Unlucky I Don't Want To See Hurry Up Rose Roseবিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... Unlucky I Don't Want To See Hurry Up Rose Rose✔✔✔আব্দুর রহিম (পর্ব ৯)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ এপ্রিল, ২০১৫, ০৮:০০:২৪ রাত

আব্বু মেয়েটির পরিবারের লোকজনদের আরো জিজ্ঞেসা করলো ঐ মাতাব্বরের সাথে তাদের কোন রকম পূর্ব শত্রুতা আছে কিনা...। মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানো হলো.........



বৈশাখ মাসের প্রথম দিকে জমির ধানক্ষেতে গরুর ধান খাওয়া নিয়ে বিতর্ক হয়েছিল! ঐ মাতাব্বর গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে বাধিয়ে ছিলো বড় গন্ডোগোল! গরুর ধান খাওয়ার অপরাধে গরুর দুপায়ের (কুর) কেটে দিয়ে ছিলো!





এ নিয়ে বাকবিতণ্ডা হয়েছিল মেয়েটির পরিবারের সাথে। বাকবিতণ্ডা হওয়ার পর চেয়ারম্যানের কাছে বিচার চাইতে যাই মেয়েটির পরিবার....।

বিচার চেয়ে আবেদন করে মেয়েটির পরিবার....

চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে ঐ মাতাব্বরকে নালিশের ব্যাপারে অবহিত করে....। অবহিত করার পর মেয়েটির পরিবারকে ঐ মাতাবব্বর হুমকি দিয়ে যাচ্ছিল নালিশ উঠিয়ে নেয়ার জন্য, নালিশ উঠিয়ে না নিলে পরিনাম ভালো হবেনা ইত্যাদি ইত্যাদি!!

এদিকে মেয়েটির পরিবার আর্থিক ভাবে খুবই দূর্বল, মেয়েটির পরিবারের সদস্যগন আতংকিত হয়ে পড়ে! কি করবে মাতাবব্বরের অতীত ইতিহাসের দিকে থাকালে নালিশ উঠিয়ে নেয়া ছাড়া উপায় নেই। শেষ পর্যন্ত নালিশ উঠিয়ে নেয়ার জন্য মন স্থির করে মেয়েটির পরিবার।

কথা গুলো শুনে আব্বু রাগে ক্ষোভে নিজেকে শান্ত রাখতে পারছিলেন না.......

রাগ ও ক্ষোভ শারীরিক ভাষায় প্রকাশ পাচ্ছে আব্বুর!!!

মেয়েটির পরিবারঃ নালিশ উঠিয়ে নেয়ার জন্য মন স্থিররতা আব্বু কিছুতেই মেনে নিতে পারেনি!

মেয়েটির পরিবারের লোকজন চেয়ারম্যানের বিচারালয়ে যায়, গিয়ে চেয়ারম্যানকে বলে আমরা নালিশ উঠিয়ে নিতে চাই...!!! চেয়ারম্যান হতবাক হয় কথা শুনে.... চেয়ারম্যান প্রশ্ন করে মেয়েটির পরিবারের লোকজনকে আপনাদের কি ক্ষতি পূরণ দিয়েছেন ওনি (মাতাবব্বর)..... ওরা ভয়ে ভয়ে বলে না!! ক্ষতি পূরণ না পেলে আপনারা নালিশ উঠিয়ে নিচ্ছেন কেন...?

উঠিয়ে নিচ্ছি ওনার সাথে আমরা পেরে উঠবো না তাই...! চেয়ারম্যান রাগান্বিত হয়ে বলে উঠে আপনারা নিজেদের কাছে আর কত হারাবেন? এবার জিততে শিখুন...!

মেয়েটির পরিবারের লোকজন দৃমুখী ভাবনায় পড়ে গেলেন, কি করবে এখন, কি করা উচিত, চেয়ারম্যানের কথা শুনে কিছুটা সাহস এলো.....। শেষ পর্যন্ত নালিশ না উঠিয়ে বাড়ি ফিরে গেলেন।



আব্বু কথা গুলো শুনে এর পরের ঘটনা জানার জন্য উদগ্রীব হয়ে উঠে...।

চেয়ারম্যান গ্রাম পুলিশকে পাঠায় নালিশের ব্যাপারে অবহিত করার জন্য। গ্রাম পুলিশ মাতাব্বরের কাছে গেলে মাতাব্বর গ্রাম পুলিশকে ধমক দেন! বলেন চেয়ারম্যানকে বলিস ওনাকে চেয়ারম্যান আমি বানিয়েছি সব বিচার করতে বলিস আমার বিচার নয়!!!

