হে আল্লাহ মাফ করো আমার আছে যত ভুল ত্রুটি.... ✔✔✔ নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৬ এপ্রিল, ২০১৫, ১১:৩৩:১২ রাত
আল্লাহর কাছে মাফ পাওয়াই হচ্ছে জীবনের অনেক বড় পাওয়া আল্লাহর কাছে চাই আমার যত চাওয়া। আমি যেন আমার ভুলত্রুটি মাফ পায়। আল্লাহ আমাদের অনেক কিছুইই দিয়েছেন যার হয়তো আমি যোগ্য নয়।
আমার কান্না দেখে কেউ
দুঃখ নিওনা মনে,
আমি কাঁদছি আল্লাহর কাছে
আমার গুনা মাফের আহবানে।
গুনা মাফ পাওয়াটাই হবে
আমার জন্য অশিম সফলতা,
গুনা মাফ করবে আল্লাহ
এটাই মনের দৃড় কথা।
আল্লাহ কোরআনে বলেছেন
তিনি ক্ষমা কারি তিনি দয়ালু,
আরো বলেছেন তিনি দেখেন তাখওয়া দেখেন না সাদা কালো।
তাই মানতে চাই এক আল্লাহকে
মানতে চাই হাদীস কোরআন,
যত দিন আছে এ জীবন তরী
যত দিন আছে এই দেহেতে প্রাণ।
হে আল্লাহ মাফ করো
আমার আছে যত ভুল ত্রুটি,
হে আল্লাহ মানার তৈফিক দাও আমায় কোরআন হাদীসের নীতি।
হে আল্লাহ কোরআন হাদীস
বুজার মত শক্তি দাও মনে ,
যেন ডাকতে পারি মানুষকে
কোরআন ও হাদীসের আহবানে।
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার কবিতাটি অনেক অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে। রহিম ভাইয়ের মত ভালো মানুষ আপনার জিবন সঙ্গী। আশা করি জীবনটা সুখেই কাটাচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন। জাযাকিল্লাহ খাইর।
আর কবিতাতে যে প্রার্থনা করেছেন তার সাথে আমিন ছুম্মা আমিন!
ছন্দে ছন্দে চমৎকার হৃদয়স্পর্শী আহ্বান।
দারুণ ভালো লাগলো। সুন্দর অনুভূতি নিয়ে লিখার জন্য জাজাকাল্লাহু খাইর।
বিনীত এই প্রার্থনায় অন্তর থেকেই আমিন ছুম্মা আমিন!!
ধব্যবাদ কবিতার মাধ্যমে নিজের চাওয়ার কথা বলে সবাইকে খোদার প্রতি কায়মনোবাক্যে ক্ষমা প্রার্থণা কিংবা কোন কিছু চাইতে উদ্বুদ্ধ করার জন্য।
আর আপনাকে ভালবাসি বলেই একটি কথা বলতে চাই ,লেখার সময় বানানের প্রতি যত্নবান হওয়া উচিত্ (যদিও আমি নিজেই প্রচুর বানান ভুল করি)।লেখা পোস্ট করার আগে নিজেও একবার পড়ে দেখবেন যে কোথাও ভূল হল কিনা তাহলেই নির্ভূল একটি পোস্ট আমরা পড়তে পারবে ।
http://www.todaybd.net/blog/blogdetail/detail/9039/GaziSalauddin1/63336
Click this link
হে দয়াময়
মাফ করে দাও
আমায়।
তোমার সাথে
দিলাম ওয়াদা
সঠিক পথে চলব
আমি সদা।
মন্তব্য করতে লগইন করুন