Unlucky I Don't Want To See Hurry Up Rose Roseবিয়ের আগের সময় গুলো..... এবং লজ্জা.... Unlucky I Don't Want To See Hurry Up Rose Rose✔✔✔আব্দুর রহিম (পর্ব ৭)

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৫ এপ্রিল, ২০১৫, ০৭:৪৯:৪৫ সন্ধ্যা

মেয়েটির নাকি আগে একবার বিয়ে হয়েছিল, বিয়ের দুই মাস পর মেয়েটি বিধবা হয়!!!

শুনে আমিতো "থ" হয়ে গেলাম!!!!

এত বড় ঘটনা আমার কাজ থেকে লুকানো হলোঃ?? মনে কষ্ট হচ্ছে.....!!



কষ্ট চেপে রাখার জন্য যদি কোন মিশিন পেতাম হয়তো মিশিনটি শতভাগ ব্যবহার করতাম! খাবার গুলো পেট থেকে বেরিয়ে আসতে চাইতেছে.....!

মা আমাকে বোঝাতে চেষ্টা করতেছে, যেন আমি কোন চিন্তা না করি চিন্তা করলে নিজের ক্ষতি ছাড়া আর কিছুই হবেনা ইত্যাদি ইত্যাদি...।

খাবারের প্লেট রেখে রুমে চলে এলাম, আমি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারছিনা বারবার নিজেকে তুচ্ছ মনে হচ্ছে! নিজেকে তুচ্ছ মনে করে নিজের ভিতরে শান্তি খূঁজে পাওয়া দুস্কর, নিজের কাছেই নিজের অসহায়ত্ব!! এই হচ্ছে অভাবহীন জীবনের অভাবের কষ্ট!

কি করব ভাবছি মাথায় অপমানবোধ ছাড়া কিছুই আসছেনা।

কষ্ট, যাতনা, বেদনা, যন্ত্রণায় কোন রকম দিনটি পার করলাম, পরের দিন সকালে মার্কেটে গেলাম ঘরের কিছু আসবাবপত্র কেনার জন্য, সব কিছু কিনার পর বাড়ির পথে রওনা দেব ভাবছি.... হঠাৎ মনে পড়লো মায়ের জন্য পান-সুপারি কেনা হয়নি...!



আসবাবপত্র ও কাচাঁ বাজার নিয়ে আমার পক্ষে সম্ভব নয় পান-সুপারির দোকানে যাওয়া তাই রিক্সা নিলাম.... রিক্সা ড্রাইভারকে বললাম আসবাবপত্র গুলো একটু যত্ন সহকারে তুলেন না হয় ভেঙ্গে যাব.....।



আসবাবপত্র নিয়ে পান-সুপারির দোকানে এলাম এসে পান-সুপারি কিনলাম, কিনে ফেরার জন্য রিক্সায় করে বাসস্ট্যান্ডে আসলাম। বাসের জন্য অপেক্ষা করতেছি, নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৮ মিনিট বেশি হলো কিন্তু বাস ছাড়ার খবর নেই!! বাস সময় মত না ছাড়ার কারন হিসেবে যাত্রী কম হওয়াকে অযুহাত হিসাবে দাড় করাচ্ছে কর্তৃপক্ষ!!



বাস কতক্ষণ পর ছাড়বে? বাস হেলপার বলল আর ১২ মিনিট বাদে....! ১২ মিনিট সময়.... ভাবলাম এই সুযোগে একটি রং চা পান করে নিলে ভালো হয়।

সামান্য দূরে চায়ের দোকান গিয়ে এলাচি ও দারুচিনি দিয়ে একটি রং চা অর্ডার দিলাম, চা আনলো সাথে বিস্কুট সহ... বিস্কুট আদা খেলাম চা..তে ভিজিয়ে.... বাকি আদা বিস্কুট চা...তে ভিজাতে যাব..... এমন সময় চোখ পড়লো একটু দূরের চেয়ারে বসা সেই বিধবার পাড়ার একটি লোক!