গ্রাম পুলিশ মাতাব্বরের কথা শুনে থমকে গেলেন..... মনে মনে বললেন আরে....এ কি চেয়ারম্যানকেও ধমক দেয়ার মানুষ আছে ইত্যাদি ইত্যাদি.....!!

গ্রাম পুলিশ চেয়ারম্যানের কাছে এসে ঘটনা বলে....। চেয়ারম্যান অবশ্য মাতাব্বরের ব্যপারে আগে থেকে অবগত। পরের দিন চেয়ারম্যান অন্য এক গ্রাম পুলিশকে পাঠালেন চিঠি দিয়ে....। চিঠিতে কি লেখা ছিলো জানা যাইনি...!



এসব শুনতে শুনতে আব্বু চেয়ারম্যানের প্রতি আন্তরিক হচ্ছে..।

মাতাব্বর গ্রাম পুলিশকে জানালো ঠিক আছে। তারিখঃ...এ আসবে.... চেয়ারম্যানের পক্ষ হতে মেয়েটির পরিবারকে জানালো তারিখঃ এর কথা...

যথাযথ তারিখে উপস্থিত হয় দুপক্ষ চেয়ারম্যানের বিচারালয়ে...।

বিচারের শুনানি হচ্ছে.... ১ম পক্ষ ২য় পক্ষ.... শুনানি শেষে বিচারের রায়....! চেয়ারম্যান লিখিত রায় পড়ে শুনালেন। মেয়েটির লোকজনের পক্ষে এলো বিচারের রায়....। বিচারালয়ে উপস্থিত লোকজন খুশি.....। শুধু মাত্র মাতাব্বরের চামচা ও মাতব্বর ছাড়া!!

ঐ সময় থেকে মাতাব্বর মেয়েটির পরিবারের বিপক্ষে অবস্থান.....।

পাঠক এতক্ষন সুবিচারের কিছু নমুনা পেলন... .!

বিচারের সাপ্তাহ দশ দিনের মাথায় মেয়েটির একমাত্র ভাই বড় ভাইকে সুকৌশলে মাতাব্বর তার কাছে নিয়ে গেলেন এবং বললেন তোরে কতবার বলেছিলাম নালিশ তুলে নিতে কিন্তু তুই নালিশ না তুলে আমার সাথে.... ইত্যাদি ইত্যাদি.....!!!

তর্কবিতর্কে ক্ষিপ্ত হয়ে মেয়েটির বড় ভাইকে লোকজন দিয়ে (মাতাব্বর) হত্যা করে....!!

এ এক দৃশ্য যা বর্ণনা উপযোগী নয়। গ্রামবাসী মিলে মেয়েটির বড় ভাইকে কবর দিয়ে আসে।

মৃত্যুর ঘটনা চেয়ারম্যানকে অবহিত করা আছে... কবর দেয়ার দুদিন পরে চেয়ারম্যানের কাছে পুর্নাঙ্গ বিচার আবেদন করে।

চেয়ারম্যান পরামর্শ দেয় থানায় মামলা করতে.... চেয়ারম্যানের পরামর্শ শুনে থানায় মামলা.......

মামলার বিবরণ দেখে ওসি থমকে দাড়ায়! মানে.... ওসির সাথে মাতাব্বরের পুরনো কাতির......!!

বাকিটুকু আগামী পর্বে.....

৮ম পর্ব পড়ার জন্য এখানে ক্লিক করুন...... http://www.today-bd.net/blog/blogdetail/detail/9615/nor15/63802#.VS-Rp3OoVAg

বিঃদ্রঃ পাঠক আমাদের দেশে থানায় সবচেয়ে বেশি কাতির চলে.... ক্ষমতার কাতির, টাকার কাতির, আরো অনেক কাতির আছে যা প্রকাশ করলে অশ্লীল শব্দ এসে যাবে......! আগামী পর্বে কাতির ও মামলা বিষয় তুলে ধরবো।

বিষয়: বিবিধ

২৯৩০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315349
১৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৭
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগছে লিখতে থাকুন। ধন্যবাদ।
১৬ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫০
256416
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ উপস্থিতি জানিয়ে যাবার জন্য।
১৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫০
256422
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Don't Tell Anyone Crying Crying
315354
১৬ এপ্রিল ২০১৫ রাত ১০:২৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : শিরোনামের সাথে ভিতরে একটু ভিন্ন বৈকি তবে বেশ ভালো লাগলো। চালিয়ে যান।
১৬ এপ্রিল ২০১৫ রাত ১১:০১
256419
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আগের পর্ব গুলো পড়লে শিরোনামের একাত্বতা খূঁজে পাবেন! খূঁজে পাবেন আচার্য কিছু সমাজের কুসংস্কার, আশা করি আগের পর্ব গুলো পড়ে শিরোনামের ছায়া খূঁজে নেবেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।
315357
১৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৪২
কথার_খই লিখেছেন : এটা কোন বিষয় বিত্তিক মন্তব্য নয়!!! লেখাটি টুডে ম্যাগাজিনে শেয়ার করা হয়েছে তাই এই লেখাটি শেয়ার করলাম।

৬৭ টি কবিরা গুনাহ.... জেনে নিন..... এক সাথে...

মুসলিমকে কাফির বলার ফিতনা, এটি একটি বড় ও প্রাচীন ফিতনা। এই ফিতনার সৃষ্টি করেছিল অনেক নামধারী মুসলিমের মধ্যেই কুফর ও শিরক বিদ্যমান। সমাজের অনেক মানুষই নিজেকে মুমিন ও ‪‎তাওহীদে‬ বিশ্বাসী বলে দাবী করার পরও বিভিন্ন প্রকার শিরক ও কুফরে লিপ্ত থাকেন। তাদের এ সকল কর্ম শিরক অথবা কুফর বলে নিশ্চিত জানার পরও এদেরকে কাফির বা মুশরিক বলার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা ইসলামের নির্দেশ। উগ্রপন্থীরা গুনাহগার মুসলিম ব্যক্তিকে কাফির বলে ফতওয়া দিয়ে থাকে। কোন কর্মকে কুফর বা শিরক বলা এবং কোন ব্যক্তিকে কাফির বা মুশরিক বলার মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য।

চরমপন্থী খারেজীদের মতো বর্তমানেও মুসলিম ব্যক্তিকে কাফির বলার প্রবনতা বৃদ্ধি পেয়েছে। চরমপন্থীরা কুরআন ও হাদীসের অপব্যাখা করে দেশের সরকার, আলেম-ওলামা থেকে শুরু করে সাধারন মুসলিমদেরকেও ঢালাওভাবে কাফির বলে ফতওয়া প্রদান করে। মূলত যারা তাদের মত ও পথের অনুসারী নয় তাদেরকেই চরমপন্থীরা কাফির মনে করে। অথচ মুসলিম ব্যক্তি কবীরা গুনাহ করলেও তাকে কাফির বলা যাবে না, কৃত গুনাহের জন্য সে ফাসিক, ফাজির তথা পাপাচারী হিসাবে গণ্য হবে, কিন্তু সে কাফির হবে না। শায়েখ আলবানি এই ফিতনার অন্যতম কারন হিসাবে দুটি বিষয়কে চিহ্নিত করেছেন। প্রথমঃ ইলমের অগভীরতা এবং দ্বিতীয়তঃ শরীয়তের আইন-কানুন সম্পর্কে তাদের গভীর জ্ঞান না থাকা। অথচ আকাঙ্ক্ষা করে সহীহ ইসলামী দাওয়াতের।

ঈমানের ঘোষণাদানকারী ব্যক্তির মর্যাদাঃ

উসামাহ ইবন যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) আমাদেরকে এক জিহাদে পাঠালেন। আমরা প্রত্যুষে ‘জুহাইনার’ (একটি শাখা গোত্র) ‘আল-হুরাকায় গিয়ে পৌঁছলাম। এ সময়ে আমি এক ব্যক্তির পশ্চাদ্ধাবন করে তাকে ধরে ফেলি। অবস্থা বেগতিক দেখে সে বল্লঃ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’; কিন্তু আমি তাকে বর্শা দিয়ে আঘাত করে হত্যা করে ফেললাম। কালেমা পড়ার পর আমি তাকে হত্যা করেছি বিধায়, আমার মনে সংশয়ের উদ্রেক হল। তাই ঘটনাটি আমি নাবী (সাঃ)-এর নিকট উল্লেখ করলাম। তিনি বললেনঃ ‘’তুমি তাকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলার পর হত্যা করেছে! আমি বললাম, হে আল্লাহর রাসুল! সে অস্ত্রের ভয়ে জান বাঁচানোর জন্যই এরুপ বলেছে। তিনি রাগান্বিত হয়ে বললেনঃ ‘তুমি কি তার অন্তর চিরে দেখেছ, যাতে তুমি জানতে পারলে যে, সে এ কথাটি ভয়ে বলেছিল?’’

