাজ পড়ার জন্য যা যা দরকার শিখাতেন।
মাঝে মাঝে ভাবতাম স্যারটা আসার আগে স্কুল ত্যগ করি !
দৃতীয় দিন আসলে মার খেতে হবে ভেবে শান্ত হয়ে বসে পড়তাম !!
[২] যদিও ধৈর্য্যের ফলাফল পেয়ে আজ মনে মনে ভাবি
আমার স্কুলের শিক্ষক আমাকে যা দিয়েছে
তা আমার সরা জীবনের কর্ম দিয়েও আমি সোধ করতে পারবনা !!
মাঝে মাঝে আক্ষেপ হয় মনে কেন শিক্ষক হলামনা হতে পারলামনা??
[৩] আজকের সময়ে হয়তো ইসলাম ধর্মকে গুরুত্ব সহকারে
শিখাতে গেলে মৌলবাদী উপাদী অথবা যুদ্ধ অপরাধীর লিষ্টে নাম
এসে যেতে পারে ।
[৪] এখন শিক্ষা প্রতিষ্টানে বীনা দোষে ছাত্ররা শিক্ষকদের
উপর হাত তুলছে , লাঞ্ছিত করেছে শিক্ষকদের !!
বিঃদ্রঃ লেখাটি অন্য একটি ব্লগে প্রকাশিত হয়েছিল!
তারিখ ছিল ২৫ শে জানুয়ারি, ২০১৩ '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
'''''''''''''''''''''''''''''''''''
''''''''''''''''''''''
''''''''''''
'''''''
''''
'''
''
'
এখানে ঘটনার মূল অংশ এডিট করা হয়েছে সময়ের হাত ধরে।।
বিষয়: বিবিধ
১০৮৫ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে রাজনীতির রং মেখে কিছু শিক্ষক নৈতিকতা হারিয়ে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছেন।
প্রাইমারিতে অংক নুরুন্নাহার ম্যাডাম ছিলেন ভয়ংকর বদমেজাজি! হাইস্কুলে ইংলিশ স্যার প্রচন্ড কড়া! মনে পড়ে গেলো উনাদের কথা! তবে ইসলাম শিক্ষা স্যার খুবি অমায়িকছিলেন এবং আমাদের সবাইকে খুব সুন্দর করে বুঝাতেন! চমৎকার শেয়ারের জন্য জাযাকাল্লাহু খাইর!
না হলে বে-লাইনে চলে গেলে বড় হবার পর তা আর সঠিক পথে আনা যাবে না ।
নেই পুরোনো দিন,
যায়না শিশু মক্তবে আজ
শিখতে প্রভুর দ্বীন।
ভোরের আজান শুনে আজ আর
হয়না ফজর পড়া,
কোরান হাদিস মেনে আজ আর
হয়না সে দ্গীন গড়া।
ওমর ওসমান আইয়ুবী আর
হয়না জম্ন ঘরে,
নেই আজি প্রত্যেকে মোরা
প্রত্যোকেরি তরে।
...সময় নেই। বাকীটা পরে
ভাল লাগল পড়াটা পড়ে। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন