তোমাদের এবার ধ্বংস করব ঐ লেখকের দল.....!!!✔✔✔নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৮ মার্চ, ২০১৫, ০৫:৪৯:০৯ সকাল



জোর করলে জ্বর হয় আমরা কি জানি?



✘✘

✘✘✘

✘✘✘✘

জোর করে লেখা গুলো কেন ব্লগে আনি ?

না পড়তে চইলে মানবোনা বলো কেন তুমি সই?

তোমার কথা শুনে নাম দিয়েছি নারিকেল তৈল জুই !!

তেল মাজলেও তোমার লেখা পড়বনা আমি !

তোমার লেখা পড়ার সময় নেই পড়ার চেয়ে সময়টা দামী !!

তোমার কি খেয়ে খেয়ে নেই কোন কাম কাজ ?

লিখতে গিয়ে হারায় কেন তোমার মনের লাজ !!

মনে যা চাই তা লিখো কি তোমার কারন বল ?

তোমাদের এবার ধ্বংস করব ঐ লেখকের দল !!

লেখালেখি ছেড়ে এবার কাজে বসাও তোমার মন !!

কাজ করলে অর্জিত হবে টাকা পয়সা ধন !!

টাকা পয়সা থাকলে তোমার নাম ঝস খ্যাতি !!

লেখা লেখির জনপ্রিয়তা তুচ্চ সময়ের অতিথি।

-------------------------------------

-------------------------------

-----------------------------

-----------------------

----------------

-----------

------

----

--

-

অনুভূতির খেলাধূলায় কে জিতে কে হারে কেউ জাননা, কেউ কেউ হাসি মুখে গ্রহণ বেদনা।।

বিষয়: বিবিধ

১১৩৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311415
২৮ মার্চ ২০১৫ সকাল ০৬:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওই কিচ্ছু বুঝি নাই!!!!! এমনিতে কবিতা আমার দুই চোখের বিষ, তাও আবারএত্তো ভারী ভারী কথা লিখলে ভার বহন করার শক্তিটুকুতো চাই! আমি রোগী মানুষ, ক্লান্ত পরিশ্রান্ত, সহজ করে দেন!
২৮ মার্চ ২০১৫ সকাল ১১:০৫
252487
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
অনুভূতির খেলাধূলায় কে জিতে কে হারে কেউ জাননা, কেউ কেউ হাসি মুখে গ্রহণ বেদনা........

এটাই আজকের লেখার রহস্য দেখা যাক ব্লগারের রহস্য বের করতে পারেন কিনা।।
311427
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি ব্যাপার ভাই???
ঘরে কেউ লিখতে বাধা দেয়!!
২৮ মার্চ ২০১৫ দুপুর ১২:৩৩
252498
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লিখলাম পড়া নিয়ে!! আপনি মন্তব্য করলেন লেখা নিয়ে...... রহস্য খূঁজে নেয়ার দায়িত্ব কিন্তু ব্লগারের!!!!
311444
২৮ মার্চ ২০১৫ দুপুর ০২:৩১
ছালসাবিল লিখেছেন : কথাগুলো মাথার উপপপপড় দিয়ে গেলো রে বাবপা... Surprised ভাগ্যিস মাথাটা একটু নুইয়ে রাখছিলাম নাহলে তো এক্সিডেন্ট হয়েযেতো।
311449
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:২১
আফরা লিখেছেন : বুঝেছি ভাইয়া ভাবী আপনাকে বকা দিয়েছে !!
311453
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আপনি বসে বসে দুধ খান


আমি একটু টেসশনে আছি।
311662
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৮
নূর আল আমিন লিখেছেন : কুচ্চু বোঝলুম না

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File