সহীহ মুসলিমঃ ৯৬।

আল-মিকদাদ ইবন আসওয়াদ (রাঃ) হতে বর্ণিত। তিনি রাসুল রাসুল (সাঃ)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! যদি আমি কোন কাফিরের মুকাবেলায় লড়তে গিয়ে তার তরবারির আঘাতে একটি হাত কেটে যায়। তারপর সে আমার পাল্টা আক্রমন থেকে আত্মরক্ষার জন্য কোন গাছের আড়ালে আশ্রয় নিয়ে বলে, ‘আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলিম হয়েছি’- এ কথা বলার পর হে আল্লাহর রাসুল! আমি কি তাকে হত্যা করবে?তিনি বললেনঃ না, তাকে হত্যা করো না। আমি আবার বললাম, হে আল্লাহর রাসুল! সে তো আমার হাত কেটে ফেলেছে।রাসুল (সাঃ) বললেনঃ তাকে হত্যা করো না।কেননা তুমি তাকে হত্যা করলে এ হত্যার পূর্বে তুমি (ঈমান আনার কারনে) যে মর্যাদায় ছিলে, সে ঐ মর্যাদায় চলে যাবে। আর এ কালেমা পাঠ করার পূর্বে সে যে অবস্থায় ছিল (অর্থাৎ কাফির), তুমি তার অবস্থায় চলে যাবে’’

আবু দাউদঃ ২৬৪৪, শায়খ আলবানি সহীহ বলেছেন।

জারীর ইবন আবদুল্লাহ (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) খাস’আম গোত্রের বিরুদ্ধে একটি ক্ষুদ্র বাহিনী প্রেরন করলেন। সৈন্যদল সেখানে পৌঁছে দেখল যে, ঐ গোত্রের কিছু লোক সিজদায় পরে আছে। কিন্তু এ সত্ত্বেও তাদেরকে হত্যা করা হল। নাবী (সাঃ)-এর কাছে এ সংবাদ পৌঁছলে তিনি তাদের ওয়ারিশদেরকে দিয়াত (রক্তপন) প্রদানের নির্দেশ দিলেন’’।

আবু দাউদঃ ২৬৪৫, শায়খ আলবানি সহীহ বলেছেন।

ঈমানের দাবীদারকে কাফির বলার নিষেধাজ্ঞাঃ

মুসলিম ব্যক্তিকে নিজের খেয়াল-খুশি মতো ‘কাফির’ বলার ক্ষেত্রে মহান আল্লাহ সকলকে সতর্ক করেছেন। কুরআন মাজিদে মহান আল্লাহ তায়ালা বলেনঃ ‘’হে মুমিনগণ! যখন তোমরা আল্লাহর পথে যাত্রা করবে তখন কে বন্ধু আর কে শত্রু তা পরীক্ষা করে নেবে।কেউ তোমাদেরকে সালাম করলে তাকে বলো না, ‘তুমি মুমিন নও’; তোমরা পার্থিব জীবনের সম্পদ আকাঙ্ক্ষা করো, বস্তুত আল্লাহর নিকট তোমাদের জন্য প্রচুর সম্পদ রয়েছে। তোমরাও এর পূর্বে এ রকমই ছিলে (অর্থাৎ তোমরাও তাদের মতই তোমাদের ঈমানকে গোপন করতে), অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। অতএব এখন অনুসন্ধান করে নিবে। তোমরা যা কিছু করো, সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত’’।

সুরা নিসা, ৪/৯৪।

এ আয়াত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে তাফসীর ইবন কাসীরে উল্লেখ করা হয়েছেঃ

ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সুলাইম বংশের এক লোক তার এক পাল ছাগল নিয়ে রাসুল (সাঃ)-এর একদল সাহাবীর সামনে দিয়ে যাচ্ছিল। সে তাদেরকে সালাম দিল। সাহাবীরা পরস্পর বলল, এ লোক তোমাদের হাত থেকে বাঁচার জন্য তোমাদেরকে সালাম দিয়েছে। এই বলে তারা উঠে গিয়ে লোকটিকে হত্যা করলো এবং তার ছাগলগুলো নিয়ে রাসুল (সাঃ)-এর নিকট হাজির হল। তখন আল্লাহ তায়ালা এই আয়াত নাযিল করেনঃ হে ইমানদারগণ! তোমরা যখন আল্লাহ তায়ালার পথে (জিহাদের জন্য) বের হবে, তখন অবশ্যই পরীক্ষা করে নেবে এবংকেউ তোমাদের সালাম দিলে (পার্থিব সম্পদের আকাংখায়) তাকে বলবে না যে, তুমি মুমিন নও’’

