খুলে দাও শিশুদের আগামীর পথ.......✔✔✔আব্দুর রহিম (ফটো ব্লগ)
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১২ এপ্রিল, ২০১৫, ০১:১৯:২৪ রাত
জন্ম নিয়ে শিশু খুঁজে তার স্থান
তুমি কেন কর তাতে এত অভিমান ?
শিশু খুঁজে যাবে পথ তা চিরন্তন
কর'না তুমি ভার তোমার সৈনিক মন !!
তুমিও ছিলে শিশু বুঝে নাও ইতি টেনে,
শিশুর উত্থান থামাবার হয়না কোন মানে।
যদি থামাতে চাও সেটা হবে বড় ভুল,
তুমি যখন মরে যাবে কে ফুটাবে ফুল??
তুমিও ফুটেছিলে ফুল হয়ে সকলে ঝরতে হবে'ই তোমাকে পড়ন্ত বিকালে!
তোমার স্থায়িত্ব পাবে পুরো ক'দিন
দিয়েছ পৃথিবীকে মায়া মোহ ঋণ!!
শিশুরা তা করবে শোধ ফুটিয়ে নতুন ফুল,
তুমি বাঁধা দিয়ে কর'না শেষ বেলায় ভুল!!
ভুল করলে ইতিহাস হবে সীমাহীন মন্দ,
আগামীর শিশুরা ভুলবে মায়া মোহ ছন্দ!
যা ছিল তোমার আদর্শ জেনেছি তা সুন্দর!
সেই আদর্শে ডেকে এনোনা অমাবশ্যার আঁধার।
আঁধারে পথ চলতে গেলে আলো দরকার হয়!
আলোহীন পথে আছে সাপে কাঁটার ভয়!!
ভয় নিয়ে হাঁটলে পথ হেরে যেতে হবে...
অতীত কর্ম গুলোর প্রতি মানুষ নিন্দা জানাবে!!!!
জীবন যে মৃত্যুমুখী ভাব এক বার,
বাঁধা দিয়ে শিশুর পথ কর'না আঁধার।
শিশু যখন যখন উজ্জল মুখে সঠিক পথে যাবে....
নিজের এক মুখী ইচ্ছার কাছে তুমি পস্তাবে!!
স্বেচ্ছায় খুলে দাও শিশুদের আগামীর পথ
প্রমাণ হবে মানুষ হিসেবে তুমি কেমন সৎ।।
বিষয়: বিবিধ
১৪৮২ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
খুব সুন্দর ছন্দে এবং ছবিতে মিল রেখে লিখেছেন! জাযাকাল্লাহু খাইর!
আমাদের কিছু অবিভাবক তরুণ কাউকে প্রতিষ্ঠিত হতে দিতে চাইনা!!
তরুণ কেউ ভালো কিছু উপস্থাপন করলেও কিছু অবিভাবক নিজের শাসন তত্ত্ব হারাবার ভয়ে তরুণ মেধা কাজে লাগাতে দেয়না।
সেই সব অবিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা.....।
সুন্দর আগামী বিনির্মানে এখনকার শিশুরই হবে মূল অবলম্বন! চির কল্যাণের সম্ভাবনাময়ী হিসেবে তাদের কে গড়ে তুলতেই হবে!
চমৎকার ছন্দ আর অর্থবহ ছবির সংমিশ্রণে অসাধারণ হয়েছে উপস্হাপনা!
জাযাকুমুল্লাহু খাইরান!!
আপনাকে আমাদের এই ছোট্ট যৌথ ব্লগ উঠানে মনে হয় আপনার প্রথম আগমন। স্বাগতম আমাদের এ ব্লগে।
তবু আপনি যখন বলেছেন...... ধন্যবাদ।
আপনাদের জন্য অনিঃশেষ দোয়া , শুভেচ্ছা এবং শুভকামনা রইলো। সেইসাথে বোনের জন্য বেশী বেশী করে দোয়া করার জন্য বিশেষ অনুরোধ থাকলো ।
আপনার জন্য আমাদের পক্ষ হতে আন্তরিক দোয়া রহিলো। অশেষ ধন্যবাদ অনুভূতি রেখে যাবার জন্য।
খুব সুন্দর ছন্দে এবং ছবিতে মিল রেখে লিখেছেন! জাযাকাল্লাহু খাইর!
ছবি + কবিতা = ছবিতা
ছবিতা'
ছবি + কবিতা = ছবিতা। আপনার এই অনুভূতি প্রকাশের জন্য ধন্যবাদ।
ভালো লাগলো।
==
যদি কিছু মনে না করেন। কবিতায় বানান ভুল হলে মান থাকে না। একটু সংশোধন করলে আরো ভালো মানের হবে। খুব সুন্দর হয়েছে কবিতাটি।
জম্ম-জন্ম
খূঁজে-খুঁেজ
সিমাহীন-সীমাহীন
মিত্যু মুখী-মৃত্যুমুখী
প্রমান-প্রমাণ
সোধ-শোধ
হাটলে-হাঁটলে
ড়েকে-ডেকে
স্বইচ্ছায়-স্বেচ্ছায় (দিলে সুন্দর হবে)
ভুল হবার কারন জানতে
এই লেখাটি পড়ুন!!
http://www.monitorbd.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/63336#.VV-XWXOoVAg
জিনিয়াস বলাটাও বেমানান!!
আপনার ফেসবুক লিংক দিন সম্ভব হলে....
https://www.facebook.com/minhazulislammohammed.masum
মন্তব্য করতে লগইন করুন