তার সাথে সালাম বিনিময় করলাম, তার জন্য চা অর্ডার দিলাম দুজনে চা পান করতেছি, সে হঠাৎ অনাকাঙ্খিত প্রশ্ন করে বসল!! সে বলল শুনলাম অমুক মেয়েটির সাথে আপনার বিয়ের কথাবার্ত চলতেছে.....! আমি প্রতিউত্তর করার আগেই সে আরো বলল মেয়টি কিন্তু খুবই ভালো নম্র ভদ্র ধার্মিক ইত্যাদি ইত্যাদি..... ওনার মুখের প্রসংশা গুলো আমার কাছে বিষের মত লাগতেছে।

তবুও মুখ খুলে কিছুই বলিনি!! চা পর্ব শেষ করে বাস ধরব..... বাসস্ট্যান্ডে পৌঁছে দেখি বাস ছেড়ে দিয়েছে!!! রাগে পায়ের তালু থেকে মাথা পর্যন্ত যিনযিন করতেছে....!!!

কি আর করা পরবর্তী বাসের জন্য অপেক্ষা.... বিরক্তিকর পরিস্তিতি কারে কয় হাড়ে হাড়ে টের পাচ্ছি!

চায়ের দোকানে ঐ লোকের করা প্রসংশা গুলো ভাবতেছিলাম!

বামপাশে থাকতেই দেখি ঐ লোকটি....!

সে বলল বাস 'মিস' করেছন? হ্যাঁ সুচক জবাব দিলাম, সে বলল আমাদের দিকে নাকি সেও যাবে...!

আমাদের পাশের গ্রামে নাকি তাদের লিচু বাগান আছে এখন লিচু পাকার সময় লিচু পাড়বে বিক্রি করার জন্য। আমি বললাম ঠিক আছে তা হলে দুজন এক সাথে যাওয়া যাবে, দুজনই বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম, এবার দেখি বাস নিদিষ্ট সময়ের আগে ছেড়ে দিয়েছে সিটগুলো ভরে যাওয়াতে..... (নিয়ম গুলো বইয়ের পাতায় লেখা বাস্তবতা ভিন্ন)

অপেক্ষার ক্লান্তি দূর করে বসের সিটে বসলাম দুজন পাশাপশি!! কৌতুহল বসত বললাম আপনি মেয়েটার ব্যপারে আর কি জানেন?

লোকটি বলল না তেমন বেশি কিছু জানিনা তবে যতদূর জানি মেয়েটি খুবই ভালো মেয়েটি আমাদের সামনেইতো বড় হলো তকতুব থেকে মাদ্রাসা.......!

আমি বললাম আচ্ছা আপনিতো বেশি কিছু জানেননা.... আপনি কেন মেয়েটির ব্যপারে এত প্রসংশা করছেন? সে বলল প্রশংসা করাতে আপনার সন্দেহ হয়?

না মানে...

সন্দেহ হলে আপনি মেয়েটির গ্রামে গিয়ে খোঁজ খবর নেন।

প্রায় ৪০ মিনিটের বাস জার্নি শেষে বাড়ি ফিরলাম।



মাকে সদায় বুঝিয়ে দিয়ে রুমে গেলাম, প্রেশ হয়ে আসলাম মায়ের কাছে! মা বলল আজকে পান গুলো বড় বড় খু..উ...ব ভালো হয়েছে!!!



মা... জিঃ বল বাবা মেয়েটির গ্রামের একজনের সাথে দেখা হয়েছিল... ঘটনা খুলে বললাম।

মাকে বললাম, মা আমি একবার ওদের গ্রামে গিয়ে একটু জেনে আসব? মা বলল তোর আব্বু জানলে রাগ করবে....! মা তুমি বাবাকে না বললে বাবা কখনো জানবেনা আমি ওখানে গিয়েছি...!

আচ্ছা যা তবে খুব সতর্কতার সাথে খোঁজ খবর নিস, ঠিক আছে মা।

বিকেল ৪টার দিকে ওদের গ্রামে গেলাম! আগে একবার যাওয়াতে অনেকে আমাকে চেনে, একটু কৌশলে কথা জিজ্ঞেস করলাম অপরিচিত এক জনের কাছে.... শুনলাম অমুক পরিবারে নাকি বিয়ের উপযুক্ত মেয়ে আছে.... সে বলল হে আছে। তবে মেয়েটির বিয়ে ঠিক হয়েছে বলে শুনেছি....! কোথায় কার সাথে? সে বলল জানিনা তবে শুনেছি মেয়েটি খুব ভালো তবে দেখিনি কখনো। যদিও আমি একই গ্রামের!!

ভালো কিভাবে জানলেন? বিয়ের খবর শুনে অনেকেই বলছে গ্রামে মেয়ে ছিলো একটা সেটার বিয়ে হয়ে যাচ্ছে....! সবাই মেয়েটির জন্য দোয়া করতেছে, মেয়েটির যেমন গ্রামে সুনাম ঠিক বিয়ের পর স্বামীর ঘরেও সুনাম বয়ে আনবে গ্রামবাসিরা আশাবাদী!!!

আমি বললাম মেয়েটির আগের স্বামী কি রোগে মৃত্যু বরন করেছিলেন? সে বলল কি বলেন এসব মেয়েটির আগে কোন বিয়ে হয়নি..... আমি বললাম আপনার বোধহয় ভুল হচ্ছে.... না মেয়েটির আগে কোন বিয়ে হয়নি.... হয়নি......

এ কি শুনলাম একই বিষয়ে {{{{শতভাগ হ্যাঁ শতভাগ না}}}}

বাকি অংশ আগামী পর্বে....

বিঃদ্রঃ প্রিয় পাঠক সত্য সব সময় সবার উপরে! আমার অভিযাত্রা সত্য উম্মোচন পথে গল্পের সাথে.....

৬ম পর্ব পড়তে এখনে ক্লিক করুন..... http://www.todaybd.net/blog/blogdetail/detail/9615/nor15/63558

বিষয়: বিবিধ

২২৬৭ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

313112
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:০১
আশাবাদী যুবক লিখেছেন : সিরিজগুলো ভালো লাগছে ৷
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৪
254106
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মন্তব্যে প্রথম স্থান অধিকার করায় আপনাকে গোলাপ সহ আন্তরিক শুভেচ্ছা!!! শুভব্লগিং।
313113
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : জেনে শুনে বিয়ে করার জন্য পরামর্হ্সো হিসেবে কার করবে এই পর্ব ,,অনেক ধন্যবাদ।
আপনি অনেক পরিশ্রম করে এই পোস্ট সাজিয়েছেন তাই আবার ধন্যাবদ
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৮
254109
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আরে রে রে রে... পরামর্শ হিসেবে কাজ করবে!!

শুধু পরামর্শের হিসাব কাজে লাগালে চলবে না বিয়ের দাওয়াত কিন্তু চাই চা...ই।

আপনি ব্লগে এসেছেন পড়েছেন এখানেই পরিশ্রম সার্থক! আপনােও ধন্যবাদ।
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৫
254111
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দাওয়াত কিন্তু চাই চা...ই।Tongue Tongue
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৩৯
254112
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দাওয়াত চাইলাম আমরা আর....!!! আপনি উল্টো???
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৮:৪৬
254113
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : <:-P <:-P <:-P :D/ :D/
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪৫
254150
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মনে হয় শাহীন ভাই বিয়ের কাম সেরে পেলাতে দাওয়াত দেয়ার সুযোগ হাত ছাড়া করেছেন!!!
313126
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মাশ-আল্লাহ! মেয়েটির গ্রামের লোকটার সাথে দেখা হয়ে ভালোই হলো সত্যতা যাচাই করতে পারলেন! হয়তো আরো কিছু ঘটতে যাচ্ছে সামনে......সাথেই আছি।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:২৮
254140
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাদের সাথে পাই বলে ব্লগে আসার অনুপ্রেরণা পাই! ঠিক বলেছেন মেয়েটির গ্রামের লোকটির সাথে দেখা হওয়ায় ভালো হয়েছে..... সত্যতা যাচাইয়ের আরো অনেক বাকি!!! সুন্দর অনুভূতি রেখে যাবার জন্য ধন্যবাদ।
313132
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৯
আবু জান্নাত লিখেছেন : জ্বী বদ্দা, শেষ পর্যন্ত মনে সেখান থেকে নূর ভাবীকে এনেছেন। লিখতে থাকুন, ভালো লাগছে।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৩
254142
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানুষ মাত্রই কল্পনা বিলাসি আপনি তার ব্যতিক্রম নয়!! আগামী পর্ব গুলো পড়লে বুঝতে পারবেন ঘটনা কি! আমাদের ব্লগে পা রাখার জন্য কলমি পাতার শুভেচ্ছা।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৫০
254156
আবু জান্নাত লিখেছেন : আপনাদের মত সম্মানি মানুষদের ব্লগে পা রাখবো, এমন সাহস বা ইচ্ছা আমি করতে পারবো না। কলমি পাতার শুভেচ্ছা গ্রহন করলাম। আপনাকে লাল গোলাপ শুভেচ্ছ। Rose Rose Rose
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:০১
254159
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আজ খুব মনে পড়ছে.... মজার দেশ কবিতাি......

এক যে আছে মজার দেশ সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ দিনে চাঁদের আলো!!!!!