নিসা ৪/৯৪, তিরমিযিঃ ৩০৩০, শায়খ আলবানি হাসান সহীহ বলেছেন।

আলোচ্য আয়াতে সালাম প্রদানকারী ব্যক্তিকে মুমিন নয় বলতে নিষেধ করা হয়েছে। সুতরাং বাহ্যিকভাবে কোন ব্যক্তি সালাম দিলে তাকে মুসলিম বলে গণ্য করতে হবে। ব্যাপক তদন্ত ও যাচাই-বাছাই ব্যতীত এ ধরনের কোন ব্যক্তিকে কাফির বলা এবং তাকে হত্যা করা হারাম।

কাফির আখ্যাদান সম্পর্কে রাসুল (সাঃ)-এর সতর্কবাণীঃ

উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’যখন কেউ তার মুসলিম ভাইকে ‘কাফির’ বলে, তখন তাদের উভয়ের মধ্যে একজনের উপর তা বর্তায়। যা বলেছে, তা যদি সঠিক হয়, তাহলে তো ভালো। নচেৎ (যে বলেছে) তার উপর ঐ কথা ফিরে যায় (অর্থাৎ সে কাফির হয়ে যায়)’’বুখারী ৬১০৪; মুসলিম ৬১

আবু যার (রাঃ) হতে বর্ণিত। রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’যে কাউকে ‘হে কাফির’ বলে অথবা ‘হে আল্লাহর দুশমন’ বলে ডাকে অথচ বাস্তবিক ক্ষেত্রে যদি সে তা না হয়, তাহলে তার (বক্তার) উপর তা বর্তায়’’।

রিয়াদুস সালিহীনঃ ১৭৪২।

সাবিত ইবন যাহহাক (রাঃ) হতে বর্ণিত। রাসুল (সাঃ) বলেনঃ ‘’ইমানদারকে লা’নাত করা, তাকে হত্যা করা সমতুল্য। আর কেউ কোন ইমানদারকে কুফরির অপবাদ দিলে তাও তাকে হত্যা করার সমতুল্য হবে’’।

বুখারীঃ ৬১০৫।

কাফির আখ্যাদান সম্পর্কে বিদ্বানগনের সতর্কবাণীঃ

চার ইমাম ও প্রথম যুগের অন্যান্য ইমাম খারেজী, শীআ, মুতাযিলি, মুজাসসিমা, মুশাব্বিহা, কাদারিয়া ও অন্যান্য বিভ্রান্ত সম্প্রদায়ের অনেক কর্মকে কুফর বলে আখ্যায়িত করেছেন। তবে এ সকল ফিরকার অনুসারীদের কাফির বলে গণ্য করেননি।

ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ) বারবার বলেছেন, কুরআনকে মাখলুক বা সৃষ্ট বলে বিশ্বাস করা কুফর। পাশাপাশি তিনি এ কুফরী মতের প্রধান অনুসারী, প্রচারক ও পৃষ্ঠপোষক খলীফা মামুন, মুতাসিম ও ওয়াসিককে মুমিন বলে গণ্য করেছেন এবং কুফরী আকিদা ও পাপ ছাড়া অন্যান্য বিষয়ে তাদের আনুগত্যের জন্য জনগণকে নির্দেশ দিয়েছেন, তাদের ও তাদের অনুসারী ইমামদের পিছনে জুম’আ ও ঈদের সলাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। অন্যান্য ইমামও একই পথ অনুসরণ করেছেন। বিভ্রান্ত ফিরকাগুলোর অনেক বিশ্বাস ও কর্ম কুফর বলে গণ্য হলেও এ সকল ফিরকার অনুসারী ব্যক্তিকে কাফির বলে গণ্য করেননি।

ইমাম মালিক (রহঃ) বলেনঃ

‘’নিরানব্বই দিক থেকে যদি কোন মুসলিম ব্যক্তিকে কাফির আখ্যাদানের সম্ভাবনা থাকে আর এক দিক থেকে তার ইমানদার হওয়ার সম্ভাবনা থাকে তাহলে মুসলমানদের উপর ভালো ধারনা পোষণ করার লক্ষ্যে তাকে ইমানদার হিসাবেই আমি গণ্য করবো’’।

ইমাম আবু হানিফা (রহঃ) বলেনঃ

ঈমানের দাবীদার জেনে শুনে কুফরী করবেন না বলেই ধরে নিতে হবে। কারো কথা বা কর্ম বাহ্যত কুফরী হলেও যদি তার কোনরূপ ইসলাম সম্মত ব্যাখ্যা দেয়া যায় তবে দূরবর্তী হলেও ইসলামী ব্যাখ্যা গ্রহন করে তাকে মুমিন বলে ধরে নিতে হবে। সর্বোপরি ঈমানের দাবীদার কোন ব্যক্তি যদি সুস্পষ্ট কোন কুফরী বা শিরকী কাজে লিপ্ত হয়, তবে তার কর্মকে কুফরী বলা হলেও ব্যক্তিগতভাবে তাকে কাফির বলার আগে এ বিষয়ে তার কোন ওজর আছে কিনা তা জানতে হবে। সেই ব্যক্তি অজ্ঞতা, ভয় বা অন্য কোন ওজরের কথা উল্লেখ করলে তা গ্রহন করা হবে। আহলুস সুন্নাত ওয়াল জামা’আত বা মূলধারার উম্মাহর দৃষ্টিতে এ হল ইসলামের অন্যতম মূলনীতি।

ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ) বলেনঃ

জাহমিয়া সম্প্রদায়ের বিচারক ও আলেমদের উদ্যেশ্যে তিনি বলেনঃ তোমরা যে সব কথা বল, আমি যদি তা বলতাম তাহলে অবশ্যই কাফির হয়ে যেতাম। কিন্তু আমি তোমাদেরকে কাফির আখ্যা দিতে পারছি না। কারন তোমরা আমার দৃষ্টিতে অজ্ঞ।

ইমাম নববী (রহঃ) বলেনঃ

জেনে রাখুন! হকপন্থীদের মাজহাব এই যে, গুনাহের কারনে কিবলাপন্থী কোন ব্যক্তিকে কাফির আখ্যা দেয়া যায় না। এমনকি প্রবৃত্ত ও বিদা’আতের অনুসারী খারেজী, মুতাযিলা ও অন্যান্য সম্প্রদায়কেও কাফির আখ্যা দেয়া যায় না। যে ব্যক্তি ইসলাম ধর্মের কোন কিছুকে জেনে শুনে অস্বীকার করবে, সে ধর্মত্যাগী ও কাফির। তবে যদি নব মুসলিম হহয় অথবা দূরবর্তী এমন কোন গ্রাম্য এলাকায় বসবাসকারী হয় যার নিকট ইসলামের সমস্ত নিয়ম কানুন পৌঁছেনি, সে কাফির হবে না। তাকে ইসলামের বিধান সম্পর্কে অবহিত করতে হবে। অবহিত অরার পরও যদি অস্বীকার করে তাহলে তাকে কাফির বলা যাবে। অনুরুপভাবে যদি যিনা অথবা মদ পান অথবা হত্যাসহ বিভিন্ন ধরনের হারাম কর্মকে জেনে শুনে হালাল মনে করে তাহলে সেও কাফির হয়ে যাবে।

ইবন তাইমিয়া (রহঃ) বলেনঃ

কখনো কখনো মৌখিক কথা কুফরীর পর্যায়ভুক্ত হয়। এর ফলে এ কথার প্রবক্তাকে কাফির আখ্যা দেয়া যেতে পারে এভাবে যে, যে ব্যক্তি এরুপ বলবে সে কাফির। কিন্তু কোন ব্যক্তি যদি কুফরী কথা বলে তাহলে নির্দিষ্ট করে তাকে কাফির আখ্যা দেয়া যাবে না- যতক্ষন পর্যন্ত তার বিপক্ষে এমন দলীল প্রতিষ্ঠিত হবে না যা তাকে কাফির হিসাবে প্রমান করে।

তিনি আরও বলেনঃ কোন পাপের কারনে বা আকিদাগত মতভেদের কারনে কোন মুসলিমকে কাফির বলা বৈধ নয়।