আপনি তা হলে হাতে হেটে আমাদের ব্লগে এসেছেন.........?
313139
০৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলুক! ভালো লাগলো
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৩৭
254147
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : চলুক চলুক...... কিন্তু আপনি ব্লগে চলা বন্ধ করে দিয়েছেন!! আপনার উপস্থিতি কিছুটা হতাশা জনক!!

পোস্ট নিয়ে কবে হাজির হচ্ছেন?

আপনার ভালোলাগা আমাদেরকে অনুপ্রেরণা যোগায়! মন্তব্যের জন্য ধন্যবাদ।
313163
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:২৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আহ!!!!!!!!!


নূর আয়শা!!!!!

আমার আজকের ভাবীজান তাহলে সেই দিনের রটনার স্বীকার।

খাঁটি সোনা কি সবাই চিনতে পারে! শুধু রহিম ভাইয়ের মত বিচক্ষণ ব্যক্তিরাই চিনে।
০৫ এপ্রিল ২০১৫ রাত ১১:৪০
254148
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হি হি হি হি..... আগামী পর্ব গুলো না পড়ে ভবিষ্যতবাণী....! আগামী পর্ব পড়লে বুঝিতে পরিবেন কি ঘটনা ঘটিতে যাচ্ছে....!

কল্পনা বিলাসি হলে কিন্তু খবর আছে......
313179
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৫১
আফরা লিখেছেন : কিছুই বলল্লাম চুপচাপ শুনব ।ধন্যবাদ ভাইয়া/ভাবী
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:১০
254172
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আফরা আপুর মূল্যবান মতামত প্রতিনিয়ত না পেলে ভুল হলে সুধরাব কি করে?


লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
313180
০৬ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৩
আফরা লিখেছেন : কিছুই বলব না হবে ভাইয়া/ভাবী
০৬ এপ্রিল ২০১৫ রাত ০১:১৮
254175
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগ সাইট সমস্যার কারনে মন্তব্য করতে সমস্যা হচ্ছে জানি ।
313358
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালই শ্বাসরুদ্ধকর রোমান্টিক কাহিনী যা সিনেমাকেও হার মানায়।
চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:০৮
255151
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। শুভকামনা।
১০
313468
০৭ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:১৩
সজল আহমেদ লিখেছেন : আগের পর্বগুলোতে প্রায় অনিয়মিত ছিলাম ।এই পর্বটা ভাল লাগলো এবং পরের পর্বের অপেক্ষায় আছি তার পর ভবিষ্যদ্বানী করব হাঃ হাঃ হাঃ।
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:১১
255152
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই পর্বটা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ! আপনার ভালোলাগা অনুভূতি জানতে পারাটা সুভাগ্যের ব্যপার!!! অপেক্ষার পালা শেষ, এর পরের পর্ব প্রকাশিত হয়েছে! আশা করি মিস করবেনা। Good Luck
১১
313484
০৭ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। জীবন সংগীর খোঁজে এই অভিযান অব্যাহত থাকুক! পরের পর্বের দ্রুত সাক্ষাত প্রার্থী! শুভকামনা রইলো!
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৯
255155
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু।মন্তব্যের জন্য ধন্যবাদ। পরের পর্ব ইতিমধ্যে পেয়ে গেছেন।। আপনার জন্যও শুভকামনা।
১২
314125
১০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
প্রবাসী মজুমদার লিখেছেন : বাস্তব অভিজ্ঞতার ঝূলি থেকে বিয়ে সংক্রান্ত ঝামেলার কিয়দাংশ তুলে ধরার জন্য ধন্যবাদ। সাধারণত পারিবারিক ও মুরব্বীদের নেতৃত্বের বিয়েগুলো খুব ভাল হয়। হবু স্ত্রীকে দুর থেকে মনে মনে ভালবাসে, এমন ছেলেরা এধরনের কথা ছড়ায়।
আমার ব্যপারেতো একজন বলেই এসেছিল, আমি নাকি সৌদি আরবে ছাগল চরাতাম।
১০ এপ্রিল ২০১৫ রাত ০৮:১৬
255153
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার পছন্দের ব্যক্তি, ব্লগার আমাদের ব্লগে!!!! সত্যিই খুবই আনন্দ লাগছে আজ। ধন্যবাদ ব্লগে এসে মন্তব্য করে আনন্দিত করার জন্য।

ছাগল ছড়ানোর গল্প বানিয় বলেছিলো??? শেষ পর্যন্ত কি করলেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File