তিনি আরও বলেনঃ কোন নির্দিষ্ট ব্যক্তিকে কাফির বলা, ফাসিক বলা বা পাপী বলা আমি কঠোরভাবে নিষেধ করি। কেবল মাত্র যদি কারো বিষয়ে কুরআন-সুন্নাহর আলোকে সুনিশ্চিতভাবে কুফর, ফিসক বা পাপাচার প্রমানিত হয় তবেই বলা যাবে। আমি নিশ্চিত যে, মহান আল্লাহ এ উম্মাতের ভুলভ্রান্তি ক্ষমা করেছেন। আর ফিকহী মাস’আলার ভুল এবং আকিদা বিষয়ক ভুল উভয় প্রকার ভুলই এ ক্ষমার অন্তর্ভুক্ত।

মুহাম্মাদ ইবন আবদুল ওয়াহাব (রহঃ) বলেনঃ

কোন ব্যক্তি যদি ইসলামী বিধান সম্পর্কে না জেনে আবদুল কাদির জিলানী অথবা সাইয়েদ বাদাবীর (অথবা যে কোন কবরে) সিজদাহ করে, তাহলে তাকে কাফির আখ্যা দেয়া যাবে না। তবে ইসলামের বিধান ও দলীল সম্পর্কে জানার পরেও যদি সিজদাহ করে তাহলে সে কাফির।

নাসিরুদ্দিন আলবানী (রহঃ) বলেনঃ

সে সব মুসলিমদেরকে আমরা কাফির আখ্যা দিতে পারি না, কারন তাদের নিকট আখ্যাদানের দলীলগুলো স্পষ্ট করে উপস্থাপন করা হয়নি। কেননা তাদের নিকট যথেষ্ট পরিমান দাঈ নেই, যারা জনগনের দ্বারপ্রান্তে নির্ভেজাল তাওহীদের দাওয়াত পৌঁছাতে সক্ষম।

আবদুল আযীয ইবন বায (রহঃ) বলেনঃ

খারেজী সম্প্রদায় গুনাহের কারনে কাফির আখ্যা দিয়েছে এবং গুনাহগারদের চিরস্থায়ী জাহান্নামী বলেছে। মুতাযিলা সম্প্রদায়ও শাস্তির দিক থেকে (অর্থাৎ তারা চিরস্থায়ী জাহান্নামী) খারেজীদের সাথে ঐক্যমত পোষণ করেছে। কিন্তু তারা তাদেরকে কুফর এবং ঈমান উভয়ের মধ্যবর্তী স্থানের অন্তর্ভুক্ত করেছে। নিঃসন্দেহে এ সবই ভ্রষ্টতা। আহলুস সুন্নাহগন যে সিদ্ধান্ত দিয়েছেন তা চির সত্য। আর তা হচ্ছে এই যে, কোন মুসলিমকে গুনাহের কারনে কাফির আখ্যা দেয়া যায় না যতক্ষণ পর্যন্ত সে গুনাহকে হালাল বলে জানবে।

ইবন হাযম আন্দালুসি (রহঃ) বলেনঃ

আমরা বলি যারাই কুফরী করে তারা ফাসেক, জালেম, অবাধ্য পাপী। আর প্রত্যেক ফাসেক, জালেম, পাপী কাফির নয়; বরং আল্লাহর মর্জি অনুযায়ী কিছুটা হলেও মুমিন থাকে।

সিদ্দিক হাসান খান ভুপালী (রহঃ) বলেনঃ

কবীরা গুনাহ বা অন্যান্য পাপের কারনে আহলে কিবলার কাউকে কাফের আখ্যায়িত করা যায় না।

ইমাম ত্বাহাবী (রহঃ) বলেনঃ

আমরা এমন কোন অপরাধের কারনে আহলে কিবলার কাউকে কাফির আখ্যায়িত করি না, যে অপরাধ তার (জান-মাল) হালাল করে না। আবার এটাও বলি না যে, সে যে অপরাধ করে তা তার ঈমানের ক্ষতি করে না।

ইমাম আবু হানিফা (রহঃ)-এর ছাত্র ইমাম মুহাম্মাদ (রহঃ) বলেনঃ

কোন মুসলিমের জন্য বৈধ নয় যে, কোন মুসলিমকে কোন পাপের কারনে কাফির বলে সাক্ষ্য দিবে, সে পাপ যত বড়ই হোক না কেন। এটিই আবু হানিফার মত এবং আমাদের ফকীহগনের সকলের মত।

তথ্য সুত্রঃ

১. ফিতনাতুত তাকফীর- আলবানী

২. আল-ফিকহুল আকবর- আবদুল্লাহ জাহাঙ্গীর (অনুবাদ ও ব্যাখ্যা)

৩. তাওহীদের মুল নীতিমালা- আবু আমিনাহ বিলাল ফিলিপস

৪. ইসলামী আকীদা- আবদুল্লাহ জাহাঙ্গীর

৫. ইসলামের নামে জঙ্গিবাদ- আবদুল্লাহ জাহাঙ্গীর

৬. জিহাদ ও জঙ্গীবাদ প্রেক্ষিত বাংলাদেশ- মুহাম্মাদ কাবীরুল ইসলাম https://m.facebook.com/Back.to.Allah.bangla/photos/a.130928300273259.14132.125167817515974/892932090739539/?type=1&source=48]
315358
১৬ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার প্রতিটি পর্ব অনেক গুরুত্ত্বপূর্ণ ,,অনেক ধন্যবাদ
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৩
256426
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : জানিনা গুরুত্বপূর্ণ কিনা, তবে আপনার মন্তব্যে জানতে পারলাম! আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এতেই আমি ধন্য!!! মন্তব্যের জন্য ধন্যবাদ। শুভব্লগিং শুভকামনা।
315365
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২৬
মুক্তির মিছিল লিখেছেন : পরের পর্বের অপেক্ষায়.........
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩৫
256427
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অপেক্ষা আমাকে লেখার কাজে তাড়া দেবে, উৎসাহ দেবে। আপনার অপেক্ষাময় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
315383
১৭ এপ্রিল ২০১৫ রাত ০১:৫৯
আব্দুল গাফফার লিখেছেন : ভালো লাগলো Good Luck Good Luck Good Luck Good Luck অনেক ধন্যবাদ
১৭ এপ্রিল ২০১৫ রাত ০২:২০
256451
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার ভালোলাগা আগামীর ব্লগিংয়ে উৎসাহ হয়া থাকবে।

আপনাকেও ধন্যবাদ, শুভব্লগিং।
315388
১৭ এপ্রিল ২০১৫ রাত ০২:২০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! এ পর্বটি পড়ে্ সত্য খুব মন খারাপ হলো! সম্পর্কের রেশারেশি হত্যা পর্যন্ত গড়িয়েছে কতটা অবিবেচক কান্ড!

পরের পর্বের অপেক্ষায়! Good Luck
১৭ এপ্রিল ২০১৫ রাত ০২:৩৫
256453
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপু কেন জানি আমাদের প্রতিটি পোস্ট আপনার মন্তব্যের অপেক্ষায় থাকে। আপনার মন্তব্য ছাড়া আমাদের ব্লগ পোস্ট যেনো প্রাণহীন....!!!!

সত্যিই দুঃখ জনক হত্যাকাণ্ড, বাস্তবতা অত্যন্ত কঠিন!

ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
315398
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৩:০২
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।চালিয়ে যান,আমাদের দেশে এমনি হয়।
ভালো লাগলো। ধন্যবাদনিন।
১৭ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৬
256457
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের দেশের কিছু বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করতেছি দোয়া করবেন যেন সফল হতে পারি। ধন্যবাদ উৎসাহ মুলক মন্তব্যের জন্য।
315456
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০২:১৮
আফরা লিখেছেন : ওমা গো কি ভয়ংকর !! সামান্য ক্ষেতের ফসল খাওয়া নিয়ে মানুষ হত্যা ! মানুষ কত্ত খারাপ হতে পারে ----
১৭ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৫
256515
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মাতাব্বরেরা হারতে চাইনা!! তারা অন্যায় করেও জিততে চাই!!! মানসিকতার পরিবর্তন হওয়া চাই।

নেতৃত্ব দেবার জন্য চাই কোমল ন্যায়বান সুপুরুষ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০
315927
২০ এপ্রিল ২০১৫ সকাল ০৭:৩৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কৌতুহল জাগিয়ে দিলেন.....পরের পর্বের জন্য অপেক্ষায় রইলাম
১১
318828
০৮ মে ২০১৫ দুপুর ১২:৫৪
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহি ওয়া বারাকাতুহু ভাইয়া এবং ভাবী। আপনাদের দুজনের লেখা প্রতিটি পর্ব অনেক গুরুত্ত্বপূর্ণ,, অনেক উপকারি পোস্ট! দোয়া করবেন আমাদের জন্য আমার সাথী অসুস্থ! অনেক ধন্যবাদ
০৮ মে ২০১৫ দুপুর ০১:২৪
260027
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, মন্তব্যের জন্য ধন্যবাদ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File